ফরেক্স মার্কেট একটি রিক্স মার্কেট তারপর যদি বড় কোন রিক্স নিয়ে ট্রেড করা হয় তাহলে ওই ট্রেডার এর ভিতর লোভ কাজ করে তাই এই লোভ আর বড় রিক্স সেই ফরেক্স ট্রেডারকে ধংশ করে দিবে।
Printable View
ফরেক্স মার্কেট একটি রিক্স মার্কেট তারপর যদি বড় কোন রিক্স নিয়ে ট্রেড করা হয় তাহলে ওই ট্রেডার এর ভিতর লোভ কাজ করে তাই এই লোভ আর বড় রিক্স সেই ফরেক্স ট্রেডারকে ধংশ করে দিবে।
মোট মূলধন এর ২% এর বেশী কোন একটি ট্রেডে ঝুঁকি গ্রহন করা মানি ম্যানেজমেন্ট অনুমোদন দেয় না। আপনার একাউন্ট ব্যালেন্স ১০০ ডলার হলে আপনি সর্বোচ্চ ২ ডলার ঝুঁকি নিতে পারেন। এক্ষেত্রে আপনি যদি মাইক্রো একাউন্টে ট্রেড করেন- তাহলে ০.০১ লটের ট্রেড অপেন করলে সর্বোচ্চ ২০ পিপস ঝুঁকি গ্রহন করতে পারেন। ২০ পিপস ঝুঁকি ব্যবসার ক্ষেত্রে খুবই কম্। মার্কেটের স্বাভাবিক গতিতে বার বার স্টপ লস হিট করতে পারে। সুতরাং কমপক্ষে ৫০০ ডলার নিয়ে ব্যাবসা শুরু করলে মার্কেটে টিকে থাকা সম্ভব।
রিস্ক নিয়ে ট্রেড করার ভয়াবহতা অনেক বেশি ফরেক্সের ব্যসায়ে লাভ লস দুটোয় আছে তবে যেন লস কম হয় সেদিকে খেয়াল থাকতে হবে যদি কোন কিছু না বুঝে বড় রিস্ক নিয়ে ট্রেড করেন তাহলে আপনি সব কিছু হারিয়ে জিরো হয়ে যাবেন যে কোন কাজ বড় রিস্ক নিয়ে না করে অল্প রিস্ক নিয়ে করা উচিত আমি বলব ফরেক্স আপনার জন্য নয় আপনি এখানে যদি ব্যবসা করতে চান তাহলে রিস্ক কম নেন ভাল করে মার্কেট এনালাইস করেন মার্কেট কতটুকু মুভ করছে তার উপর নির্ভর করে ট্রেড করেন দেখবেন লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে তাই রিস্ক কম নেওয়া উচিৎ।
রিক্স জিনিস্টা খুভ খারাপ তাই রিক্স কোন ভাবেই না নেয়া ভাল তাই রিক্স নিলে যেকোনো সময় বিপদে পরতে হতে পারে তাই তাই আমি যদি ফরেক্স ট্রেডে বড় কোন রিক্স নিয়ে ট্রেড করি তাহলে আমার বড় দরনের ভয়াবহতার শ্রিস্টি হতে পারে।
আমি অাপনার সাথে সম্পূর্ণরূপে একমত পোষণ করছি রিস্ক বেশি নিলে অনেক সময় লাভ বেশি হয় কিন্ত ক্ষতি হলে তা হবে অনেক বেশি আর ফরেক্স মার্কেটে বড় ধরনের ক্ষতি পুষিয়ে নিতে অনেকটা সময় দরকার হয় যদিও আমরা জানি যেখানে বেশি ঝুঁকি সেখানে লাভও বেশি ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার বেশি রিক্স নিয়ে ট্রেড ওপেন করে শুধুমাত্র অধিক লোভের আশায় তবে আমর মতে তারাই বেশি রিক্স নেয় ট্রেড করতে পারবে যারা অনেক দিনের অভিজ্ঞ
আপনি যত বড় মানের ট্রেডারই হোন না কেস মার্কেট যে আপনার বিপক্ষে যাবেনা এটি কিন্তু আপনি কনফারম করতে পারবেন না। আর আপনি নতুন হলে আরতো কোন কথাই নেই। তাই আমার মতে ফোরেক্স এ ট্রেড করার আগে অবশ্যই আপনি আপনার মার্জিন লেভেল মাথায় রেখে ট্রেড করবেন। এবং প্রতিদিন কত পিপস নিবেন কত ভলিউম দিবেন, কত রিক্স নেবেন, কত লাভ করতে চান এগুলো অবশ্যই আপনার আয়তার মধ্যে থাকা উচিত। এছাড়া বড় রিক্স নিলে অবশ্যই এটি আপনার জন্য ক্ষতি কর হতে পারে।
ফরেক্স মার্কেট এমনি একটি রিক্স মার্কেট এই মার্কেটে বড় কোন রিক্স নিয়ে ট্রেড করা উচিৎ না কারন বড় কোন রিক্স নিয়ে ট্রেড করলে ফরেক্স মার্কেট থেকে হারায় জাওয়ার সম্ভবনা বেশি থাকে ভহাবহতাক আর বেড়ে যায় তাই রিক্স বেশি বড় হওয়া ঠিক হবে না।
ফরেক্স মার্কেট এমনি রিক্স মার্কেট আর এই মার্কেটে বড় কোন রিক্স নিয়ে ট্রেড করলে অনেক বড় ভয়াবহতার কারন হতে পারে তাই বড় কোন রিক্স নিয়ে ট্রেড করা ঠিক হবে না তাই বড় রিক্স নিল্র ফরেক্স মার্কেটে বয়াবহতা র শিকার হতে হবে।
ফরেক্স মার্কেটে আপনি যদি খুব ভালো করে জ্ঞান অর্জন না করে বড় ম,আপের কোন ত্রেড করেন তাহলে আপনি এখান থেকে লস ছাড়া কিছু পাবেন না ার ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে রিক্স নিতে হয় কিন্তু জেনেসুনে রিক্স নেও সব থেকে ভালো বলে আমি মনে করি
অবশ্যই আমি আপনার সআথে একমত। ফরেক্স বিজনেস এ রিস্ক নিতে হয় সেটা স্বাভাবিক , কিন্তু এমন রিস্ক আমাদের না নেয়াটাই ভাল যাতে আমাদের মুল ক্যাপিটাল, আমাদের পুজি ফুরিয়ে যায়। বরং অল্প অল্প রিস্ক নিয়ে কাজ করা তাই ভাল। হ্যা ভাই রিস্ক নিতে হবে তবে অতিরিক্ত নয় । একাউন্ট জির করার থেকে অল্প প্রফিট করা অনেক ভাল। তাই ভাই সাবধানে ট্রেড করবেন।