-
ফরেক্স ট্রেডিং বিভিন্ন ধরনের কারেন্সি পেয়ার উপর ট্রেড নিতে হয় এবং এই মার্কেটে আপনাকে নির্দিষ্ট একটি করেন্সিকে টার্গেট করে বিট করতে হয়। বিড প্রাইস হচ্ছে এমন প্রাইস যা ব্রোকার আমাদেড় কে সেল করার জন্য অফার করে। ফরেক্স মার্কেট এ আমরা দুই ধরনের ট্রেড করি কিন্তু শেয়ার বাজারে আমরা দুই ধরনের ট্রেড কোরতে পারিনা। ফরেক্স মার্কেট এ আস্ক প্রাইস এবং বিড প্রাইস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি। তাই এটি বেশ জনপ্রিয়।
-
আমরা যখন ট্রেড করার জন্য ইন্সটাফরেক্স সফটওয়ারটা ওপনে করি তখন আস্ক প্রাইজ ও বিট প্রাইজ নামে দুটো টোলস দেখতে পায়। এটা মূলত ট্রেড করার জন্য মার্কেট প্রাইজ থেকে ব্রোকারের স্পেড বাদ দিয়ে যে ফিগারটা দাড়ায় সেটাই হলো বিড প্রাইজ। আমরা যখন কোন ট্রেড ওপেন করি তখন আমাদের ট্রেডটি মাইনাস ফিগার থেকে শুরু হয় যে পরিমান মাইনাস ফিগার থাকে সেটাই হইল মূলত বিড প্রাইস।
-
সেল করার জন্য সবচেয়ে ভালো প্রাইসই হলো বিড প্রাইস। ব্রোকার যখন কিউটো কারেন্সীর পরিবর্তে বেস কারেন্সী ক্রয় করে তখন সেটাকে বিড প্রাইস বলা হয়। যদিও বিড প্রাইস সম্পর্কে আমার নিজের তেমন একটা ধারনা ছিলনা। খুব কম জানতাম এটা সম্পর্কে । শুধু শুনেই গিয়েছি। আপনার পোস্টে এসে এ ব্যপারে একটু আধটু ধারনা পেলাম।
-
ফরেক্স মার্কেটে প্রতিটি কারেন্সি পেয়ার এর জন্য দুটি করে প্রাইস থাকে । একটি বিড প্রাইস আর আরেকটি আস্ক প্রাইস । বিড প্রাইস এবং আস্ক প্রাইস এর পার্থক্যকেই স্প্রেড বলে । আপনি যখন কোন বাই অর্ডার করবেন তখন আস্ক প্রাইসে ওপেন হবে আর যখন সেল অর্ডার করবেন তখন বিড প্রাইসে ওপেন হবে ।ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্ররডিং করতে হলে আমাদেরকে অবশ্যই বিড প্রাইস সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে।
-
ব্রোকার যখন কিউটো কারেন্সীর পরিবর্তে বেস কারেন্সী ক্রয় করে তখন সেটাকে বিড প্রাইস বলা হয়। যদিও বিড প্রাইস সম্পর্কে আমার নিজের তেমন একটা ধারনা ছিলনা। খুব কম জানতাম এটা সম্পর্কে । শুধু শুনেই গিয়েছি। আপনার পোস্টে এসে এ ব্যপারে একটু আধটু ধারনা পেলাম। যখন ব্রোকার কোয়েটো কারেন্সি চেঞ্জ করে বেস কারেন্সি কিনতে অফার করে।অর্থাৎ আমরা যখন কোয়েটো কারেন্সি চেঞ্জ করে বেস কারেন্সি ক্রয় করি সেটাকে মূলত বিড কারেন্সি প্রাইস বলে। বলা হয়ে থাকে বিড কারেন্সি তে সেল করার জন্য পারফেক্ট টাইম।
-
আমি এই বিষয়ে আরো জানতে চাই।।। কেউ আরো ভাল করে জানলে আমায় জনাবেন।
-
আমার মনে হয় সেল করার জন্য সবচেয়ে ভালো প্রাইসই হলো বিড প্রাইস। ব্রোকার যখন কিউটো কারেন্সীর পরিবর্তে বেস কারেন্সী ক্রয় করে তখন সেটাকে বিড প্রাইস বলা হয়। অর্থাৎ আমরা যখন কোয়েটো কারেন্সি চেঞ্জ করে বেস কারেন্সি ক্রয় করি সেটাকে মূলত বিড কারেন্সি প্রাইস বলে। বলা হয়ে থাকে বিড কারেন্সি তে সেল করার জন্য পারফেক্ট টাইম।
-
একটি ট্রেড ওপেন করি তখন দুই ধরনের প্রাইস দেখা যায় । একটি হল বিড প্রাইস এবং আর একটি হল আস্ক প্রাইস । বিড প্রাইস এআমরা সেল করলে সেল ওপেন হয় এবং আস্ক প্রাইস এ আমরা বাই করলে বাই ওপেন হয় । বিড প্রাইস এবং আস্ক প্রাইস এর পাথক্য থাকে সেই পাথক্যই ব্রোকার এর লাভ।এর মধ্যেও অনেক ব্যাপার আছে । যা ধীরে ধীরে বুঝতে হবে ।
-
আমার প্রাইস সম্বন্ধে তেমন কোন আইডিয়া নেই। তবে একটু আকটু জানি যে সেল করার জন্য সবচেয়ে ভালো প্রাইস হলো বিড প্রাইস। তবে বিড প্রাইস স্বমন্ধে আমাদের মত নতুন ট্রেডারদের তেমন কোন আইডিয়া নেই।
-
ফরেক্স মার্কেটে প্রতিটা কারেন্সি পেয়ার এর পাশে দুটি প্রাইস থাকে । একটি হচ্ছে আস্ক প্রাইস এবং আরেকটি হচ্ছে বিড প্রাইস । আমরা যদি কোন কিছু বাই করি তাহলে বিড প্রাইসে আমাদের ট্রেড টি ওপেন হবে আর আমরা যদি কোন পেয়ার সেল করি তাহলে আমদের ট্রেড টি আস্ক প্রাইসে ওপেন হবে । অর্থাত আমরা বাই করলে মার্কেট প্রাইস থেকে কিছুটা উপরে এবং আমরা সেল করলে মার্কেট প্রাইস থেকে কিছুটা নিচে ট্রেড ওপেন হবে ।তবে ফরেক্স মার্কেটে যেয়ে বেশি মার্কেটিং এ কাজ করবে সে ফরেক্স থেকে তত বেশি দক্ষতা অর্জন করবে এবং অভিজ্ঞতার সাথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।