ক্রস কারেন্সি পিয়ার হচ্ছে আপনি যদি ইউরো ইউএসডির সাথে অন্য যে কোন পিয়ারে ট্রেড করেন তবেই আমি মনে করি আপনি কারেন্সি পিয়ারে ট্রেড করলেন। আসলে ট্রেড করতে হলে যা দরকার তা হলো অনেক জ্ঞান লাভ করে আপনি ফরেক্স মার্কটে ট্রেড করা তবেই আপনি সফল হবেন।
Printable View
ক্রস কারেন্সি পিয়ার হচ্ছে আপনি যদি ইউরো ইউএসডির সাথে অন্য যে কোন পিয়ারে ট্রেড করেন তবেই আমি মনে করি আপনি কারেন্সি পিয়ারে ট্রেড করলেন। আসলে ট্রেড করতে হলে যা দরকার তা হলো অনেক জ্ঞান লাভ করে আপনি ফরেক্স মার্কটে ট্রেড করা তবেই আপনি সফল হবেন।
ফরেক্স মার্কেট এ দুই দরনের কারেঞ্চি রয়েছে।যেমন-মেজর কারেঞ্চি এবং ক্রস কারেঞ্চি।সকল ইউ এসডি সম্পর্কিত কারেঞ্চি হচ্ছে মেজর কারেঞ্চি এবং ইউ এসডি ব্যতীত সকল কারেঞ্চি হচ্ছে ক্রস কারেঞ্চি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে আমরা মেজর কারেঞ্চি কে বেসি প্রাধান্য দিয়ে থাকি।এছাড়া ফরেক্স মার্কেট এ আমরা আরও বিভিন্ন জিনিষ নিয়ে ট্রেড করি।যেমন-ফেইসবুক,গুগোল,ইত্যাদি।এই বিষয় গুলোর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।তবে এই গুলতে ট্রেড না করাই ভালো।
ফরেক্স মার্কেট এ ২ধরনের কারেন্সি পিয়ার থাকে।১টি হল মেজর এবং অপরটি ক্রস কারেন্সি পিয়ার।যেসব পিয়ার এর সাথে usd থাকে তাদেরকে মেজর কারেন্সি পিয়ার আর যেগুলোর সাথে usd থাকে না সেগুল কে ক্রস কারেন্সি পিয়ার বলা হয়।
কারেন্সি পেয়ার সম্পরকে আমি বেশি কিছু বুঝি না।। তাই যারা এ বিষয়ে ভালো জানেন তারা বিস্তারিত জানাবেন।।।
আমারও তাই মনে হয়। তবে একটা জিনিস কী জানেন- ক্রস পেয়ারে স্প্রেড একটু বেশিই হয় এবং এই পেয়ার গুলো মূভমেন্ট একটু বেশিই করে। তাই আমি মনে করি এই পেয়ার গুলো তে ট্রেড করার আগে একটু বুঝে শুনে ট্রেড করবেন কেননা এখানে বেশি লস হবার সম্ভাবনা খুবই বেশি হতে পারে। আমি পারত পক্ষে এই পেয়ার গুলোকে সমীহ করে চলি।
ফরেক্স মার্কেটে ইউএসডি ব্যতীত যে কোনো পেয়ার দেখা গেলে তাকেই ক্রস পেয়ার বলা যায়।অর্থাৎ যে পেয়ারের সাথথে ইউএসডি নেই সেটাই ক্রস পেয়ার।যেমন Euro/Jpy,Cny/Jpy,Cad/Cny,Euro/Chf ইত্যাদি পেয়ারগুলোকেই ক্রস কারন্সি পেয়ার বলা হয়ে থাকে।
আমরা জানি ফরেক্সে মেজর কারেন্সি পেয়ারগুলো হচ্ছে ডলার বেইজড। যেমনঃ eur/usd, gbp/usd, usd/jpy, aud/usd ইত্যাদি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেক কারেন্সির একটি হচ্ছে ডলার (usd)। ফরেক্সে যখন একটি কারেন্সি পেয়ারের দুটো কারেন্সির কোনটিই ডলার নয়, তখন তাকে বলা হয় ক্রস কারেন্সি পেয়ার বলে। ক্রস কারেন্সি পেয়ার দেখতে এরকম eur/jpy, gbp/jpy, eur/gbp । ক্রস কারেন্সি পেয়ারগুলো চলে আসায় অনেক সুবিধা হয়েছে ফরেক্স ট্রেডারদের।এখন অনেক বেশি কারেন্সি পেয়ার ট্রেড করা যায়।
আমরা জানি কারেন্সি পেয়ার গুলো হল ডলার, ইউরো, জিবিপি, জেপিওই,আর অনেক পেয়ার আছে এর মধ্যে ইউএসডি পেয়ার যদি না থাকে সেই পেয়ারকে ক্রস পেয়ার বলে যখন একটি কারেন্সি পেয়ারের কোনটি তেই ডলার থাকবে না তখন তাকে ক্রস কারেন্সি পেয়ার বা ক্রস পেয়ার বলা হয়ে থাকে।
ডলার এর সাথে যে পেয়ার গুল নাই সে গুল কে ক্রস কারেন্সি পেয়ার বলে যেমন gbp/jpy, eur/gbp, aud,cad এই রকম যত পেয়ার আছে তাদের কে ক্রস কারেন্সি পেয়ার মধ্য পরে আপনি ক্রস কারেন্সি পেয়ার অনেক বেশি মুভ করে ক্রস কারেন্সি পেয়ার এ হটাট করে মুভ করার কারন এ নতুন টেড আর অনেক বেশি লস করে ফেলে তাই নতুন টেড আর দের ক্রস কারেন্সি পেয়ার এ টেড করা উচিত না
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন টাইম টেবিল নাই । সারা দিনই আপনি ইচ্ছে করলে ট্রেড করতে পারবেন । সাধারনত মার্কেটের মুভমেন্ট দেখে মার্কেটের অবস্থা ভাল মনে হলে ট্রেড করাই উত্তম *। তাছাড়া ট্রেড করার আগে মার্কেট এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ । সাধারনত বিকেল থেকে রাত ১১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপযোক্ত সময় বলে আমি মনে করি ।