-
আমি এখনো লস হয় নাই কারণ আমি এক বারে নতুন । তার পরেও ট্রেড করতে গিয়ে অনেক ডলার চলে গিয়েছিল। তার পরেও একবার সাধারণত একাউন্ট জিরো হয়ে গিয়েছিল । আমি আসলে তেমন ভাবে আয়ক্ত করতে পারিনী তাই আমি চেষ্টা চালিয়ে যাবো। তার পর থেকে আমি চেষ্টা করি যেন আমার ব্যালেস জিরো না হয়। সেদিকে লক্ষ রাখি । মূল কথা হলো ভালো ভাবে ফরেক্স সম্পকে জানতে হবে।
-
আমি যখন ফরেক্স মার্কেটে নতুন আসি তখন আমার একবার একাউন্ট জির হয়ছিল তখন থেকে আমি খুভ সতর্ক অবশায় ট্রেড করি তারপর থেকে আমার একাউন্ট আর জির হয়নি ফরেক্স মার্কেটে একাউন্ট নতুন অবস্থায় সবার দুই এক বার একাউন্ট জির হয়।
-
আসলে এমন ফরেক্স ট্রেডার খুব কমই আছে যার অ্যাকাউন্ট জিরো হয়নাই । *আমি নিযে ও ৮ - ১০ টা ডিপোজিট জিরো করেছি এখন আর টাকা নাই তাই এখন ট্রেড ও করি না
-
আমি বাস্তব অ্যাকাউন্টে এখন জিরো করি নাই ডেমো অ্যাকাউন্টে জিরো করেছি।
-
আমি রিয়েল একাউন্টে একবারও এখনও একাউন্ট জির করিনি । তবে আমি ডেমো একাউন্টে অনেক বার একাউন্ট জির করে ছিলাম। আসলে একাউন্ট জিরো হয়ে গেলে কি যে খারাপ লাগে টা যদি আপনি একাউন্ট জিরো না করেন তবে বুঝতে পারবেন না। তাই আমার পরামর্শই হচ্ছে আগে ফরেক্স সম্পকে পরিপূর্ণ জানেন তার পর ট্রেড করতে নামেন। নয়ত ফরেক্স আপনাকে লাভবান করার চেয়ে অনেক আগে ফকির বানিয়ে ফেলবে। তাই সাবধান হয়ে যান, নয়ত পরে পস্তাবেন।
-
আমি আমার একাউন্ট একবারও জিরো করিনি। লস হয়েছে অনেকবার কিন্তু কখনো একাউন্ট জিরো হয়নি। প্রথম থেকেই আমি আমার আবেগকে নিয়ন্ত্রন করার চেষ্টা করি ফলে আমার লসও অনেক কম হয়। আর আমার যা এক্সপেরিমেন্ট তা আমি ডেমো একাউন্ট দিয়ে করার চেষ্টা করি। অনেক সময় লাভ হলে মনে হয় আহা যদি ট্রেডটা ডেমোতে না করে রিয়ালে করতাম তাহলে অনেক প্রফিট নিতে পারতাম। কিন্তু ঝুকি কম নেই বলেই হয়তো আমার একাউন্ট কখনো জিরো হয়নি।
-
আমি তখন মানি ম্যানেজমেন্ট, মার্জিন ইত্যাদি বিষয়ে অনেক কাচা ছিলাম তখন আমি একবার পুরো ৫০০০ ডলার পুরোটাই জিরো করে ফেলেছিলাম কিন্তু ডেমো এ্যকাউন্ট ছিলো বলে টাকাটা আমার পকেট থেকে গোনার প্রয়োজন হয়নি। কিন্তু এখন আমি পূর্বেউল্লেখি বিষয়গুলো সম্পর্কে ভালভাবে জানি বলে ঐ ধরনের বিপর্যয়গুলো এখন হয়না বললেই চলে।
-
আমি নতুন হিসাবে একাউন্ট জিরো করি নি তবে হবার পথে । এটা মানতে হবে যে যেকোনো কাজ করতে হলে প্রত্যকে সতর্ক ভাবেকরতে হবে । তাহলে লসের ভয় কম থাকে । ফরেক্স মার্কেটে একাউন্ট জিরোত সাধারন কথা ।যেখানে সতকরা 95 জন হিরো ।
-
ভাই আমি একজন ফরেক্স মার্কেট এর নতুন সদ্ধসস তাই আমি ফরেক্স মার্কেট সম্পর্কে এখন ভয়াল করে কিছুই জানিনা।তবে আমি বর্তমানে ডীমো একাউন্ট এ ট্রেড করি এতে আমার একবারও লস হইনি। আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে ফরেক্স মার্কেট কে নিয়ে ভাল করে এনালাইসিস করেনি এবং তারপর ট্রেড করি। তাই সম্ভবত আমার এখনও লস হইনি। আসা আছে এই ভাবে আমি ববিসসতেও ট্রেড কোরতে পাড়ব প্রপিটও কোরতে পাড়ব।
-
যত ভাল ভাবে ট্রেড করা যায় তত ভাল ভাবে এই কাজ করা সম্ভ । ভাল ভাবে কাজ করলে াকোউন্ট জিরো হওযার সম্ভাবনাও অনেক কমে যায় । তাই ভাল ভানব ট্রেড করতে হবে । তবেই আপনার মূল্যবান একা্ওন্ট জিরো হওযার কোনো সম্ভাবনা কমে যাবে ।