আপনি যদি ডেমো ট্রেড আগে করে থাকেন তাহলে অবশ্যই আপনি ট্রেড ভাল শিখেছেন। যদি এখনো মনে হয় আরও কিছুদিন ডেমো করা প্রয়োজন তাহলে করুন। রিয়েল ট্রেড এলাভ লস হতেই পারে । একজন ট্রেডার শুরুতেই লাভ নাও করতে পারে। তাই দুশ্চিন্তা মুক্ত হয়ে ট্রেড করুন।
Printable View
আপনি যদি ডেমো ট্রেড আগে করে থাকেন তাহলে অবশ্যই আপনি ট্রেড ভাল শিখেছেন। যদি এখনো মনে হয় আরও কিছুদিন ডেমো করা প্রয়োজন তাহলে করুন। রিয়েল ট্রেড এলাভ লস হতেই পারে । একজন ট্রেডার শুরুতেই লাভ নাও করতে পারে। তাই দুশ্চিন্তা মুক্ত হয়ে ট্রেড করুন।
আমি শুনেছি ফরেক্স মার্কেটে প্রথমে ট্রেড করলে নিজের কাছে অনেক চিন্তা লাগে এমন কি রাতে ঘুম হয়না আমার প্রথম দিকে কিছু সমস্যা হয়েছিল এখন এরকম কিছু হয়না। ফরেক্স মার্কেট যেহেতু অর্থনৈতিক ব্যাপার এইখানে অনেকে নতুন ব্যাবসা করেন তাই নতুন অবস্হাই একটু উত্তেজিত লাগে সময়ের পরিবর্তনে সব ঠিক হয়ে যাবে।
দুশ্চিন্তা কোন সমাধান দিতে পারে না। তাই দুশ্চিন্তাকে বাদ দিয়ে কাজের প্রতি মনোযোগী হওন। কারণ দুশ্চিন্তা নিয়ে কাজে ভালোভাবে মনোযোগ দেয়া যায় না।তাই কাজের প্রতি মনোযোগী হন এবং কৌশল প্রয়োগ করুন তবেই সফল হতে পারবেন।
দুসচিন্তা ফরেক্স ট্রেডারদের জন্য শত্রুর মত।আপনি যদি ট্রেড করার সময় দুসচিন্তা করেন তাহলে আপনি লস করবেন কারন আপনি দুসচিন্তার কারনে মার্কেট এ মনোযোগ দিতে পারবেন না। তাই যদি দুসচিন্তা মুক্ত হয়ে ট্রেড করতে পারেন তাহলে লাভ করতে পারবেন।
ফরেক্সে এতো দুচিন্তা করলে ট্রেড করা উচিৎ না।। তাই ফরেক্স এ ট্রেড করার আগে দুচিন্তা এবং দুরে রেখে আসুন।। তাছাড়া লাভ করা অনেক কষ্ট সাধ্য হয়ে যাবে।।। ফরেক্স এমন এক্টা যায়গা যেখানে ইমুশনের কোনো যায়গা নেই।।। তাই আবেগহীন হয়ে ট্রেড করুণ।। তা না হলে লসের ভাগিদার হন।।।
ফরেক্স মার্কেটে প্রথম ট্রেড প্রথম প্রেমের মতই। একটি অজানা ভয় আর ভাললাগার অনুভুতি সব রোমান্স মিলে আমরা যখন একটি ট্রেড দেই আর ভাবতে থাকি কি হবে, তখন সময়টা খুব দ্রুত কেটে যায়। লাভ করি আবার কখনো লস করি। এভাবেই আমরা ট্রেড শিখি। শিখতে হয়।
ফরেক্সে ট্রেড করাতে হলে প্রথমে সকল দুশচিন্তাকে ঝেরে ফেলে দিতে হবে কারন তা না হলে এখানে এসে ঠিকমত মনোনিবেশ করে ট্রেড করা সম্ভাব হবে না আর সঠিক ট্রেডিং সিস্টেম অনুসারে ট্রেড করতে না পারলে সেই ভাবে ভাল প্রফিটও লাভ করা যাবে না।
আমার মতে ফরেক্সে দুশ্চিন্তার কিছু নেই। কেননা এখানে হয় লাভ হবে আর না হয় লস। লাভ হলে তো ভাল, আর লস হলে নিজেকে সামলাতে হবে। আরো দক্ষ হওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে। আর মার্কেট বুঝে তারপর ভালমতো ট্রেড করতে হবে।
ভাই ফরেক্স মার্কেট নিয়ে টেনশোন করলে বরং আপনি আবুল তাবুল ট্রেড অপেন করতে পারেন। সব সময় ফরেক্স নিয়ে টেনশোন করলে হবে না। ফরেক্স যখন আপনি সময় পান তখন এনালসিসি করুন। আমি তাই করি। ফরেক্স নিয়ে শুধু পরে থাকলে হবে না।
ফরেক্স মার্কেটের আরেকটি কারণ হল দুশ্চিন্তা । যে ট্রেডার যত বেশী ধৈর্য্য ধারণ করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা কখনো দুশ্চিন্তা করব না তাহলেই আমরা লাভাবন হতে পারব ।