-
সোজা বাংলায় সোয়াপ হল সুদ। আপনি একটা পজিশন ওভার নাইট হোল্ড করার জন্য যে সুদ দিবেন বা পাবেন তাই হল সোয়াপ। তবে আপনি চাইলে এই অপশন বন্ধ রাখতে পারেন। কেননা মুসলিম হিসেবে যেহেতু সুদ দেওয়া নেওয়া উভয়ই হারাম তাই আপনি ইসলামিক একাউন্ট অর্থাৎ সোয়াপ ফ্রি একাউন্ট ব্যবহার করতে পারেন।
-
সোয়াপ মানে বলতে যা বুঝায় তা হচ্ছে সুদ । আপনি একাউন্ট খোলার সময় একটি বিষয় খেয়াল করলে দেখতে পারেন যে সেখানে একটি সোয়াপ এর অপশন রয়েছে । আপনি চাইলে আপনার একাউন্ট সোয়াপ মুক্ত করতে পারেন আবার চাইলে সোয়াপযুক্ত করতে পারেন । এজন্য আপনাকে সোয়াপ এর বক্স টি চেক করতে হবে যদি আপনি আপনার একাউন্টটি সোয়াপযুক্ত করতে চান আর আনচেক করতে হবে যদি আপনি আপনার একাউণ্ট টি সোয়াপমুক্ত করতে চান । সোয়াপ এর জন্য আপনি লিভারেজ বেশি পাবেন ।
-
সোয়াপ হচ্ছে সুদ৷আপনার রিয়াল একাউন্ট ওপেন করার সময় দেখবেন সোয়াপ ফ্রী বা সুদ মুক্ত একাউন্ট সিলেক্ট করতে হয়৷অর্থাৎ আপনার এই একাউন্টটিতে আপনার কোনো ট্রেডের বিপরীতে কিছু সুদ যুক্ত হবে না কি সুদ মুক্ত হবে-তারই আগাম সিলেকশান করে নিতে হবে৷সাধারণত আমরা অনেকেই ফরেক্স ব্যাবসায় 100% হালাল রোজগারের উদ্দেশ্যে আমাদের একাউন্টগুলো সোয়াপ ফ্রী বা সুদমুক্ত রাখি৷আমাদের নিয়মিত প্রফিটের প্রয়োজন,সুদের কোনো প্রয়োজনই নাই৷৷
-
আমি এক কথায় বলতে পারি সয়াপ হচ্ছে সুদ। আপনি যখন ইন্সটা ফরেক্স একাউন্ট খুলতে যাবেন, তখন দুইটা জিনিস উল্লেখ থাকে একটা হচ্ছে সয়াপ সহ একাউন্ট আর একটা হচ্ছে সয়াপ ফ্রি একাউন্ট এখন এর মধ্যে আপনার উপর ডিপেন্ট করবে যে আপনি কোনটি পছন্দ করবেন। আর সয়াপ পাবেন আপনি যখন কোন ট্রেড অপেন করবেন বাই অথবা সেল দিবেন তারপর বুঝতে পারবেন যে সয়াপ কিভাবে পাবেন। কোন কোন পেয়ার সয়াপ বেশি দেয় আর কোন পেয়ার কম দেয় আবার কোন কোন পেয়ার সয়াপ বিয়োগ হয়। যেমন eurusd বাই দিয়েছেন দেখা গেলো আপনি লসে আছেন আপনি আর কোন ট্রেড অপেন না করে রেখে দিলেন পরের দিন দেখতে পাবেন যে টাকার উপরে বাই বা সেল দেওয়া আছে তার উপর %টেস করে আপনাকে সয়াপ দেওয়া হচ্ছে।
-
সোয়াপ হচ্ছে সুদ। আপনার ট্রেডের উপর নির্ভর করে সোয়াপ। আপনি যদি লম্বা সময় নিয়ে ট্রেড করেন আর তা যদি লাভে থাকে তাহলে আপনাকে একটা পরিমাণে সুদ দিবে আর যদি লসে থাকেন তাহলে কেটে নিবে। এটাই সোয়াপ।
-
আমাদের সবারই জানা উচিৎ সোয়াপ হচ্ছে সুদ।যারা ইসলামিক মতাদর্শে ট্রেডিং করতে চাই তারা সোয়াপ অপশনে টিক মারে।তাহলে তাদের অ্যাকাউন্ট সোয়াপ ফ্রি বা সুদমুক্ত ট্রেডিং অ্যাকাউন্ট। ইসলামে সুদ হারাম।এজন্য যেসব মুসলিম ট্রেডার রয়েছে তারা এটা ব্যবহার করেথাকে।তবে অন্য যে কেউও সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট করতে পারে।
-
একাউন্ট খোলার সময় আপনি সোয়াপ ফ্রি একাউন্ট করবেন।একাউন্ট করতে গেলে সোয়াপের একটা অপশন দেখতে পাবেন আর এখান থেকে আপনার একাউন্টটি সুদ মুক্ত করে নিতে পারেন আর যদি না করেন তবে আপনার কোন চালু ট্রেড যদি লাভে লম্বা সময় চলতে থাকে তবে আপনার ব্রোকার এর উপর নিদ্দিষ্ট হারে সুদ দিবে।এটাকে সুদ বলা যাই না।
-
একাউন্ট খোলার সময় আপনি সোয়াপ ফ্রি একাউন্ট করবেন।একাউন্ট করতে গেলে সোয়াপের একটা অপশন দেখতে পাবেন আর এখান থেকে আপনার একাউন্টটি সুদ মুক্ত করে নিতে পারেন আর যদি না করেন তবে আপনার কোন চালু ট্রেড যদি লাভে লম্বা সময় চলতে থাকে তবে আপনার ব্রোকার এর উপর নিদ্দিষ্ট হারে সুদ দিবে।এটাকে সুদ বলা যাই না।
-
ইসলামিক মতাদর্শে ট্রেডিং করতে চাই তারা সোয়াপ অপশনে টিক মারে।তাহলে তাদের অ্যাকাউন্ট সোয়াপ ফ্রি বা সুদমুক্ত ট্রেডিং অ্যাকাউন্ট। ইসলামে সুদ হারাম।এজন্য যেসব মুসলিম ট্রেডার রয়েছে তারা এটা ব্যবহার করেথাকে।তবে অন্য যে কেউও সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট করতে পারে।অনেকে আছে যারা সুন্দর ভাবে একটি ব্যবসায় করতে চায় , ফরেক্স মার্কেটে এই জন্য একটি বিশেষ ব্যবস্থা আছে যারা সুদ মুক্ত একাউন্ট খুলে কাজ করতে পারে । আর এই সুদ হচ্ছে সোয়াপ ।
-
সুদমুক্ত অ্যাকাউন্টকে সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট বলে। এটা আসলেই একটা ভালো উদ্দ্যোগ। অন্যথায় মার্কেটে কোন ট্রেড ২৪ ঘন্টার বেশি রানিং থাকলে তার উপর সুদ কেটে নেয়। তবে খেয়াল রাকা ভালো কোন ট্রেড যদি ১০ দিন কিঙবা তার অধিক সময় রানিঙ থাকে সে ক্ষ্রেত্রে কিন্তু ব্যাংক-এ নির্দিষ্ট চার্য দিকে হবে।