-
খরচ ছাড়া অর্থ উত্তলোনের কোন সুযোগ নেয়। কোন কোন কম্পানি বেশি চার্জ নিয়ে থাকে আর কোন কোন কম্পানি কম নিয়ে থাকে। তবে যারা অল্প উপার্যন করে থাকে তাদের জন্য অন্যদের কাছে বিক্রি করে দেওয়াই শাস্রই উপাই। আর neteller এর ডেবিট কার্ড নিয়ে এটিএম বুথ থেকে অর্থ উত্তলোন করতে পারে ২% ফি দিয়ে। আর ব্যাংকে অর্থ উত্তলোনের ক্ষেত্রে skrill ব্যাবহার করলে খরচ কম হবে। উত্তলোন তিন ডলার মতো। তবে মাঝে মাঝে বেশি অর্থ কেটে নেওয়ার অভিযোগ আছে skrll এর বিরুদ্ধে। তবে বাংলাদেশের জন্য neteller এবং skrill ই ভালো হবে।
-
আমার মনে হয় ফরেক্স আমরা অর্থ দিয়ে শ্রম দিয়ে অনেক কষ্টে টাকা ইনকাম করি। এই অর্থ আমাদের সাবধানতা অবলম্বন করে তুলতে হবে। আপনি যে প্রসেস গুলোর কথা বললেন সেগুলোর অনেক গুলোই অবৈধ। আমাদের অবৈধ পথে গেলে চলবে না। সঠিক পথেই যেতে হবে। এজন্য আমরা নেটলার, স্ক্রিল ইত্যাদির সাহাজ্যে ব্যাংক থেকে টাকা তুলতে পারি।
-
এই অর্থ আমাদের সাবধানতা অবলম্বন করে তুলতে হবে। আপনি যে প্রসেস গুলোর কথা বললেন সেগুলোর অনেক গুলোই অবৈধ। আমাদের অবৈধ পথে গেলে চলবে না। সঠিক পথেই যেতে হবে। এজন্য আমরা নেটলার, স্ক্রিল ইত্যাদির সাহাজ্যে ব্যাংক থেকে টাকা তুলতে পারি। এটাই বেটার হবে। আমরা ফরেক্স মার্কেট এ আমাদের কামান টাকা ভিবিন্ন ভাবে উত্তোলন করে থাকি। কিন্তু এই টাকা উত্তোলন কোরতে গেলে আমরা ভিবিন্ন সমস্যাই পরে থাকি।ফরেক্স মার্কেট এ টাকা কামানু সহজ কিন্ত।টাকা তোলা কষ্ট কর। আমরা সাধারনত ফরেক্স মার্কেট এর টাকা ভিবিন্ন মাধ্যমে তুলে থকি।যেমন মাস্টার ক্রাড এর মাধ্যমে নেটেরাল বা স্ক্রিল্ল একাউন্ট এর মাদ্ধমে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে যে প্রফিট করবেন সেই প্রফিট আপনি বাংলাদেশে বসে বিভিন্ন প্রেমেন্ট সিস্টেমের সাহায্যে উঠাতে পারেন।আপনি নিটেলার,স্কিল/মানিবুকার্স,মাস্টারকার্ড এমন কি বাংলাদেশে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তার মাধ্যমে আপনি আপনার ডলার উঠাতে পারবেন। অথবা শুধু মাত্র অনলাইনে একটি (যে কোন পেমেন্ট গেটোওয়েতে)অ্যাকাউন্ট করবেন, তারপর মাষ্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। এর পর ১৫/৪৫ দিন এর মধ্যে কার্ড চলে এলেই আপনি পার্শবর্তী যেকোন বুথ থেকে টাকা তুলতে পারবেন। এ ছাড়াও অনলাইন এর মাধ্যমেও ডলার এক্সচেন্জ করে নিতেপারেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করলেই চলবেনা জানতে হবে এই ডলার কি করে দেশে আনা যায়? এই ক্ষেত্রে কয়েকটি পন্থায় আমরা এই ডলার ক্যাশ করতে পরি-
1. ডলারের সাথে টাকা এক্সচেন্জ করে।
2. ব্যংকিং পদ্ধতিতে উত্তলন করে।
ব্যংকিং পদ্ধতির ক্ষেত্রে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তার মাধ্যমে আপনি আপনার ডলার উঠাতে পারবেন। এছাড়া বিভিন্ন অনলাইন পেমেন্ট সিস্টেমের সাহায্যে পেমেন্ট গ্রহন করে তাথেকে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে অথবা অনলাইন পেমেন্ট সিস্টেমের কার্ড নিয়ে এটিএম বুথ থেকে অর্থ উত্তলোন করতে পারেন। এ ক্ষেত্রে নিটেলার, স্কিল/মানিবুকার্স, পাওনিয়র মাস্টারকার্ড ও পেইজা ব্যবহার করা যায়।
-
ফরেক্স মার্কেট থেকে আয় করা অর্থ আমি নেটেলারের মাধ্যমে উত্তেলন করে থাকি। আমার মতে সবার উচিত নেটেলারের মাধ্যমে উত্তেলন করা। কারন বাংলাদেশের প্রায় সব এটি এম বুথে নেটেলারের মাস্টারকার্ড দিয়ে টাকা তুলা যায়। যার ফলে ডলার ক্রয় করার ক্রেতা খুজতে হয় না।
-
ফরেক্স মার্কেট থেকে আয় করা ডলার আপনি খু্ব সহজেই উত্তোলন করতে পারবেন । বর্তমানে ফরেক্স মার্কেট থেকে টাকা উত্তোলনের জন্য বিভিন্ন অনলাইন পেমেন্ট প্রসেসর রয়েছে । যেমন মানিবুকার্স, নেটেলার, পেয়জা ইত্যাদি । এই সকল পেমেন্ট প্রসেসরের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার আয়কৃত ডলার উত্তোলন করতে পারবেন । ধন্যবাদ ।
-
ফরেক্স থেকে আয় করা ডলার ব্যংকের মাধ্যমে উত্তোলন করা উত্তম । তবে ব্যাংক ছারাও স্ক্রীল, মাস্টার কার্ড, নিটেইলার, পেইজা ইত্যাদীর মাধ্যমে ফরেক্স থেকে আয় করা ডলার উত্তোলন করা যাবে । ফরেক্ থেকে আয় করা ডলার বন্ধুদের মধ্যেও বন্টণ করেবিক্রি করা যায় যারা ফরেক্সের সাথে সম্পৃক্ত ।
-
আপনি ট্রেড করেলাভ করতে পারলে সেই লাভের টাকা আপনি বিভিন্ন মাধ্যম দিয়ে তুলতে পারেন।তবে ব্যাংকের মাধ্যমে টাকা তুলতে গেলে টাকা তুলতে খরচ বেশি পড়ে যাই।আপনি স্ক্রিল বা পেপাল বা পেজা বা নেটলার দিয়ে টাকা তুলতে পারেন।
-
আপনি ব্যাংক অথবা মাষ্টার কার্ড এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারেন। আমি সাধারনত এই পদ্ধতিতেই টাকা উত্তোলন করতাম। কিন্তু সময়ের সাথে সাথে অনেকের সাথে পরিচিতি বাড়াতে এখন আর উক্ত পদ্ধতি অবলম্বন করতে পারি না। কারন- কারো না কারো ডলার প্রয়োজান হয়। আমাদের দেশ হতে যেহেতু সরাসরি টাকা ডিপোজিট করার কোন সুযোগ নাই। তাই নেট টু নেটু আমাদের ডিপোজিট করতে হয়। তাই যার ডলার দরকার হয় আমি তার কাছে ডলার সেল করে দেই।