-
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আমরা যদি চাই তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পারবো। ফরেক্স মার্কেট এ আপনি সফল হবেন বা না হবেন সেটা নির্ভর করে আমাদের মেধার উপর। আমরা যদি ফরেক্স মার্কেট এ আমাদের মেধা দিয়ে ট্রেড কোরতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পারবো। আপনি যদি ফরেক্স মার্কেট এ ভালো ভাবে এনালিসিস করে ট্রেড করেন তাহলে আপনি সফল হবেন তা নির্ভর করে আপনার উপর।
-
ফরেক্স মার্কেটে আমরা যেমন লাভবান হতে পারি তেমনি আবার ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা না থাকলে আমরা বিরাট লসের সম্মুখীন হতে পারি আর আমরা সাধারনত লসকে পুষে থাকি জন্য যাতে ফরেক্সে লস করতে করতে আমরা ঠিক লাভ করতে পারি এবং যখন মার্কেট আবার উঠবে তখন যাতে লাভ করতে পারি
-
খুব ভালো একটা কথা বলেছেন আমরা সবাই শুধু লাভে পিছনে ছুটে থাকি কিন্ত অমরা কেনভাবেই লসটাকে মেনে নিতে পারি না আর আমরা এও ভুলে যাই যে ব্যার্থতা হল সফলতার চাবিকাঠি আপনি যদি ব্যার্থ না হন তাহলে সফলতার মজা আস্বাদন করতে পারেবেন না আর ফরেক্স মার্কেটে অবশ্যই কয়েকবার লস করা উচিত কারণ আপনি যত বারই লস করেন ঠিক তত বারই নতুন কোন কৌশল শিখেন
-
ব্যবসা করতে হলে আপনাকে লাভ লোকসান এর কথা ভাবলে চলবে না। ব্যবসায় লাভ লোকসান সব্ ই খাকবে শুরু করতে হবে লস হলে ও এদিন সফল হবেন ই আপনি। আপনাকে ধয্য ধরে ফরেক্স করে যেতে হবে। ধন্যবাদ
-
অন্ধকার আছে বলেই আমরা যেমন আলোর মর্মতা ভীষনভাবে অনূভব করতে পারি তেমনি ফরেক্স মার্কেটে লস আছে বলেই আমরা লাভের স্বাদটাকে আস্বাদন করতে পারি । আর ফরেক্স মার্কেটে লস না করে কেউ কখনো সফল ট্রেডার হতে পারেনি আর আগামী ভবিষ্যতেও পারবেনা কেহ । তাই ফরেক্স মার্কেটে আসতে হলে লসকে আগেভাগেই মেনে নিয়েই আসতে হয় সবাইকে । ধন্যবাদ ।
-
আসলে যেকোনো বেব্শাতে লাভ এবং লস দুটি থাকে. কিন্তু আপনাকে অনেক কিছু বুঝতে হবে মার্কেট এ লস এর সাথে মেনে চলতে হবে. লস একাউন্ট এ তো থাকবেই তাই বলে কি আপনি ট্রেডিং ছেড়ে দিবেন, ইটা ভাবা মোটেও ঠিক নয়, আপনি আপনার লস করার কারণগুলো খুঁজে বের করেন, তারপ আবার ট্রেডিং এ ফরে আসেন, ছেড়ে দেয়া কোনো উপায় হতে পারে না.
-
আসলেই আমরা অনেক লোভী এবং এই লোভ আমাদের এত প্রকট যে আমাদের চারপাশে অহরহ মানুষ লোভের করণে সর্বশান্ত হয় কিন্ত আমরা তা থেকে শিক্ষা লাভ করিনা বরং আমরা লোভের কাছে হেরে গিয়ে সর্বশেষ পতন ঘঠায় ফরেক্স মার্কেটে এই লোভ করাটায় মানুষকে সফল আর ব্যার্থ বানায় আমাদের উচিত লোভ হতে নিজেকে রক্ষা করা করণ লোভ অনেকটা ভাইরাসের মতন আস্তে আস্তে আপনাকে শেষ করে দিবে তাই ট্রেড এর সময় স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে ঝূঁকি কমিয়ে ট্রেড করা উচিত
-
ফরেক্স মার্কেটে আমারা বেশির ভাগ লোক লস্কে পুশে রাখে কারন আমারা মনে করি তাই ফরেক্স মার্কেটে মার্কেট একবার একদিকে চলতে থাকলে মার্কেট আর অনেক সময় ফিরে আসে না তাই লস পুশে রাখতে রাখতে এক্সময় লস অনেক বেশি হয়ে জায়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে করতে অনেক সময় লসে পরে জেতে হয় অই লস্কে আমরা অনেক সময় পুশে রাখি তাই এই লস্কে আসলে পুশে রাখা ভাল না কারন আমরা পুশে রাখি লস্কে কভার করার জন্য জেতে করে আমরা লাভ করতে পারি ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে করতে অনেক সময় বড় ধরনের লসে পড়ে জেতে হয় আর সেই লস্কে আমরা অধিকাংশ লক পুশে রাখি তাই এই লস্কে না পুশে রেখে লস মেনে অনেক সময় ট্রেড ক্লজ করে দিতে হয়।