ভাল নলেজ ছাড়া আসলে ফরেক্স এ টিকে থাকা সম্ভব না। কারন আপনার যদি ফরেক্স সম্পর্কে ভাল ধারনা না থাকে তাহলে আপনি প্রতি পদে পদে লস খাবেন। তাই ভাল নলেজ অর্জনই একমাত্র বড় হাতয়ার হিসেবে কাজে আসবে।
Printable View
ভাল নলেজ ছাড়া আসলে ফরেক্স এ টিকে থাকা সম্ভব না। কারন আপনার যদি ফরেক্স সম্পর্কে ভাল ধারনা না থাকে তাহলে আপনি প্রতি পদে পদে লস খাবেন। তাই ভাল নলেজ অর্জনই একমাত্র বড় হাতয়ার হিসেবে কাজে আসবে।
হ্যাঁ আপনারা ঠিক বলসেন । ফরেক্স ট্রেড করার জন্য অনেক জানা দরকার ফুরেক্স ট্রেড সম্পর্কে। অজি্ত জ্ঞাণ বা ণলেজ আপনার হাতিয়র কেননা একটি বিষয় সম্পর্কে আপনার জানা না থাকলে আপনি ওই বিষয়টি সম্পর্কে বলতে পারবেন না। তাই আগে বিষয়টি সম্পর্কে জানতে হবে অরজিত নলেজ আপনার হাতিয়ার।
অবশ্যই তাই ফরেক্স ব্যবসায়ে অর্জিত নলেজ আর অভিজ্ঞতাই সব থেক বড় হাতিয়ার আপনার যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে আপনি এখান থেকে অএন টাকা আয় করতে পারবেন আর যত অভিজ্ঞতা হবে আপনি তত ফরেক্স মার্কেটে বেশিদিন রাজত্ব করতে পারবেন বলে আমি মনে করি
আমি আপনার সাথে একমত । না জেনে কাজ করা ট্রেডিং এর সব থেকে বড় ভুল । ট্রেডিং এ সফল হতে হলে ট্রেডারকে অবশ্যই কিছু বিষয়ের উপর সাধারণ ধারণা রাখতে হবে ।
ফরেক্স মার্কেটে সফলতার জন্য জন্য জা দরকার তা হল ফরেক্স সম্পরকে অভিজ্ঞতা অর্জন এবং অর্জিত নলেজ এই গুল ফরেক্স মার্কেটে সফলতা এবং ফরেক্স থেকে প্রফিট করার জন্য দরকার হয় তাই আগে এই গুল অর্জন করতে হবে ।
যে কোন প্রকার কাজে যদি আপনি সফল হতে চান তা হলে যে জিনিসটা আপনাকে সবচাইতে বেশি সহায়তা করতে পারে তা হলো আপনার অর্জিত জ্ঞান এবং আপনার একাগ্রতা এবং আমরা জানি যে ফরেক্স মার্কেটে শুধু মাত্র ৯৫% ট্রেডারই সফল হতে পারে তো তার জন্য তাদের অনেক পরিমানে পরিশ্রম এবং অনেক অধাবশায় উপর থাকতে হয়ে থাকে । আপনার অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতাই আপনাকে সফলতার উচ্চশিখরে নিতে পারে ।
ঠিকই বলেছেন ফরেক্স ট্রেডিংযে কোন প্রভাব খাটে না আপনার দক্ষতাই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে সে পথে কেউ আপনাকে বাধা দিয়ে আটকাতে পারবে না তবে আপনি যদি দক্ষ এবং অনভিজ্ঞ হয়ে থাকেন ফরেক্স ট্রেডিংযে তাহলে আপনার সেই অপারদশিতাই আপনার সফলতা অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাড়াবে এবং আপনাকে বড় ধরনের লসের দিকে নিয়ে যাবে।
ফোরেক্স মার্খেটে আসলে আপনি যদি শুধু পড়ে ষিখতে চান তাহরে কিন্তু আপনি বোকার স্বর্গে বাস করছেন আসলে এই মার্খেটে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই এর থেকে অনেক জ্ঞান আহোরন করতে হবে এবং সেটা করতে হবে বাস্তবে। আসলে ফোরেক্স মার্কেটে আপনি তখনই ভালো করবেন যখন আপনি বাস্তব অভিজ্ঞতা আর ট্রেডিং এ অভিজ্ঞ হবেন তখনই আপনি ভালো ট্রেড করতে পারবেন।
আর্থিক নলেজ আর অভিজ্ঞতা ফরেক্স এর ব্যবসায় বিভিন্ন শাধ্যম হয়। এর ফলে অনেক ভালভেঅবে অর্থ উপার্জন করা সম্ভব হয়। তাই বর্তমান বাজারে চলতে হলে আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা দুইটাই অথি প্রয়োজন হয়্ ।
ফরেক্স মার্কেটে সফলতার পিছনে চাই ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতা আর নলেজ ছাড়া ফরেক্স মার্কেটে সফলতা করা সম্ভব না কারন ফরেক্স মার্কেটে সফলতা করতে চাইলে চাই অর্জিত নলেজ আর তার সাথে অভিজ্ঞতা।