-
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে তাদের কারনেই তারা ফরেক্স মার্কেটে থেকে বেশি করে টাকা ইনকাম করতে আসে মার্কেটে ৮০% লসার ট্রেডারদের মধ্যে বেশির ভাগই এই একমাত্র টাকার কারনে লস করে সুতরাংটাকা ইনকাম করার চিন্তা বন্দ করতে হবে আগে ভাল করে কাজ শিখতে হবে ধন্যবাদ ।
-
ফরেক্সে মার্কেট এমন একটি পেলেস যেখানে থেকে টাকা উপার্জন করা যায়। তো যেখানে টাকা পয়সা উপার্জন করা যায় তার কিছু নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি এগুলো পালন করে সেই লাভবান হতে পারবে । আর যে ব্যক্তি নিয়ম কমান্য করে সে লস খায়। দেখা যায় অনেকে মানি ম্যানেজমেন্ট করতে পারে না । বা কখন ট্রেড করলে ভাল হবে তা অনেকে এ জানে না । যারা ফরেক্সে প্রথম থেকে ভালো করে শিখতে পারে না । তাদের এ বেশী লস হয়। তাই অবশেষে বলবো আমাদের বেশী লোভ করা যাবে না ।
-
ফরেক্সে লস করার যথেষ্ট কারণ রয়েছে। যেমনঃ এনালাইসিস ভুল হলে, ওভার ট্রেডিং করলে, বেশি লোভ করলে, বেশি ভলিউমে ট্রেড ওপেন করলে, অভিজ্ঞতা না থাকলে ইত্যাদি আরও অনেক কারণে। তাই আমি মনে করি আপনাকে এই গুলো তাগ করতে হবে। তাহলেই আপনি ফরেক্সে আপনার কাঙ্খিত প্রফিট করতে পারবেন। ধন্যবাদ
-
বেশীর ভাগ সময় ট্রেডার তার নিজের কারনে লস হয়।ভুল অ্যনালাইসিস করলে,বেশী লাভ করার আশাই লোভ করলে,অল্প ধারনা নিয়েই ট্রেড অপেন করলে ইত্যাদি কারনে লস হয়।তাই আমাদের উচিত লোভ পরিহার করে ভালভাবে জেনে ট্রেড করা। ধন্যবাদ
-
আমি মনে করি বেশির ভাগ ট্রেডার তাদের ট্রেডে লস করার কারন হল- ফরেক্স ব্যবসার সম্পূর্ণ কনসেপ্ট রীতিনীতি গুলো খামখেয়ালীর সাথে পরিচালনা করা। প্রতিটি ট্রেড থেকে প্রফিট আসা করা। নিজের দক্ষতার চেয়ে বেশি রিস্ক নিয়ে নেওয়া।
-
এটার অনেক গুল কারন আছে, যেমন, সঠিক ভাবে না জেনে ফরেক্স করা, বেশি বেশি লোভ করার কারনে, ডেমো আকাউন্টে মনের খুশি মত ট্রেড করা, ধৈর্য না থাকা। অনেক লস হবার পর আমরা বুঝতে পারে যে বিষয়টা আসলে কি। পাশাপাশি মাথায়ে রাখতে হবে যে ফরেক্স সম্পর্কে না জেনে লাইভ ট্রেড করা উচিৎ না। ফরেক্স মার্কেটে তখনই আশা ভাল যখন আপনি সম্পূর্ণ ধারণা লাভ করতে পারেন।
-
না বুঝে ট্রেড করলে লসের সম্ভাবনা ১০০% । আর না বুঝে ট্রেড করার কারনেই অধিকাংশ ট্রেডাররা লসের সম্মুখীন হয় । তাছাড়া ধৈর্যহীনতা অন্যতম একটি কারন । অল্প সময়ে অধীক প্রভিট করতে গিয়ে লসের সম্মুখীন হয় । বিশেষ করে টেনএজাররাই এই ভুলটি করে থাকেন। অ্যানালাইসিস না করে অচেতনে ট্রেড করলেও লস হবার সম্ভাবনা ৯৯% ।
-
ফরেক্স এ লস হওয়ার কারন গুলো হল
১/অধিক লোভ ।
২/ সঠিক ভাবে ট্রেড করতে না পেরলে ।
৩/ সঠিক সময়ে ট্রেড করত না পারলে।
৪/লস হওয়া ট্রেড গলো আধিক সময় রেখা দিলে।
-
যারা নতুন না বুঝে বিজনেস করাটা বুকামি।যারা মনে করে ট্রেড করা সহজ তারাই ধরা খায় ।নতুন মেম্বেরদ্র উচিৎ ডেমো ভালভাবে করা অবিজ্ঞতা পূর্ণ হওয়া।
-
বেশির ভাগ ট্রেডারে যে কারনে ফরেক্স এ লস করেন তা হল সামান্য ধারনা থেকেই মনে করে আমি অনেক শিখে গেছি সেই হিসাবে তারা ট্রেড করে। মাকে'ট সম্বন্ধে বোঝার চেষ্টা করে না। তারা মনে করে ট্রেড করতে পারলেই লাভ করা যায়। আসলে লাভ অত সহজ ব্যাপার নয়। এই মাকে'টে প্রচুর গবেষনা করতে হবে বুঝতে হবে।ফরেক্স ট্রেড কিন্তু খুব সহজ ব্যাপার নয়। এখান থেকে লাভ করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে।