আপনি ঠিক বলেছেন , যদি সঠিক পথে ভাল করে সামনের দিকে যাওয়া যায় তাহলে তার ফল ভালই হবে ।আর আমার মতে ফরেক্স এর উপর নির্ভরশীল হতে চাইলে অবশ্যই এ সম্পকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।তারপর এখান থেকেই আমরা সফলতা পাব এবং এর উপর পুরপুরি নির্ভর হতে পারব।
Printable View
আপনি ঠিক বলেছেন , যদি সঠিক পথে ভাল করে সামনের দিকে যাওয়া যায় তাহলে তার ফল ভালই হবে ।আর আমার মতে ফরেক্স এর উপর নির্ভরশীল হতে চাইলে অবশ্যই এ সম্পকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।তারপর এখান থেকেই আমরা সফলতা পাব এবং এর উপর পুরপুরি নির্ভর হতে পারব।
ভাল কথা আপনি ফরেক্স ইনকামের উপর নির্ভরশীল হতে চান তবে দেখার বিষয় হল আপনি আপনার অ্যানালাইসিস দিয়ে কতটুকু প্রফিট করতে পেরেছেন দক্ষতা আপনার কতটুকু আছে ফরেক্স মার্কেটে কত ডলার ডিপোজিট করবেন এবং ডেমো অ্যাকাউন্টে ট্রেড করে কত ভাগ সফল আপনি কয়টা অর্ডার প্লেস করলে কয়টা প্রফিটে ক্লোজ হয় কয়টা লসে ক্লোজ হয় সব বিবেচনায় এনে সিদ্ধান্ত নিতে হবে।
আমি মার্কেটে নতুন ট্রেডার । ফরেক্স মার্কেট থেকে সবাই আয় করতে চাই । লোভ সামলায়ে ট্রেড করতে পারে কজনে ,আর যারা লোভ সামলায়ে ট্রেড করে এবং মার্কেট এনালাইসিস করে ট্রেড করে তারাই ইনকাম করতে পারে ।
আমি এতিমদ্ধে এই বাবসার উপর নিরভরশিল আমি এই বাবসা থেকে অনেক টাকা আয় করেসি। আমি যদি থিক মত এখানে ট্রেড করতে পারি আমি অনেক টাকা আয় করতে পারব। আমি ছারাও অনেক বন্ধু এই বাবসার উপর নিরভর করে আসে। আমি যদি থিক মত খেয়াল করি দেখতে পাব অনেক মানুস এখান থেকে তাদের মাশিক টাকা আয় করে থাকে।
টাকা ইনকাম করার জন্য ফরেক্স একটি অন্যতম সাইট।আমরা ফরেক্সকে ফুল টাইম কাজ হিসাবে কাজ করতে পারি।।আর যারা অন্য কাজের সাথে জড়িয়ে আছে তারা ফরেক্স এ অবসার টাইমে কাজ করতে পারে।
ফরেক্স সম্পর্কে ভাল ধারনা ও জানা শুনা থাকলে আপনি ফরেক্স থেকে ভাল প্রফিট পাবেন। যা আপনাকে একটা ব্যক্তিগত ক্যারিয়ার করতে সাহায্য করবে। এমন অনেকেই আছেন যারা ফরেক্স এর মাধ্যমে ভাল প্রফিট নিয়ে সাচ্ছন্ধময় জীবন যাপন করছেন।
বৈদেশিক মুদ্রার আয় আপনার প্রাথমিক উপায় হতে পারে. কিন্তু আপনি ট্রেডিং সময় দিতে হবে. ফরেক্স বিশেষজ্ঞদের ফরেক্স ব্যবসায় সাফল্য অভিজ্ঞতা এবং পরিস্থিতি শেখার বিশ্বাস করি যে.
এটাতো খুবই ভাল ব্যাপার যে আপনি ফরেক্স ইনকামের উপর নির্ভরশীল হতে চান কিন্তু আমার মনে হয় এই কাজটি আপনি খুবই ভাল ভাবে তখনই করতে পারবেন যখন আপনার ফরেক্সের উপর প্রোপার দক্ষতা এবং অভিজ্ঞতা তৈরী হবে আর তার জন্য আপনাকে অবশ্যই নিয়মিত ফরেক্সের ডেমো ট্রেডিং করা উচিত বলে আমি মনে করি।
আপনাকে ফরেক্স এর ইনকামের উপর নির্ভরশীল হতে হলে খুব ভাল রকম জানতে হবে, বেশ কিছু টাকা ইনভেস্ট করতে হবে। তার পরে প্রফিটের ধারা অব্যাহত থাকলে আপনার কোন সমস্যা হবার কথা নয় তবে , যেহেতু এটা ঝুকির বাজার। এবং এখানে আপনি আপনার পুরো বিনিয়োগও হারাতে পারেন সেই হিসাবে এটাকে একমাত্র ইনকাম সোর্স হিসেবে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না। চেষ্টা করুন এটাকে ২য় অবস্থানে রাখতে।
খুব ভালো লাগল আপনার ফরেক্স এর প্রতি আস্থা দেখে । হ্যাঁ সত্যিই ফরেক্স থেকে অনেক ভালো কিছু আয় করা সম্ভব । আমিও ফরেক্স এর পিছনে লেগে আছি কারন আমি মনে প্রনে বিশ্বাস করি যে ফরেক্স থেকে অনেক ভালো কিছু করা সম্ভব । ফরেক্স এর মাধ্যমে আমরা আমাদের পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি ভালো জীবন ব্যাবস্থা করতে পারব । আমিও ফরেক্স নিয়ে অনেক আশায় আছি যে একদিন ঠিকই ফরেক্স আমার স্বপ্ন পূরন করবে ।