-
forex-bangla ফর্মে পোস্ট করি তারপরে সে পোষ্টের বিনিময় কিছু বোনাস পেয়ে থাকি। এবং এই বোনাস ইন্সটাফরেক্সে একাউন্টের মাধ্যমে পেয়ে যাই এবং সেটা দিয়ে ট্রেড করি চ্যাট করে যেটা প্রফিট করি সেটা আমরা উঠাতে পারি । এক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় কোন রকম অনিয়ম হলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়া এবং বিভিন্ন কারণে অনেক সমস্যা ফেস করতে হয় যেটা অনেক সময় সমাধান করা সম্ভব অনেক সময় সমাধান করা সম্ভব হয়না।
-
ফোরাম থেকে বোনাস নিয়ার কারনে আমরা কিছু রুলস রেগুলেসনে পড়েযাই । তখন আমরা যদি এই রুলস রেগুলেসনের বাইরে কাজ করি তলহন আমাদের এই প্রব্লেম গুলা ফেস করতে হই ।।আমার এই মাসের প্রথম দিকে এক সাথে এবং একই দিনে ৫০ ডলার এবং ১৪৬ ডলারের দুটি অ্যাকাউন্ট ডিজঅ্যাবেল হয়ে গেছে আমি ও হেল্প সেন্টারের সাথে যোগাযোগ স্থাপন করে ছিলাম কিন্তু আমি কোন সন্তোষ জনক উত্তর তাদের কাছ থেকে পাইনি। তবে পরে আমি জানলাম আমি যে ৪৬ ডলার উঠানোর চেষ্টা করেছিলাম তার কারনেই আমার অ্যাকাউন্ট ডিজঅ্যাবেল হয়ে গেছে আসলে আমি যদি ছোট ছোট লটে প্রফিট উঠানোর চেষ্টা করতাম তা হলে এমনটি হত না।
-
প্রকৃত অর্থে ফরেক্স মাধ্যমে কাজ করতে হলে ফরেক্স এর সকল নিয়ম কানুন সঠিকভাবে পালন করার গুরুত্ব অপরিসীম। এই নিয়ম-কানুন ব্যতীত ফরেক্স মাধ্যমে কাজ করে কোনভাবেই সফলতা অর্জন করা সম্ভব নয়..... ধন্যবাদ।
-
আমি ২০১৮ সাল থেকে এই ফোরাম বোনাস নিয়ে ট্রেড করছি এবং সেই একাউন্ট দিয়ে ট্রেড করে প্রফিট ও উইথড্র দিয়েছি কোন সমস্যা হয় নি,কিন্তু আমার একাউন্ট ব্লক হয়নি,আপনি যদি তাদের রুলস না মেনে না চলেন তাহলে আপনার একাউন্ট ব্লক করে দিবে,কিন্তু তাদের নিয়ম মানলে একাউন্ট ব্লক হবেনা।
-
আমি সহায়তা কেন্দ্রের সাথে যোগাযোগ করেছিলাম তবে তাদের কাছ থেকে আমি সন্তোষজনক উত্তর পাইনি। তবে পরে আমি জানতে পারি যে আমি যে $ 5 বাড়াতে চেয়েছি তা আমার অ্যাকাউন্টে অ্যাক্সেসযোগ্য হওয়ার কারণে। আসলে, যদি আমি ছোট লটে মুনাফা বাড়ানোর চেষ্টা করি, তবে এটি ঘটত না। আমি যতদূর জানি, আপনি যদি আপনার মুনাফা তুলতে যান তবে এই সমস্যাটি ঘটতে পারে। সুতরাং যতটা সম্ভব অ্যাকাউন্টে লাভের কিছু অংশ প্রত্যাহার করে আপনার অ্যাকাউন্টটি অবরুদ্ধ করা হবে না।
-
আপনি যদি আপনার লাভের সবটুকু উঠাতে যান তাহলে আপনার একাউন্ট ব্লক করে দিতে পারে । মানে আপনাকে আপনার লাভের কিছু অংশ রেখে টাকা উঠাতে হবে অর্থাত আপনার নিজে থেকে কিছু ডিপোজিট রাখতে হবে । তাহলে আর একাউন্ট ব্লক হবে না বলে আশা করা যায় । ফরেক্স শেয়ার মারকেট থেকে আয়করা জাবে।
-
অনেক সময় বোনাস একাউন্টে যোগ হলেও ফোরামে পূর্বে পোস্ট করা কোন পোষ্ট এ ফল্ট পেলে বোনাস ক্যান্সেল হাওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি হাই ভলিউম দিয়ে বেশি প্রফিট করেন একটা ট্রেডে সেক্ষেত্রে একাউন্টের সব বোনাস নিল হতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রেই তারা কোন কারন দর্শায় না। এইজন্য একটু সেফ থাকতে হবে। কারন এতো কষ্ট করে পোস্ট করে বোনাস এর ফায়দা না নিতে পারলে পন্ডশ্রম হয়ে যাবে না!
-
বোনাস দিয়ে ট্রেড করলে অ্যাকাউন্ট ব্লক হয়, কথাটি ঠিক নয়। বরং ফোরামের নিয়ম বহির্ভূত কাজ করলেই অ্যাকাউন্ট ব্লক হতে পারে। তাই আমাদের উচিত ফোরামের নিয়ম-নীতিগুলো পুরোপুরি মেনে চলা।
-
আপনি যদি আপনার লাভের সবটুকু উঠাতে যান তাহলে আপনার একাউন্ট ব্লক করে দিতে পারে । মানে আপনাকে আপনার লাভের কিছু অংশ রেখে টাকা উঠাতে হবে অর্থাত আপনার নিজে থেকে কিছু ডিপোজিট রাখতে হবে । তাহলে আর একাউন্ট ব্লক হবে না বলে আশা করা যায় । ফরেক্স শেয়ার মারকেট থেকে আয়করা জাবে।
-
আমি এই কারনটা জানতাম না।আমি নতুন তাই তেমন কিছু জানি না।তাহলে সব সময় ছোট লট ব্যাবরাহ করবো।আমি ফোরামের পোষ্টিং এর বোনাস নিয়ে টেড করি এবং আমার ইচ্চে আছে ফরেক্স শিক্ষায় যদি দক্ষ হতে পারি তাহলে আমি রিয়েল ডিপোজিট করবো।