-
লিভারেজ হল আমি কিছু টাকা বিনিময়ের ফলে অই কোম্পানি বা ব্রকার হাউস এর কাছ থেকে কি পরিমান অর্থ ধার করে ট্রেড করতে পারব লিভারেজ যত বেশি নেওয়া হবে তত ট্রেডার এর জন্য ভাল ফল বয়ে নিয়ে আসবে তবে লিভারেজ খুব বেশি না নিয়ে অথবা খুব কম না নিয়ে একটা মোটামুটি নেওয়া ভালো কেননা অধিক লিভারেজে রিস্ক বেশি বেড়ে যায় আবার কম লিভারেজে অল্প পুজিতে ট্রেড করা যায়না ।
-
আমরা সব সময় লিভারেজ কমিয়ে নেব তাহলেই আমরা ভালোভাবে ট্রেড করতে পারব । আমরা যদি ভালোভাবে মাকরএটে এ্যানালাইসিস করতে পারি তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা সফল ট্রেডার হতে পারব । আর আপনারাও এ্যানালাইসিস ধৈর্য্যের সহিত করুন ।
-
লেভারেজ নেওয়া তেমন কঠিন কোন কাজ না আপনি যখন ফরেক্সে অ্যাকাউন্ট ওপেন করবেন তখন যদি ভাল করে খেয়াল করেন দেখতে পারবেন লেভারেজ নামক একটি অপশন আপনার সামনে আসবে যেখানে ডিফল্ট হিসাবে ১:২০০ দেওয়া থাকে সেখানে আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী সর্বচ্চ ১:১০০০ লেভারেজ নিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারেন।
-
লিভারজ হচ্ছে আপনার একাউন্টে থাকা ব্যলেন্সের থাকার কি পরিমান লোন নিয়ে আপনি ট্রেড করতে চান। একজন ট্রেডার যদি সে ফরেক্স মার্কেটে ভাল করে জ্ঞান সুম্পর্ন হয় তবে সে লিভারেজ কম নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করবে না। কারন লিভারেজ বেশি নিলে একাউন্ট স্টপ আউট খাবার সম্ববনা থাকতে পারে।
-
আপনি যখন ফরেক্সে একাউন্ট খুলবেন তখন আপনাকে লিভারেজ সিলেক্ট করে নিতে হয়। কোন কোন ব্রোকারে অটোমেটিক ডিফল্ট লিভারেজ সেট হয়ে যায়। পরে আপনি আপনার প্রোফাইলের আন্ডারে লিভারেজ চেঞ্জ করতে পারবেন। তবে কিছু কিছু ব্রোকার সম্পুর্ণ ট্রেডিং একাউন্ট ভেরিফিকেশন না করলে লিভারেজ চেঞ্জ করতে দেয় না। যাই হোক, আসলে লিভারেজ বেশি ইউস করা থেকে বিরত থাকা উচিত। এর সঠিক ব্যবহার করতে না পারলে বিপদ ঘটতে পারে।
-
প্রভাব মূলত মধ্যস্থতাকারী দ্বারা প্রদত্ত এক ধরণের অগ্রিম। এটি বিভিন্ন স্টোরকে বোঝায় যে আপনি আপনার দোকানের বিপরীতে বিনিময় করতে পারেন। বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট খোলার সময় প্রভাবের গতি দেওয়া হয় এবং প্রভাবের চূড়ান্ত পরিমাপটি সর্বনিম্ন থেকেই শুরু করা যেতে পারে। যাই হোক না কেন, আমি মনে করি প্রভাব ফেলতে এবং পরে প্রভাব নেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই বিচার্য হওয়া উচিত। যেহেতু অতিরিক্ত প্রভাব ক্রমবর্ধমান বিপজ্জনক এবং কম প্রভাব কম লাভজনক। সুতরাং আপনাকে কেন্দ্রটি বেছে নিতে হবে।
-
লিভারেজ ছাড়া ফরেক্সে ট্রেড করা যায় না বললেই চলে । কারন সবনিম্ন ১ ডলার দিয়ে ইনভেস্ত করে ট্রেড করেও তেমন কিছু করা যায় না । কিন্তু লিভারেজ নিলে এই পরিমান তা ততগুন বেড়ে যায় আপনি যেই অনুপাতে লিভারেজ নিবেন । যেমন আপনি যদি ১ঃ১০০ অনুপাতে নেন তবে ১০০গুন বেড়ে যাবে । এটি একাউন্ট খোলার সময়ই পছন্দ অনুসারে সিলেক্ট করে দিতে হয় আর সরবচ্চ ১ঃ১০০০ পর্যন্ত লেভারেজ নেয়া যায় ।
-
লিভারেজ নেওয়া খুব সহজ।আপনি যখন আকাউন্ট খুলবেন তখন আপনি লিভারেজ এর অনুপাতটি সিলেক্ট করবেন সে অনুযায়ী হিসাব করে আপনার প্রতিটি ট্রেড অটোমেটিকেলিওপেন হবে। একাউন্ট পরে লগিন করেও আপনার একাউন্ট লিভারেজ অনুপাত পরিবর্তন করতে পারেন । লিভারেজ হলো ব্রোকার কর্তৃক ট্রেডার কে দেয়া লোন। লিভারেজ ছাড়া ফরেক্সে ট্রেড করা যায় না বললেই চলে।
-
লিভারেজ হল ব্রোকার হতে প্রাপ্ত এক ধরনের লোন বলা চলে। এটা নেওয়া খুবই সহজ। অ্যাকাউন্ট ওপেন করার সময় লিভারেজ এর একটি অনুপাত থাকে। সাধারণত অ্যাকাউন্ট ওপেন করার সময় লিভারেজ অপশনে একটা অনুপাত ডিফল্ট হিসেবে দেওয়া থাকে। ডিফল্ট হিসেবে সাধারণত ১ঃ২০০ দেওয়া থাকে তবে পরবর্তীতে এটা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়। মনে রাখা উচিত যে লিভারেজ বেশি কমালে লাভের পরিমাণ কম আসে এবং বেশি বাড়ালে ঝুঁকির সম্মুখীন হতে হয়। তাই ব্যালেন্স অনুযায়ী লিভারেজ এমনভাবে নেওয়া উচিত যাতে ঝুঁকি কম থাকে এবং অন্যদিকে যাতে লাভের পরিমাণ অতি নগন্য না হয় সেদিকে খেয়াল রাখা উচিত।
-
লেভারেজ সর্বোচ্চ 1:1000 পর্যন্ত নেওয়া যায়৷ তবে লেভারেজ সর্বোচ্চ 1:50 এর বেশি নেওয়া ঠিক না৷ আপনি যত বেশি লেভারেজ নিবেন তত বরো লট সাইজ নিতে পারবেন৷ যার ব্যলেন্স কম 100 বা 200 ডলার তারা অবশ্যই বেশি লেভারেজ নিবেন না । আমরা যদি ভালোভাবে মাকরএটে এ্যানালাইসিস করতে পারি তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা সফল ট্রেডার হতে পারব ।