ফরেক্স ব্যাবসা ইসলামের দৃষ্টিতে হালাল বলা যায়, কারন ইসলামে ব্যাবসা কে হালাল করা হয়েছে,আর বলা হয়েছে যে ব্যাবসা করলে লাভ ও লস হয়ে থাকে সেই ব্যাবসা হালাল,তাই বলা যায় ফরেক্স ট্রেডিং করলে লাভ ও লস হয়ে থাকে তাই এ ব্যাবসা হালাল।
Printable View
ফরেক্স ব্যাবসা ইসলামের দৃষ্টিতে হালাল বলা যায়, কারন ইসলামে ব্যাবসা কে হালাল করা হয়েছে,আর বলা হয়েছে যে ব্যাবসা করলে লাভ ও লস হয়ে থাকে সেই ব্যাবসা হালাল,তাই বলা যায় ফরেক্স ট্রেডিং করলে লাভ ও লস হয়ে থাকে তাই এ ব্যাবসা হালাল।
আমি মনে করি ইসলামের দৃষ্টিতে অবশ্যই ফরেক্স হালাল একটি ব্যবসায় কারন এখানে ঝুকি রয়েছে । আর এখানে পন্য হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রা । অনেকে বলে এখানে কোন পন্য নেই । কিন্তু আমার মতে আমরা অর্থটাকেই পণ্যের মত ক্রয় বিক্রয় করছি । তাই অবশ্যই এই ব্যবসায় হালাল ।
এ ব্যবসা জুয়াও নয় ইচ্ছা করলে আপনি আপনার ফরেক্স এর একাউন্ট সুদ মুক্ত করেও নিতে পারেন।এবং যদি ফ্রি কোন কাজ এর মাধ্যম হতে বা টাকার বিনিময়ে সুধ নেওয়া হত তা হলে হারাম হত ।
আসলে ইসলামিক দৃষ্টিতে বিচার করলে ফরেক্স বৈধই। কারন ইসলামের দৃষ্টিতে ব্যবসা বৈধ। ফরেক্সে ঝুকি আছে। ব্যবসাতেও ঝুকি থাকতে হবে। ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট খোলা যায়। ইসলামের দৃষ্টিতে ব্যবসায় সুদ নিষিদ্ধ। এছাড়া ফরেক্সে আমরা শ্রম দেই, নিজেদের মেধা খাটাই। তাই বলা যায় ফরেক্স ইসলামের দৃষ্টিতে বৈধ।
আমি মনে করি ফরেক্স মার্কেটে বৈধ কারন এখানে লাভ লস দুইটি আছে। তবে এই সম্পর্কে আমার সঠিক জ্ঞান নেই যারা হালাল এবং হারাম সম্পর্কে জ্ঞান রাখেন তারা আমাদের সাথে এই শেয়ার করেন।
ফরেক্স 100 % হালাল ব্যবসা। আপনি যদি লোভে পড়ে আপনার অসৎ আবেগকে এখানে ব্যবহার করেন তবে আপনার জন্য এটা হারাম হয়ে যাবে। এক কথায় আয় হালাল এবং হারাম দুটোই আছে। এখন আপনিই ঠিক করে নিন , আপনি কোন পথে যাবেন। বিতর্কিত পথ পরিহার করে চলাই ভাল।
ফরেক্স একটি ব্যবসা আর ব্যবসা যেকোন ধরনের হতে পারে এখানে আমরা যেকোন প্রক্রিয়া অবলম্বন করে ব্যবসা করতে পারি। ফরেক্স মার্কেটে আমরা অনেক বেশি শ্রম প্রয়োগ করার মাধ্যমে লাভ করতে পারি আর ফরেক্স ফোরামে আমরা কোন প্রকার খারাপ কাজের মাধ্যমে টাকা পাই না তাই আমি মনে করি ফরেক্স হালাল।
ইসলামিক দৃষ্টিতে ফরেক্স কি হালাল? আমি জনি না। আমাদের মধ্যে হুজুর
কে আসেন। আসা করা যাই তিনি আমাদের বলতে পারবেন এ বিষয়টা সম্পর্কে। আপনারা কি মনে করেন?;
আসলে ফরেক্স *কি হালাল না হারাম তা নিয়ে আমারও মনে প্রশ্ন ছিল । আমার মতে ফরেক্স যেহেতু একটি ব্যবসা এবং টাকা বিনিয়োগ করে যেহেতু ট্রেডিং এর মাধ্যমে টাকা আয় করতে হয় সেহেতু ফরেক্স একটি হালাল ব্যবসা বলে আমার মনে হয় । তাছাড়া আপনার একাউন্ট যেন সোয়াপ ফ্রি হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে ।
আমি ফরক্স মার্কেটে নতুন । তাই বিষয়টি সম্পর্কে অবগত নই । তবে আমার মনে হয় এটি ইসলামের দৃষ্টিতে হালাল হতে পারেন । কারণ এটি একটি ব্যবসা এবং এখানে নিজের দক্ষতা দিয়ে ট্রেড করে টাকা ইনকাম করতে হয় । কেউ যদি বিষটি শুদ্ধভাবে জানেন তাহলে একটু পরিষ্কার করে জানাবেন । তাহলে একটু উপকৃ্ত হব ।