-
ধর্ষ্যকে ধৈর্য হা ভাই ধৈর্য ধারণকারীকে এবং সবুরকারিকে আল্লাহ্* পছন্দ করেন আর পুরষ্কার দান করেন । আমরা বলে থাকি সবুরে মেওয়া ফলে । ধৈর্য ধারন করলে মানুষ তার পুরষ্কার পাবেই । ফরেক্স বিজনেস এ ধৈর্য ধারন করতে হয় । ফরেক্স বিজনেস এ লস হলে আপনি ভেগ্নে পরবেন না ধৈর্য ধারন করবেন দেখবেন একদিন আপনার সফলতা আসবেই ।
-
ভাই ধৈর্য ধারণকারীকে এবং সবুরকারিকে আল্লাহ্* পছন্দ করেন আর পুরষ্কার দান করেন । আমরা বলে থাকি সবুরে মেওয়া ফলে । ধৈর্য ধারন করলে মানুষ তার পুরষ্কার পাবেই । ফরেক্স বিজনেস এ ধৈর্য ধারন করতে হয় । ফরেক্স বিজনেস এ লস হলে আপনি ভেগ্নে পরবেন না ধৈর্য ধারন করবেন দেখবেন একদিন আপনার সফলতা আসবেই ।
-
ধৈর্য একটি মহৎ গুণ। ধৈর্য ছাড়া কেউ জিবনে সফল হতে পারেন না। এছাড়া নিম্ন লিখিত বিষয় গুলো মেনে ট্রেডে সফলতা আনা সম্ভব।
একাউন্টস জিরো হওয়ার কারণ ঃ-
১. অভিজ্ঞতার অভাব(ডেমো প্রাক্টিস এর অভাব)।
২. ট্রেড ওপেন করার পর খেয়াল না রাখা।
৩.টেকনিক্যাল টুলস ব্যবহার না করা। যেমন স্টপ লস, টেক প্রফিট, মর্ডিফাই অর্ডার, ইত্যাদি ব্যবহার না করা।
৪.ফান্ডামেন্টাল, নিউজ এবং টেকনিক্যাল এনালাইসিস না করা।
৫. মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে না করা।
৬.ছোট ছোট লটে ধৈর্যের সাথে ট্রেড না করা।
ধণ্যবাদ।
-
আমি মনে করি ধৈর্য মানবজাতির জন্য এক মহান শক্তি। ধৈর্যক্ষমতা মানুষকে পৌঁছে দেয় সুনিশ্চিত বিজয়ে। সে বিজয় হোক যুদ্ধক্ষেত্র, ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দুনিয়া ও পরকালে। ধৈর্যশীলদের পাশে থাকার ঘোষণা আল্লাহরও রয়েছে। তাই ফরেক্স থেকে সফলতা অর্জনের জন্য ধৈর্য-এর বিকল্প নেই।
-
কথাটা সম্পূর্ণ সত্য । এই জগত সংসারে ধৈর্য্য ছাড়া কেহ উন্নতি করতে পারেনি । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অত্যাধিক পরিমানে ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব । আপনারাও এই ব্যবসা করার জন্য ধৈর্য্যের পাহাড় হয়ে যান তাহলেই সম্ভব সফলতা আনতে ।
-
ধৈর্য মানব জিবনের শ্রেষ্ট সম্পদ। ধৈর্য ব্যতিত কেউ উন্নতি করতে পেরেছে বলে আমার জানা নাই। জীবনের প্রতিটি কাজেই ধৈর্য্যের প্রয়োজন হয়। কখনোই ধৈর্য্যহারা হওয়া উচিত নয়। জীবনে চলার পথে অনেক কষ্ট আসে, অনেক বাধা আসে। সব কিছুতেই ধৈর্য্য ধারন করতে হয়। কোন কাজে ধৈর্য্য হারা হলে সেই কাজে আপনি সফল হতে পারবেন না। ফরেক্স এর জন্য ও একিই। লাভ আপনি হুট করে করতে পারবেন না। ধীরে ধীরে করতে হবে।
-
হা ভাই ধর্য্য ছাড়া কেউ জিবনে উন্নতি করতে পারে না কারন যারা তাড়াহুড়া করে কিছু করতে চায় তারাই ভুল্টা বেশি করে থাকে আর ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল করে জ্ঞান লাভ না করে ট্রেড করতে চান তাহলে আপনি ফরেক্স মার্কেট ভাল কিছু করতে পারবেন না তাই আগে জ্ঞান লাভ করতে হবে।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর জন্য যে কয়টি গুন একান্ত প্রয়োজন বা যে কয়টি গুনের দ্বারা আপনি সফল হতে পারবেন তার মধ্যে অন্যতম একটি গুন হচ্ছে আপনাকে অনেক বেশি পরিমান ধৈয্য ধারন করতে হবে। এটিই ফরেক্স ট্রেডিং এ সফলতার মূল চাবিকাঠি বলে আমি মনে করি । এর মাধম্যেই আমরা সফলতা লাভ করতে পারি ।
-
ধৈর্য্য ব্যাতিত কেউ ব্যাক্তি জীবন থেকে শুরু করে যে কোন কাজেই সফল হতে পারে না । জীবনের প্রত্যকটা ক্ষেত্রে মানুষকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয় । আর এতে যে সমস্ত মানুষ ধৈর্য্য না হারিয়ে নিজের লক্ষ্যে অটুট থাকবে সে অবশ্যই অনেক বেশি পরিমাণে সফলতা লাভ করবে । আর ফরেক্সে এর গুরত্ব আরো বেশি । তাই বলা হয়ে থাকে যে ধৈর্য্য হল মধুর চাইতেও মিষ্টি বেশি ।
-
যেকোন কাজ করতে হলে তার জন্য দরকার ধর্য , ধৈর্য ধরে কাজ করতে পারলে সব কিছুতেই সফল হওয়া যায় । তাই ফরেক্সে কাজ করার ক্ষেত্রেও ধৈর্য একটা বড় ব্যাপার । ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স মার্কেট আগে ভাল করে বুঝতে হবে , মার্কেটে ট্রেড করা শিখতে হবে , মার্কেট এনালাইসিস করা শিখতে হবে । এই সব কিছু শিখতে হলে ধৈর্য ধরতে হবে , ধৈর্য ধরে শিখে কাজ করতে পারলে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যাবে ।