আসলে এই ব্যাবসা যারা একবার বুঝে গেছে তাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারা ক্রমশ সামনের দিকে অগ্রসর হচ্ছে আর মুনাফার হার ও দিন দিন বাড়ছে। এই ব্যাবসার মুল ব্যাপার হল প্রথম দিকে সবাইকে একটু কষ্ট করতে হবে তারপর একটা সময় সবকিছুই সহজ হয়ে যাবে।
Printable View
মুল বেপার হল বিষয়টা ভাল ভাবে রপ্ত করে তারপর ট্রেড এ নামলে সবচেয়ে ভাল হয়। ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে ও একি ব্যাপার কাজ করবে। কিছুই জানলাম না অথচ ট্রেড শুরু করে দিলাম, তাহলে লস এর ভাগিদার হওয়া ছাড়া আর কোন কিছুই করার থাকবেনা।
ফরেক্সে কাজ করলে লাভবান হওয়া যায় । কিন্তু এই লাভের মুখ দেখতে হলে আপনাকে ভাল কাজ জানতে হবে । একদিনে কাজ শিখা যায় না । অনেক দিন ভালভাবে কাজ করার পর দক্ষ হওয়া যায় ।
আসলে স্বপ্ন ডানায় ভর করলে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বাস্তবে আর কিছুই হবেনা। বাস্তবতার নিরিখে সবকিছু আমাদের কে বিবেচনা করতে হবে। এই জন্যা শ্রম মেধা সব কিছুই আমাদের কে দিতে হবে। অবশ্যই সাথে সময় কে যোগ করতে হবে । নচেৎ আমাদের সবাই কে স্বপ্ন ডানায় ভর করে ই চলতে হবে।
আসলেই তাই। আপনি যদি ঠিক ভাবে ট্রেড করতে পারেন তবে আপনার ইনভেস্ট ডাবল বা ট্রিপল করা কোন ব্যপারই না। তবে তার আগে আপনাকে ঠিক ভাবে ট্রেডিং করা শিখতে হবে। যদি শিখতে পারেন তবে আর পিছনে ফিরে থাকাতে হবে না। কিন্তু যদি না পারেন তবে শুধু লস করবেন আর বলবেন কেন এত নির্মম এই মার্কেট।
আপনি ঠিকই বলেছেন শুধু বাই সেল করতে পারলেই ভাল ট্রেডার হওয়া যায়না ভাল ট্রেডার হতে গেলে প্রত্যকটা বাই সেল এর পূর্বে কেন আমরা বাই করছি অথবা কেন সেল করছি তার যদি সদুত্তর না পাই তবে মনে রাখতে হবে এভাবে বাই সেল করার মাধ্যমে আয় করা সম্ভব নয় তাই এনালাইসিস করে প্রত্যকটা বাই সেল করতে হবে এতে করে আমরা লাভবান হব
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা কোন সহজ ব্যপার নয়।ফরেক্স মার্কেটে সফল হতে গেলে আপনাকে প্রচুর পরিশ্রম,অধ্যাবসায় ও আপনার মধ্যে সত্যনিষ্ট একাগ্রতা থাকতে হবে এবং ফরেক্স সমন্ধে অনেক পড়াশুনা করতে হবে।তবেই আপনি ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবেন।ফরেক্স মার্কেটে ট্রেড করার বিভিন্ন কৌশল আছে উক্ত কৌশল ণ্ডলো ভালোভাবে রপ্তকরে ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্রেড করুন এবং অর্থিকভাবে লাভবান হন।
এটাই তো সমস্যা ভাই যে আমরা ফরেক্স কে শুধু টাকা বানানোর মেশিন মনে করি । কিন্তু আমরা এটা মাথায় রাখি না যে টাকা ইঙ্কাম করা এত সহজ না । তাহলে আমরা ফরেক্সকে কেনো যীমন ভাবি বুঝি না । আমি নিজেও কিন্তু এই ভুলটা করি । একটু লাভ করলেই হাজার স্বপ দেখতে শুরু করি । ঢাকায় বাড়ি বানানোর স্বপ্ন দেখি আরও কত কি ? কিন্তু ফরেক্স অনেক ঝুকি পুর্ন । মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করলে ফরেক্স মার্কেট থেকে উড়ে যেতে হবে ।