আমিও মনেকরি, সপ্তাহের প্রথম ও শেষ দিন আমাদের ফরেক্স বুঝতে আসলেই কঠিন ব্যাপার তাই আমার মনে হয পরের ২য় ,৩য়,৪র্থ ও ৫ম দিন ট্রেড করা ভাল । তাছাড়া প্রতি মুহুর্তেই ফরেক্স মুভ করছে । াামরা আমাদের সুবিধামত ট্রেড করে প্রফিট করতে পারি,,,,,,,,,,,,,।।।।।।।।।
Printable View
আমিও মনেকরি, সপ্তাহের প্রথম ও শেষ দিন আমাদের ফরেক্স বুঝতে আসলেই কঠিন ব্যাপার তাই আমার মনে হয পরের ২য় ,৩য়,৪র্থ ও ৫ম দিন ট্রেড করা ভাল । তাছাড়া প্রতি মুহুর্তেই ফরেক্স মুভ করছে । াামরা আমাদের সুবিধামত ট্রেড করে প্রফিট করতে পারি,,,,,,,,,,,,,।।।।।।।।।
ফরেক্স ত্রেড করার জন্য আপনার সঠিক কোন নির্দিষ্ট দিনে নেই। আপনি যে দিন ট্রেড করার সুযোগ পান সেই দিনই আপনি ট্রেড ওপেন করতে পারেন। ফরেক্স মার্কেট আপনার সপ্তাহে ৫ দিন খোলা থাকে। আপনি মার্কেট এর অবস্থা বুঝে ট্রেড নিবেন।
আমার মতে সপ্তাহে মঙ্গোল বার থেকে বৃহস্পতি বার প্রযন্ত ট্রেড করার জন্য সেরা। কারন সোম বার থেকে মার্কেট শুরু হয় আর ওই দিন মার্কেট ভালোভাবে বুঝা যায় না তাই মঙ্গোল বার থেকে মার্কেট বুঝে ট্রেড করা যায়। আর শক্র বার হলো মার্কেট বন্ধো হওয়ার দিন আর ওই দিন মার্কেট মার্কেট অনেক এলোমেলো ভাবে উঠানামা করে তাই ওই দিন ট্রেড না করাই ভালো। তাই আমি ওই দুই দিন ট্রেড করি না।
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে । তবে ৫ দিন সমান মুভমেন্ থাকেনা । সোমবার যখন মার্কেট শুরু হয় তখন মার্কেট সেট আপ নিতে অনেক সময় লাগে । আবার শুক্রবার মার্কেট ক্লোজ হয়ে যাবে বিধায় ঐ দিনও মার্কেট তেমন মুভমেন্ট করেনা । আপনি মঙ্গল থেকে বৃহ্স্পতিবার ট্রেড করতে পারেন ।
ফরেক্স মার্কেট এ টেড করার জন্য বাধা ধরা কোন সময় নেই যে এই সময় টেড করলে ভালো করতে তে পারবে মার্কেট সব সময় ওঠা নামা করে । তাই টেড করার সময় মার্কেট এর মুভমেন্ট বুজে টেড করলে ভালো
করা যায়। মার্কেট এর মুভমেন্ট ভালো থাকলে সব দিন ভালো করা যায়।
আমি যেহেতু পড়ালেখা করি তাই সপ্তাহের ছুটির দিনে ট্রেড করতে ভাল লাগে ।তবে আমার সপ্তাহের ৫ দিনেই সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ তা পর্যন্ত ট্রেড করার সেরা সময় মনে করি ।আমি বেশির ভাগ ট্রেড এ সময়ে করে থাকি ।
ফরেক্স মার্কেটে সপ্তাহে ৫ দিন চব্বিশ ঘন্টাই ট্রেড করা যায়। শুধু শনি এবং রবিবার ফরেক্স মার্কেট বন্ধ থাকে। এই দুইদিন ব্যতিত আপনি বাকি পাঁচ দিন যেকোনো সময়ে সুবিধা মত ট্রেড করতে পারেন আমি মনে করি। ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট দিন নেই।তাই আপনি যে কোন দিন ফরেক্স এ কাজ করতে পারেন এটাতে কোন বাধা নেই।
আমি মনে করি সপ্তাহে ৫ দিনই ট্রেড এর জন্য সেরা কেউ কেউ বলে যে মার্কেট খোলে সেই দিন আর সপ্তাহের শেষের দিন ট্রেড না করাই ভাল। আমি বলবো মনে করেন আপনি প্রথমদিনে বা শেষ দিনে একটা ভাল এনটি ট্রেড করার জন্য পাইলেন তবে কি আপনি ট্রেড করবেন্না। সব দিন মানি সপ্তাহে ৫ দিনই ট্রেড নেয়া যাবে।
ফরেক্স মার্কেট প্রত্যক্টা দেশ অর্থনৈতিক বিষয়ের উপর ডিপেন্ড। তাই বলছ ফরেক্স এ কোন বিশেষ দিন নেই যে আপনাকে ঐ দিন ট্রেড করলে ভালো ফলাফল পেতে পারেন। মার্কেট আপনার সপ্তাহে সাত দিন খোলা থাকে। যেদিন ইকনোমিক ক্যলেন্ডার রে হাই ইম্প্যক্ট নিউজ থাকে সে দিন মার্কেট বেশী মুভ করে।