Originally Posted by
RichMahfuz
আমি এই জিনিসগুলো প্রত্যেকদিন দেখার জন্য খুব বেশি ভুলে যাই। জানি, আমার মত অনেকেরই একি অবস্থা। তবে এই ব্যাপারগুলো সামান্য হলেও খুব খুব গুরুত্বপূর্ণ যা আপনাদেরকে এখানে সারাদিন লিখেও বুঝাতে পারব না। ট্রেড করার জন্য যেমন কম্পিউটার on না করলে হয় না। তেমনি আমার দৃষ্টিতে একাউন্ট বাচাঁনোর জন্য এইগুলো না মানলে হয় না। হয়তো এই পোষ্ট একদিন হারিয়ে যাবে। ততদিনে অনেকের একাউন্টও জিরো হয়ে যাবে। অনেকেই নিচের দিকে গিয়ে তখন এই পোষ্টটা খুজতে থাকবেন তবে কোন লাভ হবে না।কারণ, কথায় আছে, "দাঁত থাকতে দাঁতের মর্যাদা"।