-
ফরেক্স মার্কেট এ সবাই আসে টাকা আয় করতে। তবে অনেকে অধিক লোভ করার ফলে অল্প দিনে ফরেক্স থেকে ঝড়ে পড়ে। কারন অনেকে সঠিক এনালাইস করতে না পারায়। আর সব থেকে বড় কথা হলো লোভ এর কারনে। কারন ফরেক্স মার্কেট এ লোভ করার বা লোভের কোনো স্থান নেই। যে লোভ করবে সে অল্প দিনে ফরেক্স মার্কেট থেকে ঝড়ে পড়বে। তাই আমিও একমত যে ফরেক্স মার্কেট এ লোভের কোনো স্থান নেই। লোভ মানুষের ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই আমাদের উচিত লোভকে এরিয়ে চলা।
-
ফরেক্স এ লোভের কোন স্থান নেই.অবশ্যই আগে তার লোভকে নিয়ন্ত্রন করতে হবে ।ফরেক্সে অনেক সফল ট্রেডার দেখেছি যাদের মধ্যে অনেকেই ছিল আমাদের ফরেক্স শেখার ক্ষেত্রে অনুপ্রেরোনা। যদি আপনার লোভকে সাম্লিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন।
-
লোভ মানুষের অন্যতম বাজে একটা গুন। লোভ মানুষ কে ধ্বংস করে দেয়। লোভি মানুষ কখনোই উন্নতি করতে পারেনা। লোভ জিনিস টা সবার মাঝে থাকে। কিন্তু সবাই নিয়ন্ত্রন করতে পারেনা। যারা পারে তারা উইনার হয় আর যারা পারেনা তারা হয় লুজার। ফরেক্সে লোভ করলে টিকে থাকা সম্ভব না।
-
ফরেক্স মার্কেটে আসলে কোন লভের স্থান নাই কারন তাই ফরেক্স মার্কেটে লোভ করলে কোন ভাবে ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া জায় না বা ফরেক্স মার্কেটে লোভ করে কোন দিন ফরেক্স মার্কেটে টিকে থাকা জায় না তাই বলা হয় যে লোভকে ফরেক্স মার্কেটে কোন স্থান দেয়া হয় না লোভকে ফরেক্স মার্কেট থেকে ধুরে রাখতে হবে ।
-
আমার মনে হয় প্রত্যেকটা নুষের মাঝেই লোভ জিনিস টা আছে। কিন্তু এই লোভ কে যে নিয়ন্ত্রন করতে পারে সেই সফল হয়। একটা কথা প্রচলিত আছে লোভে পাপ পাপে মৃত্যু। এখন কেউ যদি ফরেক্সে এসে লোভ নিয়ন্ত্রন করতে না পারে তবে তাকে পস্তাতে হবে। লোভ কে সবসময় নিয়ন্ত্রনের মধ্যে রেখে ট্রেড করতে হবে। ফরেক্সে লোভ করতে গেলে বড় ধরনের লস খাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়।
-
ফরেক্স মার্কেটে লোভের কোন স্থান নেই । যে কেউই আপনার সাথে একমত হবে । আমরা সবাই জানি যে লোভে পাপ আর পাপে মৃত্যু । লোভের বসে ট্রেড করে মার্কেট যদি একবার বিপরীতে গেলে ব্যালেন্স মুহূর্তে শূন্য হয়ে যাবে । মানি ম্যানেজমেন্ট, মার্কেট এ্যনালাইসিস এবং অভিজ্ঞতা ছাড়া মার্কেট থেকে আয় করা খুবই কঠিন । ধন্যবাদ ।।
-
কথায় আছে লোভে পাপ আর পাপে মরণ, ফরেক্স করার খেত্রেও এই কথাটি ১০০ ভাগ সত্য।মানি মেনেজমেন্ট না মেনে লভের বশবও হয়ে বর লট কিংবা ওভারট্রেড করলেই ধরা খাওয়ার সম্ভাবনা বেশি।তাই সবসময় লোভ থেকে বিরত থাকতে হবে।
-
ফরেক্সে আসলেই লোভের কোন স্থান নেই । লোভ করলেন তো মরলেন । তাই লোভ কন্ট্রোল করা অত্যান্ত জরুরী। যারা ফরেক্সে লোভ করবে তারা অবশ্যই বেশি দিন ফরেক্সে টিকে থাকতে পারবে না।।।। লোভ ছাড়া ট্রেড করতে পারলে আমরা নিয়মিত ভাবে ফরেক্সে এ টিকে থাকতে পারব এবং আমাদের প্রফিট ও নিয়মিত থাকবে।।।।।।।।
-
যেকোন ব্যবসা তেই সফল হতে হলে লোভ থেকে নিজেকে দূরে রাখতে হবে।আর এজন্য মানি ম্যানেজমেন্ট সম্পরকে যথেষ্ট ধারনা রেখে ফরেক্স এ ট্রেড করতে হবে। না বুঝে যদি কেও অধিক লাভের আশায় বিনিয়োগ করে তাহলে সেটা কখনই ভাল ফল দেবে না।এজন্য ফরেক্স মার্কেট এ লোভের কথাও জায়গা নাই।ফরেক্স এ সফলতা পেতে হলে লোভ করা যাবে না।
-
সত্যিই । ফরেক্স মার্কেটে লোভের কোনো স্থান নেই । কেননা যত লোভ করবেন ততবেশি লসের সম্ভাবনা থাকে । সত্যি বলতে কি আমি নিজে এটার সবথেকে বড় উদাহরণ । আমি যতবারই লোভে পড়ে অনেক প্রফিট করতে গিয়েছি ততবারই অামি আমার অ্যাকাউন্ট জিরো করে ফেলেছি ।