-
আমার জানামতে ফরেক্সে প্রথম প্রথম এসে সবাইই লস করে। আমি এমন কাউকে দেখিনি যারা লস বাদে সফল হয়েছে। আমি নিজেও ফরেক্সে প্রথমে এসে লস করেছি। বেশ অনেকদিন ধরেই লস করেছি। প্রথমে অনেক হতাশও হয়েছিলাম। কিন্তু ভাই লস করেই নিজেকে ব্যর্থ ট্রেডার বলা যাবে না। আপনি আজ ব্যর্থ তো কাল আপনি সফল হবেন। আশা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। তবেই না আপনি সফল।
-
ফরেক্স এ কাজ করতে গেলে প্রথম এ সবাই লস করে লস ছাড়া কেউ সফল হতে পারে না। তবে লস করে ফরেক্স ছেরে দিলে চলবে না লেগে থাকতে হবে ভুল গুলা ঠিক করতে হবে দেখবেন আস্তে আস্তে আপনি ফরেক্স এ সফল হতে পারবেন। আপনাকে চেষ্টা করতে হবে ভাল করে ট্রেড শেখার জন্য ভাল করে ট্রেড করতে পারলে আপনি ফরেক্স এ সফল।
-
ফরেক্স মার্কেটে এই কাহিনী তো সব নতুন ট্রেডারের, এমনকি আমারও। আমিও এমনি করেই লাভ আর লস করে চলছি। তবে লসের মাত্রা বেশি। এক ডলার লাভ হতো তিন ডলার লস হয়। তবে এর কারন হল আমার ধৈর্য্য খুব কম লাভের ট্রেড অল্প লাভে ক্লোজ করছি কিন্তু লসের ট্রেড বেশি লসে ক্লোজ করছি। এটা ঠিক নয়।
-
স্বাভাবিকভাবেই ফরেক্সে প্রথম প্রথম এসে সবাইই লস করে। আমি এমন কাউকে দেখিনি যারা লস বাদে সফল হয়েছে।ফরেক্স মার্কেটে এমন ব্যাপার স্বাভাবিক ।ফরেক্স এ লস করলেই কিছু বুঝা যাই । আপনি আজ ব্যর্থ তো কাল আপনি সফল হবেন। আশা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে।
-
যে কোনো পেশায় সফলতার জন্য অবশ্যই প্রথমে লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷
ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷হতাশ হওয়ার কোন কারণ নাই৷
-
ফরেক্স ট্রেড করে জিবনে অনেক বার লস করেছি। কারন আমার ফরেক্স মার্কেট সম্পর্কে যথাযথ জ্ঞান ছিল না। সেজন্য আমি লস করতাম। তাই আমি প্রচুড় স্টাডী শুরু করি। তারপর এখন একটু কম লস করি। এরকম আগে স্টাডী করতে হবে। তা না হলে লস হবে।
-
ভাই ফরেক্স মার্কেটে ব্যর্থতাই হল সাফল্যের মূল মন্ত্র। কেননা জীবনে ভাল কিছু আশা করলে বা ভাল কিছু পেতে চাইলে অবশ্যই সেই কঠোর পরিশ্রমের, কঠোর সাধনার মধ্য দিয়ে হোচোট খেতে খেতে সামনে অগ্রসর হতে হবে। কারন কথায় আছে যে হাটিতে শিখেনা কেহ আছাড় না খেলে। সুতরাং আমার মতামত হল আপনাকে এখানে অনেক ধৈর্য নিয়ে আরো ভালভাবে ফরেক্স মার্কেটটাকে জানতে হবে এবং এর গভীরে প্রবেশ করতে হবে।
-
আসলে ফরেক্স অত্যান্ত ধৈর্য্যশীলদের ব্যবসা। ফরেক্স ব্যবসা করতে হলে ধৈর্য্য ধারন করে শিখতে হবে এবং সব সময় ধৈর্য্যর মাধ্যমে প্রতিটি ট্রেডিং কলাকৌশল আয়ত্ব করতে হবে। ফরেক্স ব্যবসায় লোভ করলে বা তারাতারি এটা থেকে কোন ফলাফল পেতে চাইলে শুধু লস হবে। ফরেক্স প্রথমে আয়ত্ব করতে হবে ডেমো ট্রেডিং এর মাধ্যমে। ডেমো ট্রেড করে নিজেকে ট্রেডিং এর জন্য তৈরী করে নিয়ে তারপর রিয়েল ট্রেড এ নামতে হবে।
-
আসলে ফরেক্স ব্যবসাটাই হচ্ছে ধৈর্য্যশীলদের একটি ব্যবসা। ফরেক্সে যারা ধৈর্য্য ও লোভকে নিয়ন্ত্রণ রেখে এই মার্কেটে ট্রেড করতে পারবে তারাই একমাত্র সফলতা অর্জনে সক্ষম হতে পারবে। আর যারা ফরেক্স সম্পর্কে ধৈর্য্যশীল না হয়ে লোভে পড়ে বেশি আয়ের উদ্দেশ্য নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে তারাই এই মার্কেটের কাছে ব্যর্থ ট্রেডার হিসেবে বিবেচিত হয়। তাই আমি বলতে চাই ফরেক্সে প্রথমত আপনাকে ডেমো ট্রেডিং দ্বারা ফরেক্স এর সকল জ্ঞান ও অভিজ্ঞতা নিজের মধ্যে আয়ত্ব করতে হবে। তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন।
-
একজন ব্যর্থ ট্রেডারের ডায়েরী পড়লে অবশ্যই আমাদের মধ্যে একটা স্বচ্ছ জ্ঞান ফুটে উঠবে । এই জ্ঞান দিয়ে অবশ্যই আমরা স্বাবলমী হতে পারব । সুতরাং আমরা যেন আর সেই ভুলগুলো না করি সেই দিকে খেয়াল রাখত হবে । তাহলেই সফলকাম হওয়া যাবে ।