-
আসলে আমার জানা নেই। যে কোনো ইনডিকেটর এর উপর আপনার অভিজ্ঞতা অর্জন করে দেখতে হবে। কারণ ট্রেডিং এ এত পরিমান ইনডিকেটর রয়েছে, যে আপনি ব্যবহার করে শেষ করতে পারবেন না। আপনি অনেক ফ্রি ইনডিকেটর সহজে পেয়ে যাচ্ছেন, তারপরও কিছু প্রিমিউম ইনডিকেটর ব্যবহার করে দেখেন। সব শেষে আপনি ফরেক্স এমএ, ভুলিঞ্জারবেন্ট, ফ্রিবোন্যানসি ও পিভট পয়েন্ট ইত্যাদি ব্যবহার করে দেখতে পারেন।
-
ফরেক্স ট্রেডিয়ে কোন ইন্ডিকেটর সবচেয়ে বেশি ভাল সেটা বলা খুব মুসকিল । কেননা সব ধরনের ইন্ডিকেটরই ভাল রেজাল্ট দেয় । কিছু ইনডিকেটর বহুল ব্যাবহৃত হয়ে থাকে৷যেমন-মুভিং এভারেজ,,ট্রেন্ড লাইন,হরাইজেন্টাল লাইন,চ্যানেল,ফিবোন াকী রেশিও...ইত্যাদি৷ট্ েডিং চার্টে ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো পরিষ্কার বুঝার জন্যই এসব ইনডিকেটর ব্যাবহৃত হয়৷আর ট্রেডিং স্ট্রাটিজির মধ্যে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর থাকতে পারে । ইন্ডিকেটর এর মাধম্যে আমরা বিভিন্ন ট্রেডে এন্ট্রি নেযার আগে কনফার্ম হযে নেই ।
-
ফরেক্স এ আমি এনালাইসিস করার পাশাপাশি কয়েক ধরনের ইনডিকেটর ব্যবহার করে থাকি যা শুধুমাত্র এনালাইসিসের সাথে ইনডিকেটর যে নির্দেশনা প্রদান করে তা সামাঞ্জস্য কিনা তা চেক করার জন্য । আমি এমন কয়েকটি ইনডিকেটর ব্যবহার করে থাকি যেগুলো আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করছি এবং এদের থেকে প্রাপ্ত ফলাফল অনেকটাই আশানুরুপ । ইনডিকেটর গুলো হল macd , rsi , awesome oscillator । এই ইনডিকেটর গুলি ব্যবহার করার সময় কিছু বিষয় পরিবর্তন করে নিবেন যেমন লেভেল ।
-
ইন্ডিকেটর ফরেক্সের একটি গুরুত্বপুর্ন বিষয়। ইন্ডিকেটরের মাধ্যমে মার্কেটের গতি প্রকৃতি সম্পর্কে ধারনা করা যায়। মার্কেট কোথায় যাবে কতটুকু গিয়ে ট্রেন্ড ব্রেক করবে ইত্যাদি বিষয় জানা যায়। ফরেক্সে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। প্রতিটা ইন্ডিকেটরেরই বিশেষত্ব রয়েছে। আমার মতে মুভিং এভারেজ এবং পিভোট পয়েন্ট ইন্ডিকেটর গুলো বেশ ভাল। আমি নিজেও এগুলো ব্যবহার করি।
-
ইন্ডিকেটর ফরেক্সের একটি গুরুত্বপুর্ন অংশ। ইন্ডিকেটরের মাধ্যমে মার্কেটের গতি প্রকৃতি সম্পর্কে ধারনা করা যায়। মার্কেট কোথায় যাবে কোথায় গিয়ে ট্রেন্ড ব্রেক করবে ইত্যাদি বিষয় আর কি। ফরেক্সে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। প্রতিটা ইন্ডিকেটরেরই বিশেষত্ব রয়েছে। আমার মতে মুভিং এভারেজ ইন্ডিকেটর টা বেশ ভাল। আমি নিজেও এটা ব্যবহার করি। ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য ইন্ডিকেটরের ভূমিকা অপরিসীম।
-
আমার প্রিয় সকল ফরেক্স ট্রেডিং সদস্যরা আশা করি আপনি ভাল আছেন এবং ফরেক্স ট্রেডিং উপভোগ করছেন। বিশ্বের কোনও ব্যবসায়ের পক্ষে কিছুই অসম্ভব নয় এটি আপনার উপর নির্ভর করে যে আপনি কীভাবে সহজ বা কঠিন করেছেন। ফরেক্স সম্পর্কে সর্বাধিক জ্ঞান এবং অভিজ্ঞতা পেয়ে। ট্রেন্ড ফ্লো অনুসারে বাজার এবং বাণিজ্যের আচরণ বোঝার জন্য কঠোর পরিশ্রম করুন।
-
আসলে যে যে ইন্ডিকেটর ফরেক্স মার্কেটে ব্যবহার করে লাভবান হতে পারে তার জন্য সেটাই হবে ভাল পদ্ধতি আমার মতে। আর আমি যে পদ্ধতিভিত্তিক ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি সেটা অন্য কার কাছে ভাল নাও লাগতে পারে। সবছেয়ে ভাল হচ্ছে কেন্ডেলস্টিক ইন্ডিকেটরের সাহায্য ফরেক্স ট্রেড করতে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করে প্রফিট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করে থাকি,তাই আমি মনে করি ইন্ডিকেটরের উপরে নির্ভার না হয়ে মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করা অনেক ভাল।ইন্ডিকেটরে কিছু সিস্টেম দেওয়া থাকে যার সাহায্যে আমরা মার্কেটের মুভমেন্ট বুঝতে পারি।
-
প্রত্যেক ট্রেডারের নিজস্ব কিছু স্ট্রাটেজি রয়েছে তার সেই স্ট্রাটেজিতে সে কি ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করবে তা সে নিজেই ভালো জানে। মুলত বহু ইন্ডিকেটর থাকার দরুন এক একজনের এক এক ইন্ডিকেটর পছন্দ। তবে বহুল ব্যাবহিত ও জনপ্রিয় একটি ইন্ডিকেটর হলো মুভিং এভারেজ এর মাধ্যমে মার্কেটের গতিবিধি বুজতে সুবিধা হয়।
-
ফরেক্স মার্কেট এ আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর এর সমন্বয়ে ট্রেড করি।সবাই সবার সুবিধার্তে যার যেমন ইন্ডিকেটর দিয়ে কাজ করতে সুবিধা সে সেই ভাবে কাজ করে।একজন ট্রেডার এর কাছে এক এক ধরনের ইন্ডিকেটর ভালো লাগে।আমার মতে দুইটি ইনডিকেটর ব্যাবহার করা ভালো এক এম এফ লাইন দুই আর এস আই।