ফরেক্স ট্রেডিং অবশ্যই হালাল কারন এখানে অনেক রিস্ক আছে । আপনি একটি দেশের মুদ্রা দিয়ে অন্য দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করছেন । এতে হারামের কিছু নেই । তবে দেশের নিয়ম কানুন মেনে ট্রেড করা উচিত । বিশেষ করে মানি লন্ডারিং আইন ।
Printable View
ফরেক্স ট্রেডিং অবশ্যই হালাল কারন এখানে অনেক রিস্ক আছে । আপনি একটি দেশের মুদ্রা দিয়ে অন্য দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করছেন । এতে হারামের কিছু নেই । তবে দেশের নিয়ম কানুন মেনে ট্রেড করা উচিত । বিশেষ করে মানি লন্ডারিং আইন ।
এই ব্যবসা আপনি যদি সুদ মুক্ত করে নেন তাহলে আপনার এই ফরেক্স ব্যবসা পুরোপুরি হালাল হবে। ফরেক্স বাবসা টা হল সাধারণ বাবসা এর মত। তাই আমি মনে করি ফরেক্স হালাল বাবসা। সুদ হল এমন একটা জিনিস যেখানে শুধু টাকা বাড়ে কমে না আর যে জিনিস এ লস বলতে কোন কথা নেই সেই জিনিস হারাম । তাছারা ফরেক্স হল পরীশ্রমী ব্যবসা বুদ্দি ও মেধা দিয়ে এই ব্যবসায় টিকে থাকতে হয় ।
অবশ্যই ফরেক্স হালাল ব্যবসা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। আর আমি এই হালাল হারাম বিবেচনা করি বলেই আমি সুদ মুক্ত এ্যাকাউন্ট করেছি। এখানে আমি পুজি ইনভেষ্ট করছি, আর মার্কেট এর উত্থান পতনের উপরে মাথা খাটিয়ে মুনাফা আদায় করছি। কারন- যখন কোন ক্যারেন্সির দাম কমে তখন আমি সেই কারেন্সি কিনে রাখি আবার যখন উক্ত কারেন্সির দাম বেড়ে যায় তখন আমি সেল করে দিই। ফরেক্স মার্কেটে আমি ক্রয়-বিক্রয় করে থাকি। অতএব আমি মনে করি, ফরেক্স হালাল ব্যবসা।
আমার কাছে ফরেক্স ট্রেডিং বিজনেসকে অনেক বেশি ভাল লাভজনক এবং হালাল একটি বিজনেস বলে মনে হয়।
হ্যাঁ অবশ্যই ফরেক্স ব্যাবসা হালাল ব্যাবসা । আপনি ফরেক্স ব্যাবসা নিসন্দেহে করতে পারেন । কিন্তু একটা কথা আপনি যদি আপনার একাউন্টটিকে হালাল করতে চান তাহলে আপনাকে আপনার একাউন্টটিকে সোয়াপমুক্ত করে নিতে হবে । তাহলেই আপনার একাউন্ট হালাল হয়ে যাবে । আমি মনে করি ফরেক্স আর অন্যান্য ১০ টা বাবসার মতই এখানে হারামের কোন প্রশ্নই আসে না । আমাদের মেধা , পরিশ্রম ও সময় দিয়ে আমরা ফরেক্স থেকে উপার্জন করতে পারি ।
আমি মনে করি ফরেক্স বাবস্যা আবশ্যই হালাল।এটি কোন সুদজনক নয়।
আমার মতে ফরেক্স সম্পূর্ণ হালাল ব্যাবসা ।কারন ইসলামের দৃষ্টিতে ব্যাবসার বৈধতা রয়েছে ।আর ব্যাবসায় লাভ লস হওয়াটা স্বাভাবিক ব্যাপার । ফরেক্স ব্যাবসায়ও লাভ এবং লস দুটোই হয় । ইসলামের দৃষ্টিতে যে ব্যাবসায় লাভ এবং লস হয় তাই হালাল। এই মার্কেটে আমরা পুজির বিনিয়োগ করে বা বুদ্ধি বিনিয়োগ করে অথা'ৎ ফোরাম লিখেও ফরেক্স ব্যাবসা করতে পারি । সুতরাং আমি বলতে পারি এই ব্যাবসা হালাল ।
আমরা সকলেই জানি ইসলামের দৃষ্টিতে সুদ হারাম । আপনি যদি সুদ মুক্ত অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি ফরেক্সে সুদ মুক্ত অ্যাকাউন্ট খুলতে পারেন ।আমাদের ধর্মের দৃষ্টিতে ব্যবসায় বৈধতা রয়েছে । এখানে এক মিনিটে লাভ লস হতে পারে আপনার ভুলের কারনে। ব্যবসায়ে লাভ লস হওয়াটা স্বাভাবিক ব্যাপার । যেমন ধরুন আপনি যদি তেলের ব্যবসা করেন তবে এক দিনের মাঝেই দাম কমতে আবার বাড়তেও পারে। ব্যপার টা দাম কমা বাড়ার উপর ডিপেনড করে । তাই এই দৃষ্টিতে আমি ফরেক্স বিসনেসকে হালালই বলব ।
কোন কিছু কষ্ট বা পরিশ্রম দ্বারা অর্জন করল হালাল হয় না৷
ট্রেড করতে হলে পরিশ্রম হয়৷তাই ফরেক্স হালাস নয়৷
আমি যতটুকু জানি ফরেক্স ব্যবসা কোন হারাম না এটিন সম্পুরন্ন হালাল,কেন না ফরেক্স ব্যবসাতে কোন সুদ পাওয়া যায়,ভাল করে বুজে বুজে নিজের মেধাকে কাজে লাগিয়ে ট্রেড করে আয় করতে হয় ,তাহলে একানে তো সুদ আস্তেছে না সুতরাং ফরেক্স কখনও হারাম হতে পারে না ফরেক্স হচ্ছে হালাল।