-
হ্যা বন্ধু আপনি ঠিকই বলেছেন কোন ভাবেই ওভার ট্রেডিং করা উচিৎ কারন এত আপনার লসের পরিমান আরও বেশি তরান্বিত হতে পারে বা আপনার একাউন্ট ব্যলেন্স আর ও বেশি দ্রুত তম সময়ে নি:শেষ হতে পারে তাই যদি কোন ট্রেড লসে পড়ে যাই সেটাকে স্বাভাবিক ভাবেই মেনে নিয়ে ট্রেড করে যাওয়া উচিত, ধন্যবাদ।
-
ফরেক্স এর নিয়ম ই হল ট্রেডিং কোরা এবং ট্রেডিং করে প্রফিট করে সে টাকা উত্তলোন কোরা কিন্তু মাঝে মাঝে অনেকের ক্ষেত্রেই প্রহিট এর মুখ দেখলেও প্রফিট টা তুলতে পারেন না বরং ্সেটি হারিয়ে জায় এইটা হয় একমাত্র লোভ এবং অভার ট্রেডিং এর কারনে অতিরিক্ত লাভের আশায় অনেকেই ওভার ট্রেডিং করে থাকে জার ফলে এই দুর্ঘটনা ঘটে ।
-
ওভার ট্রেডিং এই অভ্যাস্টা দ্রুত পরিবর্তন করতে হবে। ওভার ট্রেডিং করে নিজের একাউন্ট কয়েকবার পর্যন্ত জিরো হইছে। একবার ট্রেড লস হলে পরের ট্রেডটি প্রফিট করার চিন্তা হবে। কারন লস গুলো দ্রুত রিকভার করতে হবে। আর ট্রেড বুঝে করতে হবে।
-
ওভার ট্রেডিং মানেই হল লোভ। বেশি বেশি ইনকাম এর আসায় ওভার ট্রেডিং করা হচ্ছে। এই লোভ আপনাকে ধ্বংস করে দিবে। একাউন্ট জিরো করে দিবে। কখন লাভ হবে কখন লস হবে বলা মুসকিল। তাই ওভার ট্রেডিং না করে এনালইসিস করে খুব অল্প ট্রেড দেন তাহলে মুনাফা আয় করা সম্ভব।
-
ফরেক্স মার্কেটে লসের কয়েকটি কারনেরর মধ্যে একটি হল অতিরিক্ত ট্রেড করা আমাদের কে অতিরিক্ত ট্রেড করা থেকে বিরত থাকতে হবে তাহলে ফরেক্স মার্কেটে নিজেরা ভাল কিছু করতে পারব।
-
ফরেক্স এ ওভার ট্রেডিং এর শুরু তা হয় ই হছে লোভ থেকে, আমরা লোভে পরে অনেকে অনেক ট্রেড একসাথে ওপেন করে দেই, শেষে এত ট্রেড একসাথে কন্ট্রোল অথবা মনিটর করা সম্ভব হয়ে উঠে না. যার ফলে আমরা লস এ পরি।তাই আমাদের উচিত সব সময় মার্জিন লেভেল ঝুকি মুক্ত রেখে তার পর ট্রেড করা।
-
যাদের লোভ বেশি তারাই ওভার টে্রেডিং করে। কিন্তু এই মার্কেটে ওভার ট্রেডিং করেন তাহলে আপনি অবশ্যই লস খাবেন। এখানে লোভকে কন্টর্ল করতে হবে। লোভ করলেই আপনি আর একাউন্ট টিকাতে পারবেননা। তাই ওভার ট্রেডিং করা ঠিক হবেনা। :rules:
-
আমার মতে বেশি ওভার ট্রেডিং করার কারন হচ্ছে বেশি বেশি লোভ করা। কারন আপনি যদি ফরেক্স যে ওভার ট্রেডিং করেন তাহলে আপনার লসও হতে পারে কারন কেউই বলতে পারেনা যে ফরেক্স ব্যবসায়ে এখন লস হবে না লাভ হবে। আর একটা কথা ফরেক্স ব্যবসা এমন একটা ব্যবসা যে ব্যবসায় বেশি লোভ করলে আপনি লস বেশি করতে পারেন তাই আমাদের সবাইকে লোভকে কন্ট্রল করতে হবে।
-
সবসময় তারা শর্তক থাকে । মার্কেটের ক্সে খুব ভাল ইমপ্যাক্ট কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ফেলে এর নিউজ। আমরা খুব কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে । মুভমেন্ট বুঝে তারা ট্রেড করে কখনো লোভ করে না । নিজের শততার উপর বিশাস্ব রেখে সবসময় ট্রেড করে
-
ঠিক তেমনি আবর কষ্টও দেই.কিন্তু এই সাইট ফলো করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। নিউজ এর জন্য।তবে আমি ব্যক্তিগত ভাবে forexfactory ফলো করি।কারন এই সাইটের নিউজ গুলি সহজে বুঝা যায় এবং দ্রুত পাওয়া যায়। এঅবেগকে পাশে রেখে কাজে মনঘোগ দিলে ভালো করা সম্ভব.কারণ এঅবেগ এর বশবর্তী হয়েই আমরা অনেক সময় ভুউল সিদ্ধান্ত নেয়ে থাকি.তাই আমাদের উচিত ভুউল থেকে শিখা আর সফলতা কে অনুসরণ করা