ফরেক্স ট্রেডিং এর সুবিধা অনেক । যে ট্র্রেডারগণ এই ব্যবসা ধৈর্য্য ধারণ করে করতে পারে সে অবশ্যই সফলতা অর্জন করতে পারে । সুতরাং আমরা সব সময় ফরেক্স মার্কেট দক্ষতা অর্জন করে করব তাহলেই উন্নতি করতে পাবে ।
Printable View
ফরেক্স ট্রেডিং এর সুবিধা অনেক । যে ট্র্রেডারগণ এই ব্যবসা ধৈর্য্য ধারণ করে করতে পারে সে অবশ্যই সফলতা অর্জন করতে পারে । সুতরাং আমরা সব সময় ফরেক্স মার্কেট দক্ষতা অর্জন করে করব তাহলেই উন্নতি করতে পাবে ।
ফরেক্স বিজনেস হচ্ছে বৈদেশিক মুদ্রা কেনা বেচা করার জন্য একটি উন্মুক্ত মার্কেট। ফরেক্স ট্রেডিং এর সুবিধার কথা বলে শেষ করা যাবে না। এই বিজনেস সম্পূর্ণ ভাবেই স্বাধীন একটি বিজনেস। দিনের মধ্যে নিজের সুবিধা মতন সময়ে যখন ইচ্ছা তখন ট্রেড করা যায়।এর জন্য কোন অফিসে যেতে হয় না।ঘরে বসেই অথবা নিজের সুবিধামতন স্থান থেকেই এই ট্রেডিং করা যায়।
ফরেক্স ট্রেডিং এর সুবিধা আসলে একটা নয় , আমার মনে হয় সব সুবিধা যদি বিশদভাবে বিস্তারিত বিবরণ দিতে যায় তবে অনেকটা দিন চলে যাবে শুধু এগুলো লিখতে । যা হোক ফরেক্স এর মত বিশাল একটা মার্কেট প্লেস এখনো অনলাইনভিত্তিক দেখা যায় নি । আর ফরেক্স্ ট্রেডিং এর কোন প্রতিযোগিও নেই । কারণ আমি মনে করি যে ফরেক্স মার্কেটে যে সব সুবিধা পাওয়া যায় তার জন্য বিশ্বের অসংখ্য মানুষ নানাভাবে ফরেক্স্ এর সাথে জড়িয়ে পড়েছে । ফরেক্স এর প্রধান সুবিধা ও সর্বজনপ্রিয় আডভান্টেজ হল এটা একটা স্বাধীন পেশা ।
আমি মনে করি ফরেক্স একটি মুক্ত এবং স্বাধীন পেশা। এখানে যে কেউ ট্রেড করতে পারে। যেকোনো শ্রেণি পেশার মানুষ ট্রেড করতে পারে, যখন ইচ্ছা ট্রেড করতে পারে। যতটুকু ইচ্ছা এতে সময় দিতে পারে। একজন মানুষ স্বাধীনতা পছন্দ করে। আর স্বাধীনতা যদি হয় এমন তবে তো কথাই নেই। ফরেক্সের আর সুবিধা হলো এতে সহজেই প্রফিট করা যায় এবং ঘরে বসেই ট্রেড করা যায়।
অনেক সুন্দর একটা পেশা
পৃথিবীতে অনেক ধরনের ব্যবসা বিদ্যমান আছে । তবে সব ব্যবসাার ধরণ একই না হলেও মুলত ব্যবসা তার নিয়মেই চলে । তবে ফরেক্স হল সম্পূর্ণ ব্যাতিক্রমধর্মী এক ব্যবসা । যেখানে আমরা সবসময় অন্যসব ব্যবসা থেকে ব্যাতিক্রমধর্মী আকর্ষণীয় সুযোগ সুবিধা পেয়ে থাকি যার কারণে বর্তমানে বিশ্বব্যাপি ফরেক্স এর জনপ্রিয়তা চক্রকার হারে বেড়েই চলেছে ।
যে কেউ ফরেক্স শিখতে পারে। শুধু শেখার মানসিকতা থাকা দরকার। চাকরিজীবি থেকে শুরু করে ব্যবসায়ী বা গৃহিনী সবাই কাজের পাশাপাশি ফরেক্স শিখে ব্যবসা করতে পারে। এতে মুল কাজের কোন ব্যাঘাত হবে না। বিশ্বের যে কোন প্রান্ত থেকে ফরেক্স করা যেতে পারে। প্রয়োজন শুধু ইন্টারনেট কানেক্ট যুক্ত স্মার্টফোন কিংবা কম্পিউটার।
ফরেক্স মার্কেটে ট্রেড করার অনেক সুবিদা রয়েছে সাপ্তাহে পাচ দিন খোলা থাকে আপনি অন্য কোন কাজের পাকে ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে পারবেন।এটা মোবাইলে করা যায় এবং ফোরামে কাজ করে কেপিটাল করা যায়।
ফরেক্স মার্কেট হলো ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র৷পরিবারে কেউ শিক্ষিত গৃহিনী,কেউ আছেন অবসর প্রাপ্ত শিক্ষিত বয়স্ক, কেউ ছাত্রছাত্রী আবার অনেকেই বিভিন্ন পেশাজীবী৷সকলেই ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে নিজের পরিবারকে আর্থিকভাবে আরোও স্বচ্ছল ও উন্নত করতে পারেন৷
ফরেক্স দিয়ে ঘরে বসেই অনে টাকা ইনকাম করা যাই ।যারা কন জব পাচ্ছে না তাদের ফরেক্স ট্রেড করা ঘরে বসেই অনে টকা ইনকাম করা জাই।জব করার পাসা পাসি ফরেক্স ট্রেড করা এক্সট্রা টাকা ইনকাম করা যাই ...।।অনলাইনে এখন সব থেকে ভাল টাকা ইনকাম এর পথ হসসে ফরেক্স ট্রেড ...। ধন্যবাদ