-
যদি রিসার্স করেন তাহলে দেখা যাবে যে অধিকাংশ ট্রেডার রাই ভালো ভাবে না শিখে ফরেক্স এ ট্রেড করতে নেমে পরে। এটা একটা বড় সমস্যা যার ফলে লুজারের সংখ্যা বেশি। যদি মানুষ একটু সময় নিয়ে প্রথমে ফরেক্স বিষয়টা কি তা ভালো করে শিখতে এবং এখানে কিভাবে ট্রেড করতে হয় তা ভালোভাবে জানা থাকতো তাহলে লুজারের সংখ্যা কমে যেত।
-
ফরেক্স এ বেশিরভাগ ট্রেডার লস করে তাদের নিজেদের দোষে। ফরেক্স এ আমরা আমাদের কারনেই লস করি। আমরা লস ঠেকাতে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে পারি। কেননা এট ব্যবহার করে আমরা লস অনেকাংশে কমাতে পারি।
-
এর প্রধান কারনগুলো হল আমরা অনেক লোভি, আমাদের ধৈর্য অনেক কম, অল্প সময়ে বেশি ইনকামের চেষ্টা করি, এই ব্যবসার পেছনে যতটুকু সময় দেয়া প্রয়োজন সেটা দেইনা । আমাদের অভিজ্ঞতা কম বলে আমরা দক্ষতা অর্জনে অনেক পিছিয়ে রয়েছি , আমাদের যোগ্যতা নেই, আর এ কারনেই ৯০ থেকে ৯৫ ভাগ ট্রেডার আজ লুজার ।
-
ফরেক্স মার্কেটে অধিকাংশ মানুষ বড় একটা আশা নিয়ে, যা বাস্তবতার সাথে কোন মিল থাকে না, অতিরিক্ত লোভ, অধৈর্য্য হওয়া, ফরেক্স এর ব্যপারে সঠিক জ্ঞান না থাকা যার কারনে প্রায় সব ট্রেডাররা লস করেন। নতুন অবস্থায় বেশীর ভাগ ট্রেডার ঝরে পড়ে কারন তারা ধৈর্য্য রাখতে পারেন না বা লস কে মেনে নিতে পারেন না। বেশীর ভাগ নতুন ট্রেডার যারা তাদের থাকে অতিরিক্ত আশা যে ট্রেড করবে আর অল্প সময়ে অনেক টাকা আয় করবে, যার কারনে তারাতারি বেশী ট্রেড এবং বড় লটে ট্রেড করেন যা আরও বেশী বিপদে ফেলেন নিজেদেরকে। নতুন অবস্থায় মানি ম্যানেজমেন্ট কি ব্যাপার সেটাও ভাল বুঝেন না যার নিজেদের একাউন্ট কে রক্ষাও করতে পারেন না। পরিনাম লস।
-
হুম এইকথা সত্য ফরেক্স মার্কেট এ প্রায় ৯৫% ট্রেডার লুজার এর প্রধান কারন হচ্ছে দক্ষতা এবং অবিজ্ঞতার অভাব অল্প অনেক টাকা আয় করতে চাওয়া ট্রেডাররাই অনেক বেশি লস করে কারন তারা অনেক বড় লডে ট্রেড ওপেন করে এতে করে বেশি লাভের আশা করতে গিয়ে একাউন্ট জিরো করে বসে তাই আমার মতে প্রতিটি ট্রেডার এর দরকার ভালোভাবে শিখে তারপর রিয়েল ট্রেড করা আর অনেক বেশি ডেমো প্রাকটিস করা।
-
ফরেক্স এ বেশিরভাগ ট্রেডার লস করে তাদের নিজেদের দোষে। ফরেক্স এ আমরা আমাদের কারনেই লস করি। আমরা লস ঠেকাতে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে পারি। কেননা এট ব্যবহার করে আমরা লস অনেকাংশে কমাতে পারি।
-
৯০ থেকে ৯৫ ভাগ নতুন ট্রেডার আমরা লস করে থাকি ফরেক্স মার্কেটে।ফরেক্স এ যারা নতুন তারা বেশির ভাগ এ অভিজ্ঞতা না নিয়ে ফরেক্স সম্পরকে ভাল করে পড়ালেখা না করে তেরেদ করেন আর এ কারনে ই বেশির ভাগ এ লস করেন।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেড করছি ফরেক্স মার্কেটে 90 ভাগ ট্রেডার লস করে কিভাবে এটা কিভাবে আপনারা সমীকরন বা জরিপ করলেন সে সম্পর্কে কিছু লেখা নেই কারন জরিপ সম্পর্কে কোন তথ্য পড়লে কোন সংস্হার নাম উললেখ থাকে । আশা করি আপনারা সে সম্পর্কে লিখবেন ।
-
আমাদের ফরেক্স ট্রেডিং সম্পকে বালোভাবে জানতে হবে।আমরা যদি ফরেক্স ট্রেডিং সম্পকে ভালোবাবে না জানি এবং ট্রেড করি তাহলে ৯০-৯৫% সদস্যরা লুজার হওয়াটাই সাভাবিক।ফরেক্স ট্রেডিং ভালোভাবে জানতে হবে তারপরে ডেমো করতে হবে তাহলে লাভ করা যাবে।
-
ফরেক্স এ ৯০/৯৫ ভাগ মানুষই লুজার হয় কারণ তারা মানি ম্যনেজমেন্ট মেনে চলে না এবং শুরুতেই স্ক্যালপিং করতে চায়, ঝুকে পরে প্রচুর লোভে। স্ক্যালপিং একটি ঝুকিপূর্ণ কৌশল যেটা বিগেনাররা চাইলেই করতে পারে না। বিগেনারদের জন্য লং টাইম ট্রেড করাই শ্রেয়।