ফরেক্স পোষ্টিং এর জন্য কপি করা কোন ভাবেই গ্রহন যোগ্য নয় এবং এটা ফোরাম পোষ্টিং এর নিয়ম বহিরভূত কাজ । কেউ যদি ফরেক্স ফোাম পোষ্টিং করতে গিয়ে কপি করে পোষ্টিং করে তা হলে তার সে বোনাস শিকারী হিসেবে চিন্হিত হবে এবং একাউন্ট ব্লক হতে পারে কোন নোটিশ ছাড়াই ।
Printable View
ফরেক্স পোষ্টিং এর জন্য কপি করা কোন ভাবেই গ্রহন যোগ্য নয় এবং এটা ফোরাম পোষ্টিং এর নিয়ম বহিরভূত কাজ । কেউ যদি ফরেক্স ফোাম পোষ্টিং করতে গিয়ে কপি করে পোষ্টিং করে তা হলে তার সে বোনাস শিকারী হিসেবে চিন্হিত হবে এবং একাউন্ট ব্লক হতে পারে কোন নোটিশ ছাড়াই ।
ফরেক্স মার্কেটে আমরা না বুজলে সিনিয়র ট্রেডারদের কে ফলো করতে হবে কারন আমরা কয়েক মাস ট্রেড করার পর বলতে পারব কিভাবে সফলতার সাথে ট্রেড করা যায়।তাই আমাদের কে মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান না থাকলে কপি পেস্ট ভাল হবে।
আমার মনে হয় ফরেক্সে অনেকেই ট্রেড কপি করে থাকে। অনেকে জানেনা বিষয়টা কি । আসলে এটি হলো কোনো অভিজ্ঞ ট্রেডার যে ট্রেড নেয় কপিয়ারেরও একই ট্রেড ওপেন হয়। যার কপি করা হচ্ছে তার যদি লাভ হয় তবে কপিয়ারেরও লাভ হবে, আর তার যদি লস হয় তবে কপিয়ারেরও লস হবে। তবে আমার মতে কপি করা মোটেও ঠিক না। এটা অন্যের উপর নির্ভর করা হয়ে যায়।
ফরেক্সে ট্রেডিং কপি না করাই ভাল আমি মন করি ফরেক্স ট্রেডং কপি করলে অনেক সমস্যা দেখাদেয় আমি ফরেক্সে ট্রেডিং করি না আর কাওকে করতে উসহ করি না | আমি মনে করি ফরেক্স কপি খুব খারাপ তাই এর সমস্যা ও অনেক | আপনি ফরেক্স যদি লিগালে করেন তবে আপনার জন্য ভাল আপনার সব কিছু ভাল হবে |ধন্যবাদ|
আপনি যদি কম বুঝেন ট্রেড বিষয়ে তাহলে আপনি কপি ট্রেড করতে পারেন। আর কপি ট্রেড করলে আপনি কখনোই লস করবেন না। নিজের টাকা লস করার চাইতে আপনি যদি কপি এর সাথে ট্রেড করেন তাহলে আপনি ভালো প্রফিট করতে পারবেন। এতে কোন ক্ষতি হবার কথা নয়।
আমার মনে হয় ফরেক্স কপি না করাই উত্তোম । কেননা ফরেক্স কপি এর মাধ্যমে একজন ট্রেডার আর একজনের উপর নির্ভরশীল হয়ে পড়ে । এ ক্ষেত্রে যে ট্রেডার নির্ভরশীল হয় তার স্বকিয়তা হারিয়ে যায় । ফরেক্সে ট্রেড করে লাভবান হতে হলে অমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমাণ নিজের দক্ষতার উন্নয়ন করতে হবে যাতে করে আমরা লাভবান হতে পারি ।
ট্রেডিং যদি নিজে ভালভাবে এনালাইসিস করে করতে পারেন তাহলে ভাল।ট্রেডিং কপি করা ভাল যদি আপনি একজন দক্ষ ট্রেডারের ট্রেড কপি করিতে পরেন আমার মতে ফরেক্স মার্কেটে ট্রেড কপি করা মোটেও ঠিক নয়।কেননা এতে করে আপনি মার্কেটে কিছুই শিখতে পারবেন না।
প্রকৃতপক্ষে যারা নিয়মিত প্রফেশনাল ট্রেডার হিসাবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসবে তারা কখোনোই অন্যের ট্রেড কপি করতে চাইবে না৷তারা কষ্ট করে লেখাপড়া করে নিজে অভিজ্ঞ-দক্ষ হয়ে উঠেন৷তারা অন্যের উপর নির্ভরশীল নন৷কপি ট্রেড মানে অন্যের দেখাদেখি বাই/সেল করা৷আমি কখোনোও কপি ট্রেড করার সমর্থন করবো না৷নিজে নিজে শিখবো,নিজে ট্রেড করবো,লাভ/লসের দায়ভার আমার নিজের৷
ট্রেড কপি করা মানে অন্যের বুদ্ধির উপর নির্ভর করে ট্রেড করা, লাভ লস কিছুই নিজের জানা হলনা, লাভ কেন হল লস কেন হল কিছুই নিজে বুজলাম না। আসলে আমি মনে করি ফরেক্স তার জন্য যে নিজে শিখে জেনে তার জ্ঞান অনুযায়ী ট্রেড করা। তাহলে লসের চেয়েও লাভ করা সহজ। মার্কেটে আমি কি বুজলাম, কোন ভাবে ট্রেড করলে লাভ হবে বা কেন লস হচ্চে তখন বুজতে পারব।
আপনার হাতে যদি সময় না থাকে আর আপনি যদি ট্রেড করতে না পারেন তা হলে ট্রেড কপি করা ভাল আর আপনার হতে যদি সময় থাকে আর আপনি ট্রেড করতে পারেন তা হলে ট্রেড কপি করা ভাল না কারন আপনি ট্রেড কপি করলে কিছু শিখতে পারবেন না আপনাকে ফরেক্স মার্কেট এ কপির উপার ভরসা করে থাকতে হবে তাই নিজে ট্রেড করা ভাল