-
অল্প পুজি বা মূলধন নিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকায় কিছুটা ঝুকি থাকলেও আমি মনে করি যদি ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করা যায় তা হলে ফরেক্স থেকে বেশ ভাল প্রফিট প্রতি দিনই লাভ করা সম্ভাব তবে সেক্ষেত্রে অবশ্যই লোভকে পরিহার করতে হবে কারন যেহেতু অল্প পুজি তার পর যদি আপনি অধিক প্রফিনের জন্য অধিক লটে ট্রেড করতে যান তা হলেতো আপনি যেকোনো সময় মার্কেট থেকে ছিটকে পরতে পারেন।
-
অল্প পুজি দিযেও ভাল ট্রেডিং করা সম্ভব তবে তার জন্য অভিগ্য হতে হবে ,ভাল ভাবে জানতে হবে ফরেক্স ট্রেডিং সম্বন্ধে।আমাদের নতুন্দের উচিত আগে ভাল করে জেনে তার পর শুরু করা।
-
সততার সাথে কাজ করলে আপনি ফোরাম থেকে যে সাহায্য পাচ্ছেন, তাই কি যথেষ্ট নয়? আমি মনে করি ফোরাম আমাদেরকে শিক্ষা এবং অর্থ দুই দিক থেকেই সাহায্য করছে। তাই আমাদের উচিত এই মূল্যবান সময় ও সুযোগকে কাজে লাগিয়ে ভালভাবে ট্রেড শিখে নেওয়া। সুযোগ জীবনে বার বার আসে না।
-
আমার মতে যারা ডেমো ছাড়া ফরেক্স ট্রেডিং করতে চান তারা সেন্ট অ্যাকাউন্ট খুলুন, কারন সেন্ট অ্যাকাউন্ট আত্মবিশ্বাসী হয়ে ঝুঁকি ছাড়া ট্রেডের জন্য একটি আদর্শ অপশন । সেন্ট অ্যাকাউন্টে আপনি যা ডিপোজিট করবেন ডিপোজিট*১০০ আপনার ব্যালেন্স হয়ে যাবে । তাই এখানে ট্রেড অনেক্তা ঝুকিমুক্ত ।
-
ফরেক্স মার্কেটে অল্প পুজি নিয়ে ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে দরকার ফরেক্স মার্কেট সম্পরক ভাল অভিজ্ঞতা অর্জন করা বা ফরেক্স মার্কেট সম্পরকে অভিজ্ঞতা ভাল থাকা দরকার তাই ফরেক্স মারকেতে ট্রেড করার সময় অনেক কিছু এনালাইয়াসিস করে ট্রেড করা বা ফরেক্স মারকেট্বে যখন ট্রেড ওপেন করতে হবে তখন কোন উদ্দেশ্য ছাড়া কোন ট্রেড ওপেন করা যাবে না বড় কোন ভলিয়ম দিয়ে ট্রেড ওপেন করা যাবে না ।
-
অল্প টাকা বা ইনভেস্ট করে আপনি ফরেক্স এ টিকে থাকতে পারবেন। এর জন্য আপনার দরকার সঠিক মানি মেনেজমেন্ট। আপনি মানি মেনেজমেন্ট ছাড়া ফরেক্স এ যতোই ব্যলেন্স ডুকান না কেনো আপনি ফরেক্স এ টিকে থাকতে পারবেন না।
-
অল্প পুঁজি কখনো লাভ করার জন্য নয়। অল্প পুঁজিতে কেউ সেন্ট একাউন্ট খোলা মানে হচ্ছে কম টাকায় , কম ক্ষতিতে , বেশি সময় ধরে ট্রেড শিখা। কেউ যদি 5 ডলার দিয়ে সেন্ট একাউন্ট খুলে 3 মাস মার্কেটে ট্রেড করে 1 ডলার প্রফিট করতে পারে , তা একজন নতুন ট্রেডারের জন্য বিশাল পাওয়া।
-
যাক আপনার এই পোস্ট এর মাধ্যমে আমি এর সম্পর্কে অবগত হলাম.এইটা নতুন ত্রাদের দের জন্য হতে পারে একটি উত্তম পন্থা.কারণ স্বল্প পুজি তে অনেকটা নিস্ক এর সম্ভাবনা থাকে.মার্জিন লেভেল ১০০% স্পর্শ করাটাও ব্যালান্স কম এর ক্ষেত্রে স্বাভাবিক.তাই এই পদ্ধতিতে ত্রাদের রা স্বস্তিতে ট্রেড করতে পারবে.কারণ ব্যালান্স ৫০০ ডলার আমি মনে করি ট্রেড করার জন্য যথেষ্ট.তাই নতুন ত্রাদেররা এই পদ্ধতিতে ট্রেড করে লাভবান হতে পারে.
-
ফরেক্স মার্কেটে অল্প পুজি নিয়ে ফরেক্স মার্কেটে সফল হয়া খুভ কঠিন হয়ে পরে ফরেক্স মার্কেট থেকে অল্প পুজি নিয়ে সফল হয়া বা আয় করা জায় তবে ফরেক্স মার্কেটের নিয়ম কানন মেনে যদি ফরেক্স মার্কেটে ট্রেড করা জায় তবে ফরেক্স মার্কেট থেকে অল্প পুজি নিয়ে ফরেক্স মার্কেটে থেকে আয় করা জায় বেশি ভলিয়ম না দিয়ে ছোট করে ট্রেদ করে আস্তে আস্তে আয় করে অল্প পুজি দিয়ে ফরেক্স মার্কেট থেকজে আয় করা জায় ।
-
অল্প পুজি দিয়েও ফরেক্সে ট্রেড করা যায়।যেমন যারা সেন্ট একাওন্ট সাপোর্ট করে তাদের অখানে একটি সেন্ট একাওন্ট ওপেন করে মাত্র ৫-১০ ডলার দিয়ে ইচ্ছে মাফিক ট্রেড করা যায়।এ ছাড়া বোনাস ডলার দিয়েও ট্রেড করা যায়।