-
এনালাইসিস মুলত ৩ প্রকার। ১ টেকনিক্যাল এনালাইসিস, ২ ফান্ডামেন্টাল এনালাইসিস ৩ সেন্টিমেন্টাল এনালাইসিস
টেকনিক্যাল এনালাইসিস মুলত চার্ট দেখে দেখে বিভিন্ন টাইম ফ্রেমে করা হয়
ফান্ডামেন্টাল এনালাইসিস বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে করতে হয়
আর সেন্টিমেন্টাল এনালাইসিস মুলত নিজের ভিউ টাই প্রকাশ করে, আপনি যা বুঝেন - যেটা কারো সাথে মিলে যেতে পারে আবার নাও যেতে পারে
সবকিছু মিলেই যে এনালাইসিস বা সুত্র পাবেন যেটা আপনার ভিউ এর সাথে মিলবে - সেইটাই সবচাইতে ভাল এনালাইসিস।
-
এখানে প্রধানত দু ধারণের এনালাইসিস রয়েছে। ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস। এনালাইসিস মানে হচ্ছে মার্কেট এর পুড়বেন আচরন। অর্থাৎ পূর্বে মার্কেট কি কি অবশানে অবস্থান নিয়েছে। এগুলো যাচাই বাচাই করার নামী হছে এনালাইসিস।
-
এনালাইসিস হচ্ছে এক প্রকার গবেষণ করে এক টি ফলাফলে উন্নতি যাওয়া। ফলাফল ভাল হতে পারে আবার খারফ। যেমন ফরেক্সে গবেষণ করে টেড করে লাভ ও লস দুই টি হই। যদি এনালাইসিস ভাল হই তাহলে যেই অনুযায়ে কাজ করলে লাভ হই আর তা না হইলে লস।
-
এনালাইসিস বলতে বুঝাই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো ভাবে ধারণা নেওয়া। মার্কেট এখন কি গতিতে চলছে তা মার্কেট এনালাইসিস করলে জানা যাই। তাই ফরেক্সে ট্রেডিং করার আগে মার্কেট এনালাইসিস করে জানতে হবে মার্কেট এখন কি পরিস্থিতিতে আছে।
-
ফরেক্স মার্কেট সহ যাবতীয় অনলাইন মার্কেট এর প্রাইস এর আপডাউন চুলচেরা বিশ্লেষন করাকে এনালাইসিস বলে ।অনলাইন মার্কেট এ এনালাইসিস ৩ প্রকার...১. ফান্ডামেন্টল অ্যানালাইসিস ২. টেকনিক্যাল অ্যানালাইসিস ৩. সেন্টিমেন্টল অ্যানালাইসিস ।
-
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না । ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস করতে হবে । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় ।
-
বিশ্লেষণ করাই হল এনালাইসিস । আর ফরেক্স মার্কেট এনালাইসিস বলতে বুঝায় যে মার্কেটের গতিবিধির উপর একটা ছোটখাটা নোট তৈরী করা যেখানে পূর্বের মার্কেট বর্তমান মার্কেট এবং ভবিষ্যতে কোন দিকে যেতে পারে তার বিশ্লেষণ করা । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে যে তিন ধরনের এনালাইসিস তার মধ্য টেকনিকেল , ফান্ডমেন্টাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস । তবে উক্ত তিন ধরনের এনালাইসিসের মধ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টেকনিকেল এনালাইসিস ।
-
প্রইস বাড়েবে কি কমকে তা জানার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে । অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন । ফরেক্স মার্কেটে আছে তিন ধরনের এনালাইসিস। যথাঃ ১। টেকনিক্যাল এনালাইসিস, ২। ফান্ডামেন্টাল এনালাইসিস, ৩। সেন্টিমেন্টাল এনালাইসিস।
-
এতে করে নিজেদের মধ্যে কনফিডেন্ট বাড়ে এবং ভাল একটা প্রফিট হয়।আর প্রফিট করতে হলে আপনাকে বিভিন্নভাবে অ্যনালাইসিস করতে হবে।তার সাথে এগুলো যোগ করে ভাল একটা প্রফিট করতে পারেন।কারণ যেভাবে হোক না কেন আমরা সকলে চায় যে একটা ভাল প্রফিট করতে ।
-
প্রফিট করার জন্য মার্কেট পর্যবেক্ষণ করে আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করি তাই হচ্ছে এনালাইসিস। আমরা বিভিন্ন প্রকার এনালাইসিস করে ট্রেড করে থাকি। তার মধ্যে আমি টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করতে বেশি পছন্দ করি। এক এক জন এক এক পদ্ধতিতে ট্রেড করে থাকেন।