-
ফরেক্স ট্রেড করার সময় ট্রেড দেওয়ার আগে আমরা এ্যনালাইসিস করে থাকি। ট্রেড এন্ট্রি কি বায় নিব নাকি সেল নিব সেটা ঠিক করার জন্য প্রত্যেকে কোননা কোন মেথড ব্যবহার করে থাকে। আর সাধারনত ট্রেড নেওয়ার আগে আমরা প্রাথমিক যে বিষয় গুলির প্রতি পর্যবেক্ষন করে থাকি সেগুলিকে ফাবডামেন্টাল অ্যাবালাইসিস হিসেবে গন্য করা হয়ে থাকে। সহজ ভাবে বলেতে গেলে মৌলিক যে বিষয় গুলি মাথায় রেখে ট্রেড দেওয়া হয়ে থাকে সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল এ্যনালাইসিস।
-
ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে। বেকারত্বের পরিমান বৃদ্ধি সহ বিভিন্ন ইভেন্ট কিভাবে কেন এবং কিভাবে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে।
-
ফরেক্সে যে তিন ধরনের এনালাইসিস আছে তার মধ্য অন্যতম হলো ফান্ডমেন্টাল এনালাইসিস । এনালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরেক্সে একজন ভালো ও দক্ষ ট্রেডার হওয়ার জন্য । ফরেক্সে একজন দক্ষ ট্রেডার হওয়ার পূর্বশর্ত হলো একজন ভালো বিশ্লেষক হওয়া । একজন ভালো বিশ্লেষক তার বিশ্লেষণের মাধ্যমেই ট্রেডিং এর প্রকৃত অবস্থা বের করতে পারেন । আমরা অবশ্যই এই ধরনের ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর গুরুত্ব দিব ।
-
ফরেক্স মার্কেটে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ন সেটা হলো ফান্ডামেন্টাল।আর এই ফান্ডামেন্টাল বলতে একটি দেশের সার্বিক রাজনৈত্তিক অবস্থা,অর্থনৈত্তিক অবস্থা,সামাজিক অবস্থা ইত্যাদিকে বিশ্লেষন করে যে অ্যানালাইসিস করা হয়ে থাকে তাকে বুঝায়।
-
ফরেক্স মার্কেট এ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হল একটা বা দুইতা দেশ এর অর্থনৈতিক দিক বিবেচনা করে যে ট্রেড করা হয় ফরেক্স মার্কেট এ অনেকে আবার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে নিউজ ট্রেড কে বুঝাই ফরেক্স মার্কেট এ বাহিরের দেশ এর ট্রেডার সাধারণত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে ট্রেড করে থাকে আর প্রচুর লাভ ও করে আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে ট্রেড করলে আপনি ও অনেক লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট এ
-
ফরেক্স মার্কেটে ফান্ডামেন্তাল এনালাইসিস সম্পূর্ণ শেখার জন্য ভাল কোন টিউটোরিয়াল আছে কি? থাকলে শেয়ার করেন । তাহলে আমরা যারা নতুন ফরেক্স শুরু করব তাদের জন্য অনেক উপকার হবে, তাই শেয়ার করবেন আশা করছি। প্রাথমিক ভাবে ফান্দা মেন্তাল বলতে বুঝাচ্ছে যা নিরদ্রিস্ত কোন নিয়ম মেনে করা যায়না। অর্থাৎ প্রতি সেকেন্ডে সেকেন্ডে এ নতুন নতুন বিষয় ঘটে যাচ্ছে, এগুলোর উপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে উপনিত হবার নামী হচ্ছে ফান্দামেন্টাল এনালাইসিস।
-
ফরেক্স মার্কেটে আমরা তিন ধরনের এনালাইসিস করি এর মধ্যে একটি ও অন্যতম এনালাইসিস হলো ফান্ডামেন্টাল এনালাইসিস।আর এই ফান্ডামেন্টালের প্রভাব ফরেক্স মার্কেটে খুব বেশি দেখা যায়।প্রতিটি কারেন্সির সাথে যুক্ত দেশগুলোর অর্থনৈতিক রাজনৈতিক বিশ্লেষনকে ঐ কারেন্সির ফান্ডামেন্টাল এনালাইসিস বলে।
-
ফরেক্স মার্কেটের এনালাইসিসের একটি অংশ হলো ফান্ডামেন্টাল এনালাইসিস। কোন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উপর ভিত্তি করে যে এনালাইসিস করা হয়ে থাকে তাকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলে। কোন দেশের অর্থনৈতিক সংবাদ ফরেক্স মার্কেটে বড় ধরনের উঠা-নামা করে থাকে। অনেকে এই ফান্ডামেন্টাল নিউজের উপর ভিত্তি করে ট্রেড করে থাকেন। আবার কেউ কেউ এই ফান্ডামেন্টাল নিউজ এরিয়ে চলে । আমি নিজেও গুরুত্বপূর্ন নিউজ এরিয়ে চলি।
-
যেই দেশের কারেন্সী পেয়ার নিয়ে ট্রেড করতে চান ঐ দেশের সার্বিক পরিস্হিতির পর্যালোচনাকেই ফান্ডামেন্টাল এনালাইসিস বলে৷ ফান্ডামেন্টাল এনালাইসিসের জন্য অবশ্যই ঐ কারেন্সী পেয়ারের নির্দিষ্ট সেশনের নিউজ ইমপেক্টগুলো ভালো করে লক্ষ্য রখতে হবে৷ বিশ্বের সকল ট্রেডারগণ তিন পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷সবগুলোই গুরুত্ত্ব দিতে হবে৷
-
অর্থনীতির গঠনগত দিক বিবেচনা করে যে ট্রেড করা হয় তাকেই ফান্ডামেন্টাল এনাল্যাইসিস বলা হয় । এটাকে আপনি নিউজ ট্রেডও বলতে পারেন । সাধারণত যারা নিউজ ট্রেড করে থাকেন তাদেরকে সচরাচর ফরেক্স ফ্যাকট্রির তিন ধরনের যেমন হাই, মিডিয়াম এবং লো এই নিউজগুলোর প্রতি গুরুত্ব দিতে হয় । এখানে নিউজ ট্রেডাররা সাধারণত যেগুলো হাই ইমপেক্টেবল নিউজ সেগুলোকেই টার্গেট নিয়ে, এনালাইসিস করে ট্রেড করেন । সুতরাং এটাই হল ফান্ডামেন্টাল এনালাইসিস ।