-
টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপুর্ণ এনালাইস সিস্টেম। শুধু এই সিস্টেম ব্যবহার করেও একজন ট্রেডার ভাল লাভ করতে পারে । এতে ভালো করতে হলে আপ্নের অভিজ্ঞতা অর্জন করতে হবে। তানাহলে লস করতে পারেন। ফরেক্স মার্কেটে আছে তিন ধরনের এনালাইসিস। যথাঃ ১। টেকনিক্যাল এনালাইসিস, ২। ফান্ডামেন্টাল এনালাইসিস, ৩। সেন্টিমেন্টাল এনালাইসিস।
-
এনালাইসিস গুলোর এক একটি এক একধরনের কাজ করে। আর এই এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।টেকনিক্যাল এনালাইসিস হচ্ছে ঈন্ডিকেটর এনালাইসিস।টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে একজন ট্রেডার মার্কেটের বর্তমান অবস্হা ভবিষ্যতে কিরুপভাবে পরিবর্তিত হতে পারে এবং পরিবর্তন হয়ে মার্কেট কোন দিকে মোর নিতে পারে তা সম্পর্কে একটা মুটামুটি ধারনা পায়।
-
আমার মনে হয় টেকনিক্যাল অ্যানালাইসিসে প্রাইসের মুভমেন্টের ওপর ভিত্তি করে একজন ট্রেডার পূর্বের প্রাইস মুভমেন্ট দেখে বর্তমানের প্রাইস বুঝতে পারে । ১। টেকনিক্যাল এনালাইসিস, ২। ফান্ডামেন্টাল এনালাইসিস, ৩। সেন্টিমেন্টাল এনালাইসিস।ইত্যাদির উপর ভিত্তি করে মার্কেট এনালাইসিস।
-
সব ফরেক্স ট্রেডাররা জানে যে টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া ট্রেড করা ঠিক নয় । কারন টেকনিক্যাল অ্যানালাইসিস না করে ট্রেড করলে লস খুব সহজে । আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে ই ট্রেড করে থাকি । আমি মনে করি টেকনিক্যাল অ্যানালাইসিস হল মার্কেট ট্রেন্ড বোঝার একটি মাধ্যম । তাই বলবো যে টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া আমাদের ট্রেড করা ঠিক নয় ।
-
টেকনিক্যাল অ্যানালাইসিসে ট্রেডাররা প্রাইসের মুভমেন্টের ওপর ভিত্তি করে ট্রেড করে। মুল বিষয় হল একজন ট্রেডার পূর্বের প্রাইস মুভমেন্ট দেখতে পারে, বর্তমানের প্রাইস মুভমেন্ট বুঝতে পারে এবং ভবিষ্যতের প্রাইস কেমন হবে সে সম্পর্কে ধারনা অর্জন করতে পারে। তাই আপনি ফরেক্স এ টেকনিক্যাল অ্যানালাইসিসে এর উপর ভিক্তি করে ট্টেড করে আয় করতে পারবেন।
-
ফরেক্স র্মাকেটে তিন ধরনের এনালাইসিস ট্রেড করা হয় তার মধ্যে টেকনিক্যাল এনালাইসিস হল একটি। এই এনালাসিস এর মাধ্যমে আমরা কাজ করি। টেকনিক্যাল এনালাইসিস হচ্ছে ইন্ডেকেটর এনালাইসিস।
-
ফরেক্স ট্রেডিং এ টেকনিকেল এনালাইসিস 'অনেক গুরুত্বপূর্ণ।আপনি এর মাধ্যমে ফরেক্স ট্রেডের পূর্বের অবস্থা বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ এ কি ঘটবে সেটার ধারিনা নিতে পারেন।বিভিন্ন নিউজ ট্রেড মার্কেটের উপর বিরূপ প্রভাব ফেলে।সেগুলো দেখে এনালাইসিস করে আপ্নিও হয়ে যেতে পারেন একজন এক্সপার্ট ট্রেডার।
-
টেকনিকেল এনালাইসিস ফরেক্স মার্কেটে সবচেয়ে গুরুত্বপুর্ণ এনালাইসিস । আর এটা করার মাধ্যমেই কোন ট্রেডের ভবিষ্যত সম্ভাবনা যাচাই করা হয় । ফরেক্স মার্কেটে যে তিন ধরনের এনালাইসিস আছে তার মধ্য টেকনিকেল এনালাসিস সবচেয়ে বেশি ইফেক্টিভ হিসেবে কাজ করে । তাই আমি মনে করি এই এনালাইসিসগুলোর উপর আমাদেরকে বিশেষ দক্ষতা সৃষ্টি করতে হবে ।
-
গবেষণালব্দ অ্যানালাইসিসটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস । টেকনিক্যাল এনালাইসিস করতে চাইলে ক্যান্ডেলষ্টিক এবং সার্পোট রেসিটেন্স সম্পর্কে ধারনা থাকতে হবে । টেকনিক্যাল এনালাইসিস ফরেক্স ট্রেডিং এর মূল চালিকাশক্তি। সঠিক টেকনিক্যাল এনালাইসিস করতে পারলে ফরেক্স মার্কেটে অনেক ইনকাম করা সম্ভব ।
-
টেকনিচাল আনালাইসিস হচ্ছে ট্রেড বুঝার জন্য বিশেষ একটা মেথড। সিনিওর ভাইরা এটা নিয়ে বিস্তারিত আক্টা পস্ট লিখলে ভাল হই।