-
আমাদের সকলের প্রধান চাওয়া হ'ল আরও উপার্জন বাড়ানো কিন্তু আমরা এটি করতে পারি না। কারণ লুকিয়ে নেই আমাদের প্রয়োগ পদ্ধতিটি এত বেশি পরীক্ষামূলক নয় বা আমরা আমাদের ট্রেডিং কৌশলটি টু জেড চালাতে পারি না। সুতরাং এখানে মূলধনের আকার একটি প্রধান ফ্যাক্টর নয়, এখানে আমাদের মন সেটআপ এবং দীর্ঘ প্রবণতা নির্ধারণে দুর্বলতা রয়েছে। আমরা যদি দীর্ঘ প্রবণতা নিয়ে না যাই তবে লাভ আমাদের প্রত্যাশা অনুযায়ী আসে না। এই জিপিপি / ইউএসডি চার্টটি গত দিন ধরে লুট করুন।
-
ফরেক্সে তিন ধরনের এনালাইসিসের মাঝে একটি হচ্ছে সেন্টিমেন্টাল এনালাইসিস। সেন্টিমেন্টাল এনালাইসিস তাকেই বলে ট্রেডার যখন এনালাইসিসের ক্ষেত্রে নিজের মতামত দেয় । মার্কেট সেন্টিমেন্ট তৈরি করতে সাহায্য করে ।
-
আমরা মার্কেট সেন্টিমেন্ট ধরতে পারি না বলেই আমরা সবসময় লুজারের খাতায় নাম লেখাই। ফরেক্স করতে হলে আপনাকে মার্কেট এর সিন্টমেন্ট বিষয়টি বুঝতে হবে। আপনি যদি মার্কেট সেন্টিমেন্ট বুঝে ট্রেড করতে পারেন তাহলে আপনি সফল হবেন। তাই ট্রেড করার আগে মার্কেট সেন্টিমেন্ট বুঝার চেষ্টা করুন।
-
ফরেক্স ট্রেডের ক্ষেত্রে সেন্টিমেন্টাল এনালাইসিস তেমন কার্যকর না। কারন নিজের মতামতের উপর কখনো মার্কেট মুভমেন্ট করে না। টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস করার পর নিজে যা মতামত প্রকাশ করা হয় তাই সেন্টমেন্টাল। ফরেক্স মার্কেট তার নিজশ্ব গতিতে চলে তাই সেন্টমেন্টাল হয়ে ট্রেড করা উচিত নয়।
-
মার্কেট সেন্টিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ কারন একজন ট্রেডার যতোই এনালাইসিস করুক তাকে সেন্টিমেন্টালি ট্রেড করতে হবে। কারন ডিসিশন তো আপনাকেই নিতে হবে অনেক সময় দেখা যায় ভালো মার্কেট এনালাইসিস জানার পরেও সেন্টিমেন্টালি ভুলভাল ট্রেড করে ফেলে যেটা অনেক সময়ই লসের কারন হয়ে দারায়।
-
ফরেক্সে তিন ধরনের এনালাইসিসের মাঝে একটি হচ্ছে সেন্টিমেন্টাল এনালাইসিস। সেন্টিমেন্টাল এনালাইসিস তাকেই বলে ট্রেডার যখন এনালাইসিসের ক্ষেত্রে নিজের মতামত দেয়। মার্কেটের গতিপ্রকৃতি নিয়ে প্রত্যেকটা ট্রেডারেরই আলাদা ধারনা থাকে, আলাদা মতামত থাকে, আলাদা ব্যাখ্যা থাকে। এতে তার অনুমানও আলাদা হয়। এটাই হলো মার্কেট সেন্টিমেন্ট।
-
যদি মার্কেট সেন্টিমেন্ট বুঝে ট্রেড করতে পারেন তাহলে আপনি সফল হবেন তাই ট্রেড করার আগে মার্কেট সেন্টিমেন্ট বুঝার চেষ্টা করুন সেন্টিমেন্টাল এনালাইসিস এর মাধম্যে মার্কেট কোন দিকে যেতে পারে সে সম্পর্কে জানা সম্ভব ট্রেড করার আগে আমাকে আবশই মার্কেট সেন্টিমেন্ট টা মাথাই রাখতে হবে আমকে আবশই ভাল করে দেখে নিতে হবে আমি যেখানে ট্রেড করছি তা কি উপরের দিকে জাছছে নাকি নিচের দিকে ।
-
আমরা মার্কেট সেন্টিমেন্ট ধরতে পারি না বলেই আমরা সবসময় লুজারের খাতায় নাম লেখাই। ফরেক্স করতে হলে আপনাকে মার্কেট এর সিন্টমেন্ট বিষয়টি বুঝতে হবে। আপনি যদি মার্কেট সেন্টিমেন্ট বুঝে ট্রেড করতে পারেন তাহলে আপনি সফল হবেন। তাই ট্রেড করার আগে মার্কেট সেন্টিমেন্ট বুঝার চেষ্টা করুন।
-
মার্কেট সেন্টিমেন্ট হল ফরেক্স এর জন্য আন্নতম গুরুত্যপুরন বিষয়। যদি আমাদের পরিপুরন মার্কেট সেন্টিমেন্ট সম্পর্কে ধারনা না থাকে তাহলে আমরা লস এর সম্মুখীন হব। কারন ট্রেড করার আগে আমাকে আবশই মার্কেট সেন্টিমেন্ট টা মাথাই রাখতে হবে। আমকে আবশই ভাল করে দেখে নিতে হবে আমি যেখানে ট্রেড করছি তা কি উপরের দিকে জাছছে নাকি নিচের দিকে । তাই মার্কেট সেন্টিমেন্ট খেয়াল রাখতে হবে।
-
ফরেক্স এ আমরা ৩ টি বিষয় এর উপর নিরভর করে মার্কেট এ অরদার দিয়ে থাকি, প্রথম হল টেকনিক্যাল দ্বিতীয় হল ফান্দামেন্তাল আর ৩য় হল মার্কেট সেন্টিমেন্ট। মার্কেট সেন্তিমেন্ত বলতে হল যখন দেখবেন মার্কেট এর সব নিইউজ পজিতিভ, আপনার এনালআইজ বলছে মার্কেট আপ হবে কিন্তু মার্কেট দাওন ত্রেন্দ অনুশরন করছে, তখন আপনাকে মার্কেট এর ফ্লও এর সাথেই ট্রেড করতে হবে মার্কেট সেন্টিমেন্ট এর সাথে।