-
ফরেক্স মার্কেট এ সাধারনত কারেঞ্চি নিয়ে বিজনেস কোরি। ফরেক্স মার্কেট এ আমরা কিছু কেনাবেচা করিনা। তবে এটা বলতে পারি যে ফরেক্স মার্কেট এ আমরা কারেঞ্চি নিয়ে বিজনেস করি না। ফরেক্স মার্কেট আমরা কারেঞ্চি ছাড়াও আড়ো ভিবিন্ন জিনিস নিয়ে ট্রেড করি-যেমন সি এফ ডি ,মেটাল। আমরা মুদ্রা ক্রয় বিক্রয় করি।
-
আমরা মূলত কারেন্সি নিয়ে ট্রেড করি । আমরা কোন পন্য নিয়ে হাতে নিয়ে ক্রয় বিক্রয় করি না আমরা এটাকে কারেন্সি হিসেবে নিয়ে ট্রেড করে থাকি । এখানে স্বর্ন , তামা , ইয়রো ইত্যাদি নিয়ে ট্রেড করে থাকি । এখানে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার ক্রয় বিক্রয় করা হয় । যেকোন দুইটি দেশের মুদ্রার উপর লাভ চিন্তা করে আপনাকে ট্রেড করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে মূলত ট্রেডাররা বিভিন্ন কারেন্সির মাধ্যমে ট্রেড কের থাকে একটি দেশের কারেন্সি আপর আর একটি দেশের কারেন্সির সাথে জোড় বেধেই মূলত কারেন্সি পেয়ার সৃষ্টি করে আর ফরেক্স ট্রেডাররা মূলত ঐ সকল কারেন্সি পেয়ারের মাধ্যমে ফরেক্সে ট্রেড করে লাভ-লস করে থাকে।
-
ফরেক্স মার্কেটের পন্য কি?ফরেক্স মার্কেটের পন্য হল কারেন্সি মানে দুই মুদ্রার পরিবর্তনের লেন্দেন।আর ফরেক্স মার্কেটে কি ট্রেড করা হয়।সহজ কথায় হল আমরা এই কারেন্সিকেই ট্রেড করে থাকি।তাছাড়া ফরেক্স মার্কেটে কমিডিটিস নিয়ে ট্রেড করা হয়।
-
ফরেক্র হলো পৃথিবীর সবচাইতে বড় মাপের একটি ব্যবসার নাম আর এই ব্যবসার মাধ্যমে চাইলে আপনি অনেক তারাতারি ইনকাম করতে পারবেন যা পৃথিবীর কোন ব্যবসার মাধ্যমে করতে পারবেন না। তাই আমি ফরেক্র মারকেটে ট্রেড করব।
-
ফরেক্স একটি আন্তরজাতিক মুদ্রা বাবসায় প্রতিষ্ঠান। এখানে মুলত কারেন্সি বিনিময়ে বাবসায় করা হয় । এখানে দেখা যায় আমরা বিভিন্ন দেশের কারেন্সি কিন্তেছি এবং তা অন্য দেশে বিক্রি করতেছি।
-
ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের কারেন্সি ট্রেড করা হয়ে থাকে তার সাথে সি এফডি মার্কেট এর ট্রেড হয়ে থাকে,ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের কারেন্সির সাথে অন্যান্য দেশের কারেন্সির যে লেনদেন করা হয়ে থাকে তাকে আমরা ফফরেক্স মার্কেট বলতে পারি,ফরেক্স মার্কেটে আমরা এনালাইসিস করে ট্রেডিং করলে ভাল প্রফিট করা যায়।
-
ফরেক্সের মাধ্যেমে আমরা বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় করে থাকি এটা মুলত মুদ্ররা বাজর । এক কথায় বলা যায় আমরা করেন্সি দিয়ে ট্রড করি আসলে আমরা কিছুই করছি না যা করার কারেন্সি করছে এটি মুদ্রা বাজাকে নিয়ন্তন করছে ।
-
ফরেক্স মার্কেটে আমরা একটি কারেন্সীর বিনিময়ে অন্য একটি কারেন্সী ক্রয় করছি বা বিক্রয় করছি৷বিশ্বের সকল বড় বড় সুপার ব্যাংক,এক্সপোর্ট/ইমপোর্ট কোম্পানী,ইনসুরেন্স কোম্পানী,ইনভেষ্টমেন্ট কোম্পানী,ফিনানসিয়াল কোম্পানী,প্রাইভেট ফান্ড...থেকে শুরু করে বিশ্বব্যাপী সবাই এই অনলাইনের সুবাদে প্রতিনিয়ত কম/বেশি ট্রেড করছি৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷হারাম তো দুরের কথা নেগেটিভ কোনো চিন্তাই করবেন না৷
-
ট্রেডিং কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে।আমরা যখন একটি কারেন্সি কিনি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি একটি প্রতিস্ঠানের শেয়ার কেনার মত। কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্রত অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি।