-
আমার মনে হয় ফরেক্সে সফল হবার জন্য খুব বেশি কিছু জিনিসের দরকার নাই । আমরা খুব সাধারন কিছু এনালাইসিস এর মাধ্যমেই ট্রেড করে সফল হতে পারি । তবে হ্যাঁ আমাদের ট্রেড গুলো অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনেই করতে হবে । আমরা যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি তাহলে ফরেক্স এর রিস্ক অনেক কমিয়ে আনা সম্ভব । আপনি ট্রেড করতে থাকুন সঠিক ভাবে একদিন সফল আপনি লহবেনই । তাড়াহুরা না করাই ভালো । আপনার ধৈর্য্য আর পরিশ্রম যদি থাকে তাহলে ফরেক্স আপনাকে অনেক দুড় নিয়ে যাবে ।
-
অনেকেই অনেক জটিল সিস্টেমে ট্রেড করে থাকে। বেহসি জটিল সিস্টেম ব্যবহার করার কারনে অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত ইন্ডিকেটর ট্রেডিং সিস্টেমকে জটিল করে তোলে। সিদ্ধান্ত নিতে ব্যঘাত ঘটিয়ে থাকে। তাই অতিরিক্ত ইন্ডিকেটর ব্যবহার না করে সিম্পল সিস্টেমে ট্রেড করাই ভাল তবে হ্যাঁ, দু একটি ইন্ডিকেটর ব্যবহার করা যেতে পারে। যেটা আপনার কাছে বোধগম্য মনে হবে। এবং কার্যকরী মনে হবে। রোবট থেকে দূরে থাকাই ভাল।
-
আমি বলবো আসলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই জটিলতা পরিহার করে চলা উচিৎ। জটিলতা আমাদের জীবন ব্যবস্থা কে আরো জটিল করে তোলে। একই জিনিস আমাদের ফরেক্সের ক্ষেত্রেও মেনে চলা উচিত। ফরেক্সে ট্রেড নিতে গিয়ে আমরা অনেক সময় জটিল করে ফেলি। কিন্তু এর ফলে আমরা অনেক লসও খাই। তাই অবশ্যই আমাদের ট্রেডিং এ জটিলতা পরিহার করতে হবে।
-
সমস্যা তো ও জায়গাই। যে আমি যতো বেশি মার্কেট নিয়ে analysis করছি ততো বেশি জটিলতায় পরছি। তাছাড়া যখন ফরেক্নস নতুন এসে ট্রেড করছিলাম তখন কিন্তু কিছা না বুঝেই ট্রেড করে লাভ করেছি ক্নিতু এখন ভাল জেনে শুনেও ভাল কিছু করতে পারছিনা। আমার মনে হচ্ছে ঝামেলাটা ও জায়গাই।
-
ফরেক্স মার্কেটে আপনি যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করেন তাহলেই আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন এবং আস্তে আস্তে ফরেক্স থেকে উপার্জন করতে পারবেন আর এজন্য আপনার ট্রেডিং স্ট্রাটেজি জটিল করার কোন দরকার নাই । আপনি সিম্পল কিছু ট্রেদিং স্ট্রাটেজি ব্যাবহার করেই ভালো করতে পারবেন । চেষ্টা করেন নিজে এনালাইসিস করে ট্রেড করার তাহলে আর আপনার ট্রেডিং উইন্ডো হিজিবিজি হয়ে যাবে না এবং আপনি নিজেই মার্কেট বুঝতে পারবেন ।
-
অভিজ্ঞতা থেকে যা এ্যানালাইসিস করি তা অবশ্যই একটি ভাল সিগনাল প্রদান করে । ফরেক্সে ট্রেড নিতে গিয়ে আমরা অনেক সময় জটিল করে ফেলি । জটিল সিস্টেমে অামরা সর্বদা এ্যানালাইসিস করার চেষ্টা করব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেটা অনেক সিস্টেমে করা যায় । অনেক সহজ সিস্টেমে ট্রেড করে টাকা আয় করে আবার অনেকে জটিল সিস্টেমে ট্রেড করে টাকা আয় করে । যাটা যায় সুবিধা হয় । তবে আমি জটিল সিস্টেমে ট্রেড করি খুব কম । আমি সব সময় সহজ সিস্টেমে ট্রেড করে টাকা আয় করার চেষ্টা করি ফরেক্স থেকে ।
-
ঠিক আপনার সাথে আমিও বলতে চাই আসলে কথাটি ঠিক আছে কারন কয়েক দিন আগেও আমার সিস্টেম বদলাতে গিয়ে ধরা খেলাম কয়েকটি ডলার। সুতরাং আমার মনে হয় কোন ইন্ডিকেটর কে আসলে বিশ্বাস করতে নেই সবাই একই মাপের শুধু বৃকারকে লাভ করে দিবে কিভাবে এইটাই জানে।
-
ফরেক্স এ রয়েছে নানা রকমের কালাফুল ইন্ডিকেটর। রংধনুর মত ইন্ডিকেটর। যা দেখতে খুবই সুন্দর। কিন্তু বেশি ইন্ডিকেটর আমাদের ট্রেড বুঝতে বাধা সৃষ্টি করে। কিন্তু তারপর ও আমরা প্রতিদিন ইন্ডকেটর এর পিছনে দোউরাই।
-
আমার মতে ফরেক্স এ যত সিম্পল সিস্টেম আপনি ব্যবহার করবেন ততই আপনার ভালো। কারন যত জটিল সিস্টেম আপনি ব্যবহার করবেন ট্রেড নিতে ততই ঝামেলা হবে। কারন ইন্ডীকেটর একেক সময়স একেক সিগ্ন্যাল দিয়ে থাকে।