-
যদি পরিস্থিতি এমন হয় তবে আমি সঠিক ট্রেড এর জন্য অপেক্ষা করব.কারণ ত্রাদের হিসেবে আমি জানি যে ফরেক্স মার্কেট অনেক অস্থিতিশীল তাই সব টাইম আপনার বাই/সেল দেবের জন্য উপযুক্ত হবেনা.তাই আমাদের কে সঠিক সময় এর জন্য অপেক্ষা করতে হবে.এবং অ সঠিক সময় এর নির্দেশনা আমরা মার্কেট মুভমেন্ট দেখে বুঝতে পারব যদি আমরা যথেষ্ট অভিজ্ঞ হয়ে থাকি.তাই এমন পরিস্থিতিতে আমি মার্কেট এর সঠিক অবস্থান এর জন্য অপেক্ষা করব.
-
আমি ফরেক্স মার্কেট কাজ করে আমি অনেক টাকা আয় করতে চাই। কারন ফরেক্স মার্কেটে সবাই টাকার জন্যই আসে তারা অল্প সময়ে অধিক টাকা লাভ করার জন্য ফরেক্স মার্কেট নিয়ে কাজ করে। তাই আমার ও ইচ্ছা ফরেক্স নিয়ে কাজ করে করে টাকা আয় করা।
-
প্রথমে ডেমোতে আমার প্রচুর লস হতো। আমি ভাবতাম এতে যদি লস হয় তাহলে লাভের পথটি কোথায় ? অবশেষে এনালাইসিস শুরু করে দিলাম। আমি মনে করি লস হলে আমরা বিপরীত মুখী হতে চাই। আমাদের এই চেষ্টা আমাদেরকে ফরেক্স শিখতে যথেষ্ঠ উৎসাহ যোগায়।
-
আমি ফরেক্স ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই । সুতরাং আমরা সব সময় নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুুলব তাহলেই সফলকাম হতে পারব । অতএব আপনারাও এই ব্যবসা ঠিকমত করুন অবশ্যই সফলকাম হতে পারবেন ।
-
মার্কেটের অবস্থা যদি এমন হয় যে ট্রেড করলেই লস হবে তবে আমি অবশ্যই সেই ধরনের ট্রেড থেকে বিরত থাকব । এমন অবস্থা যথন হবে যে আমাদের লস করতেই হবে , তখন অবশ্যই আমি এই ধরনের ট্রেড থেকে বিরত থাকব । যারা এই ধরনের ট্রেড করবে তারা অবশ্যই বড় ধরনের ধরা খাবে । আমরা যখন বুঝতে পারি যে অর্থ্যাৎ অনুধাবন করতে পারি যে মার্কেটে লস হতে পারে তখন কেন অামরা নিজেদের অর্থকে বিসর্জন দিতে যাব এমন একটা ট্রেডে ?
তাই সবসময় সাবধান হয়ে ট্রেড করতে হবে ।
-
দক্ষতার অভাব ও বেশি উল্টা পাল্টা ট্রেড করার কারনে আমরা মূলত লস করি ।তাই এ রকম অবস্থাতে আমি দেখব মার্কেটের মুভমেন্ত কোন পজিশনে যায় ।পরে যদি সুযোগ পাই ট্রেড করব নচেৎ নয় ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করাবার আগেই আপনাকে আগে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে আপনি এই মার্কেট থেকে কি আশা করেন, এই মার্কেটে নিজেকে কোন অবস্থানে দেখতে চান। আপনার টার্গেট নির্ধারণ করে তবেই আপনার এই মার্কেটে ট্রেডিং শুরু করা উচিত। ট্রেডিং শুরু করার আগে মার্কেট এর উপর বেসিক ধারণা অর্জন করতে হবে। তাই মার্কেট নিয়ে অনেক পড়ালেখা করতে হবে। মার্কেট নিয়ে এনালাইসিস করা শিখে নিজের অভিজ্ঞতা বাড়াতে চাই।
-
যদি মার্কেট লসের দিকে যায় তাহলে আমি অবশ্যয় কিছু সময়ের জন্য ট্রেড করা অফ রাখব । কারন আমি চাইনা আমার ট্রেড লসের মধ্যে যাক। আমি ফরেক্স এ ট্রেড করি লাভ কম হলেও যেন লসের পরিমাণটা কম হয়। তাই আমাদেরকে দেখে শুনে ট্রেড করতে হবে । মার্কেট বুঝে ট্রেড করতে হবে ।
-
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে লাভ ক্ষতি দুইটা ই আসে । তবে ফরেক্স এমন একট মার্কেট ও যে খানে আপনি আপনার লস কে লাগাম দিতে পারেন । আপনি যদি একজন দক্ষ বিনীয়গকারী হন তবে আপনি মার্কেট এর যে কোনো অবস্থাতেই মুনাফা করতে পারেন । কারণ মার্কেট এ মুদ্রার মান উঠক না নামুক আমরা দুই ক্ষেত্রেই লাভ করতে পারি । তবে তারপরে ও অনেক সময় ট্রেড করতে গেলে লস হতে ই পারে তাই এই নিয়ে হতাশ না হয়ে আরো সাবধানতার সাথে এবং ভালো কিছুর প্রত্তাসায় কম ঝুকি নিয়ে আমার ট্রেড করে যাওয়া উচিত " তিবে একটি কথা মনে রাখা উচিত ফরেক্স এ লোভ করা আত্মঘাতী হতে পারে ।
-
আমি ফরেক্স মার্কেট থেকে ভাল আয় করতে চাই । এইখানে আমি কাজ করে ভাল কিছু করতে চাই ভাল কিছু করতে হলে আমাকে আগে ভাল কাজ করতে হবে । তাই আমি আগে ভাল কাজ করতে চাই । ফরেক্স নিয়া আমার স্বপ্ন অনেক আমি ফরেক্স থেকে অনেক আয় করতে চাই আমি ভাল করে ফরেক্স কে জানতে চাই ।