-
যে কোন মানুষের লাইফ স্টাইল পরিবর্তনের পিছনে কোন না কোন কারন থাকে। আর যারা নিজেকে ফরেক্স ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে তাদের লাইফ স্টাইল পরিবর্তনের পিছনে অবশ্যই ফরেক্স গুরুত্বপূর্ন ভুমিকা রাখে। কারন যখন আপনি ফরেক্স ট্রেড করবেন তখন আপনাকে একটি নির্দিষ্ট সময় ফরেক্স এ সময় দিতে হবে। যদিও ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে তথাপি কিছু নির্দিষ্ট সময় আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে থাকতে হবে। এ থেকে আপনি সময় সম্পর্কে সচেতন হবেন।
-
ফরেক্স আমার লাইফ কে পরিবর্তন করে দিয়েছে আমি আগে বেকার ছিলাম হাত খরছ এর জন্য ভাই বোন এর কাসে যাইতে হইত কিন্ত ফরেক্স ট্রেড করার পর আমাকে আর কার কাছে যাইতে হয় না টাকার জন্য আমি আমার হাত খরচ নিজেই চালাতে পারি আর সাথে সাথে পড়াশুনাও করতে পারি থ্যাংক ইয়উ ফরেক্স
-
ফরেক্স আমাদের জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে। আমরা যদি নিয়ম মেনে ট্রেড করি তবে সফলতা পাব। আর এই সফলতা আমাদের নৈতিক জীবনেও প্রতিফলিত হয়। আমরা এখান থেকে আমাদের আচরণের অনেক ইতিবাচক নির্দেশনা শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারি।
-
ফরেক্স মার্কেট একজন মানুষের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে তার কারন আমি নিজেও বেকার ছিলাম কি করব কোথায় কাজ পাবো কি কাজ করবো ।কিন্তু এখন মনে হয় আমার নিজের প্রতি নিজের একটা আস্থা রাখতে পারি মনে হয় আমি কিছু করতে পারব ।আমরা যদি ফরেক্স এর নিয়ম অনুসারে ট্রেড করি তাহলে আমরা সফল হবোই তাই আমি বলি ফরেক্স একজন মানুষকে কিভাবে সাফল্যের দার প্রান্তে নিয়ে যাওয়া যায় তা সেখায়
-
আমার মনে হয় লাইফ স্টাইলে পরিবতন আনতে ফরেক্স এর কোন জুড়ি নেই। মাত্র ৭/৮ মাস আগেও আমার নিজের বলে কিছুই ছিল না। প্রত্যেক মাসে টাকার জন্য বাবার উপর নিরভরশীল হতে হত। কিন্তু আমি এখন ফরেক্স করে নিজের খরচ নিজে উপারজন করি।তাই আমি বলব যে ফরেক্স করলে অবশ্যই লাইফ স্টাইল পরিবতন হতে বাধ্য।
-
আমি মনে করি ফরেক্স ট্রেড আমার লাইভ স্টাইলে অনেক পরিবর্তন এনেছে । ফরেক্স আমার আমার কাছে আশার আলোর মত । ফরেক্স ট্রেড করে আমি অনেক কিছু আশা করছি । তাছাড়া একট সময় ছিল যখন কোন কাজ করার মত কিছু পেতাম না এবং হেলায় ফেলায় কাঠিয়েছি । কিন্ত ফরেক্স করতে গিয়ে একদিকে সময়ের যেমন সদব্যবহার হচ্ছে তেমনি ঘরে বসে আয় করতে পারছি ।
-
ফরেক্স এক জন মানুষের জীবন চেজ্ঞ করে দিতে পারে। তবে ফরেক্স এ কাজ করতে গেলে দক্ষতা অর্জন করতে হবে না হল্র ফরেক্স মার্কেটে টিকে থাকা যাবে না। আর দক্ষতা অর্জন করতে হলে আপনাকে বেশি বেশি করে ডেমো তে ট্রেড করতে হবে।
-
আমি ফরেক্স মার্কেটে ট্রেড করি এবং এখন আমি লসে আছি।তবে আমি ফরেক্স মার্কেটে একজন দক্ষ ট্রেদার হতে চাই যাতে আমি মার্কেট থেকে ভাল আয় করতে পারি।আর ফরেক্স ব্যবসা করে আমরা আর্থিক ভাবে সার্বলম্বি হতে পারি।কিন্তু তার জন্য যথেষ্ট পরিশ্রম আর ধর্য লাগবে।
-
অলস বেকার লাইফে ফরেক্স অবশ্যি পরিবর্তন আনে।অলস লাইফে টাইমিং এবং বেকার লাইফে কর্মসংস্থান করে আয়ের ব্যাবস্থা করে আর সে জন্য জীবন মান আরো উন্নত হয়।আমাদের লাইফে পরিবর্তন আনতে ফরেক্স খুবি সহায়ক।তবে তার জন্য আমাদের ধৈর্য্য ধরে পরিশ্রম করতে হবে।
-
ভাই ফরেক্স থেকে যদি আয় করতে পারি তবে ফরেক্স আমাদের জিবনকেদলে দিতে পারে | আর আমি মনে করি প[হরেক্স থেকে আয় করা সম্ভব ফরেক্স থেকে আয় করতে হলে ফরেক্স মাকেট সম্পরকে ধারনা থাকতে হবে ডেমো পারতিস করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন |