-
ভাই ফরেক্সে লস রিকোভার বলে কোনো কথা নাই। আপনি যখন যেটা আয় করবেন তখন মনে করবেন সেটাই আপনার প্রফিট। যদি মনে করেন আমার আজকে 100$ গেছে তাই আজকের মধ্যেই আমার 100 রিকোভার করতে হবে তাহলে আপনি আরো লস করবেন। এটাই হয় আর এটা হওয়াটা স্বাভাবিক। তাই রিকোভারের নামে বেশি লস করার তো কোনো প্রোয়জনি আসেনা। একজন ভাল ট্রেডারের কাজ হল ফরেক্স এ লসকে রিকভার করা। লসকে রিকভার করতে পারলেই বুঝতে পারবেন আপনি ট্রেডিং শিখে গেছেন। তাই সবসময় রিকভার করার প্রাকটিস করুন।
-
আপনি যখন ইনভেস্ট করে ট্রেড সুরু করেন তখন একটা ট্রেড লস খেলে পরের যেন দুটো ট্রেড একাধারে প্রফিট হয়। কাএন একসাথে আপনি যদি অনেক গুলো ট্রেড লস করেন তাহলে আপনার জব্য লস রিকভার কঠিন হবে। একটা লস হলে আরেকটি প্রফিট করতে হবে। একজন ভাল ট্রেডারের কাজ হল ফরেক্স এ লসকে রিকভার করা। লসকে রিকভার করতে পারলেই বুঝতে পারবেন আপনি ট্রেডিং শিখে গেছেন। তাই সবসময় রিকভার করার প্রাকটিস করুন।
-
আমরা লসকে কিভাবে রিকভার করব তা নির্ভর করে আমাদের প্রত্যেক ট্রেডারের নিজস্ব ট্রেড কৈশল এর উপর । আর আমি এটাও মনে করি যে আমি একজন নতুন ট্রেডার হিসেবে সবসময় ডেমো ট্রেডে চর্চা করা উচিত কিভাবে ট্রেড লসে গেলে তা রিকভার করা যায় । কেননা আমরা যেহেতু ট্রেড করি সেহেতু লস হবেই । আর লস হলে অবশ্যই আমাদেরকে তা রিকভার করতে হবে । তবে বেশি লস হয়ে গেলে তা রিকভার না করাই ভালো । কেননা এতে সম্ভাবনা থাকে ক্ষীণ ।
-
আমিও বড় ধরনের লসে পড়েছি। একাউন্ট প্রায় ক্লজ হয়ে যাবার উপক্রম হয়েছিল , তখন আমি বিপরীত ট্রেড ওপেন করি । একাউন্ট এখন লক। আশায় আছি যদি বাই এর দিকে মাকের্ট যায় তাহলে প্রফিট না হলেও আসল নিয়ে ট্রেড ক্লজ করে দেব। এবং সেখান থেকে বা আর একটু উপর থেকে .০৫ লটের সেল অর্ডার করব। এবার নিচে নামলে সেল অর্ডার টা যদি ক্লজ করে দিতে পারি তাহলেই লস বিকভার হয়ে যাবে।
-
ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন লস কিভাবে রিকভার করা যায়। লস রিকভার করতে গিয়ে আমরা আরো লসের সম্মুখীন হ। তাই সিনিয়র ট্রেডার কাছে আমি জানতে চাই কিভাবে ট্রেড করলে আমার লস রিকভার করতে 'পারব।
-
আমার মনে হয় ট্রেড করে যে ডলার ক্ষতি হয়ে যায় তা আর ফিরিয়ে আনা সম্ভব না, তাই যখন ট্রেড এ কোন ক্ষতি হবে, কেন ক্ষতি হল সেটার দিকে বেশি খেয়াল রাখা প্রয়োজন, তাই চিন্তা করা প্রয়োজন পরবর্তীতে যেন এমন কোন ক্ষতির মুখমুখি না হতে হয় সেই পথ বের করার, ক্ষতির থেকেই নতুন কিছু জানতে হবে।
-
আমি বলবো লসকে যদি রিকভার করতে চান তাহলে আগে লসের কারন খুজে বের করার চেষ্টা করুন কারন চিন্হিত হলে তা শুধরে নিয়ে তা থেকে শিক্ষা গ্রহন করুন যেন পরবর্তিতে এই রকম ভুলের কারনে লস গুনতে না হয়। আর লসকে রিকভার করতে সবসময় জটিল ট্রেড থেকে নিজেকে দূরে রাখবেন।
-
ফরেক্সে কিভাবে ভাল করা যায় , কিভাবে ফরেক্সের লসকে রিকভার করা যায় সেই বিষয় নিয়ে অনেকেই বলেছেন । তাই আমি বেশি কিছু বলতে চায় না । ফরেক্সে ভাল করতে হলে , ফরেক্সের লসকে রিকভার করতে হলে আগে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে । ফরেক্সে ভাল ট্রেডিং দক্ষতা অর্জন করে ফরেক্স মার্কেটে ভাল করে ট্রেড করতে হবে যেন সেই ট্রেড থেকে লাভ করা যায় । এভাবে ফরেক্সের লসকে রিকাওভার করা যেতে পারে ।
-
আমিও বড় ধরনের লসে পড়েছি। একাউন্ট প্রায় ক্লজ হয়ে যাবার উপক্রম হয়েছিল , তখন আমি বিপরীত ট্রেড ওপেন করি । একাউন্ট এখন লক। আশায় আছি যদি বাই এর দিকে মাকের্ট যায় তাহলে প্রফিট না হলেও আসল নিয়ে ট্রেড ক্লজ করে দেব। এবং সেখান থেকে বা আর একটু উপর থেকে .০৫ লটের সেল অর্ডার করব। এবার নিচে নামলে সেল অর্ডার টা যদি ক্লজ করে দিতে পারি তাহলেই লস বিকভার হয়ে যাবে।
-
লস কে রিকভার করতে চাইলে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানার চেষ্টা করেন । নিজের লোভ কে কন্ট্রোল করতে হবে বেশি বড় ট্রেড ওপেন করার দরকার নাই । প্রতিদিন ট্রেড ওপেন করার সময় মার্কেট ভাল ভাবে বুজে তার পরে ট্রেড ওপেন করবে আবার লস থাকে তারাতারি উঠার জন্য বড় ট্রেড ওপেন করার দরকার নেই ।