-
ফোরামে পোষ্টিংয়ের বোনাস যোগ হয় প্রতিমাসের ২ তারিখ । আমরা সারা মাস নির্ভয়ে লিখতে থাকি অবশ্যই অামরা সফলকাম হতে পারব । সুতরাং আপনারাও নির্ভয়ে ফোরাম লিখতে থাকুন অবশ্যই সফলকাম হতে পারবেন । আর ফরেক্সের উপর অাস্থা আছেই সকলেরই । সেভাবে আমারও আস্থা থাকা ভালো ।
-
আপনি কোন মাসের ১ তারিখ থেকে ফোরাম লেখা শুরু করলে ঐ বোনাস আপনি পরের মাসে প্রথম সপ্তাহের মধ্যে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট এ পেয়ে যাবেন । সে ক্ষেত্রে আপনাকে সঠিক নিয়েমে ফোরাম পোস্টিং করতে হবে । নিয়ম এর বাহিরে ফোরাম পোস্টিং করলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে জেতে পারে । আর আপনার ট্রেডিং অ্যাকাউন্ট এ বোনাস না পাওয়ার কারন আপনার হয়ত অ্যাকাউন্ট সঠিক ভাবে খুলা হইনি কিংবা আপনার ফোরাম অ্যাকাউন্ট এর সাথে সঠিক ভাবে ট্রেডিং অ্যাকাউন্ট যুক্ত করা নাই এই কারনে আপনার বোনাস নাও যোগ হতে পারে ।
-
ফোরামে বোনাস পায়নি এমন কথা আমি এর আগে আর কখনো শুনিনি। আমি প্রতি মাসেই ঠিক সময়ে বোনাস পেয়ে আসছি। বোনাস পাওয়ার জন্য আমাদেরকে পরের মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। একাউন্টে বোনাস যোগ হতে কখনো ভুল হয় না।
-
ফরেক্স ফোরাম পোস্টিং বোনাস প্রতিমাসের প্রথম সপ্তাহে ফোরামের এটাস্ট করা একাউন্টে দেয়া হয় । তবে কোন কোন মাসে ট্যাকনিক্যাল কারনে কিছুটা সময় বেশি লাগতে পারে , তবে সেটা রেয়ার । আর একটা বিষয় , আপনি যে মাসের থেকে পোস্ট করবেন বোনাস পাবেন তার পরের মাস থেকে । তবে যদি ১৫ তারিখের আগে পোস্ট করা শুরু করেন এবং সে ক্ষেত্রে একুন্ট এটাস্ট করেন ১৫ তারিখের আগে তবেই পরের মাসে প্রথম সপ্তাহে বোনাস পাবেন । ১৫ তারিখের পরে একাউন্ট এটাস্ট করলে পরে মাসে পাবেন না । বরং তার পরের মাসে বোনাস পাবেন। বোনাস শুধু মাত্র ট্রেড করার জন্য । বোনাস উত্তোলন করা যাবে না ।
-
ফোরামের মাধ্যমে পোস্টিং করে বোনাস পাওয়া যায় । তবে সে বোনাস যুক্ত হবে প্রতি মাসের শুরুতেই । একমাসে যা পোস্ট করা হবে তা পরের মাসের শুরুর দিকেই একাউন্টে ঢুকবে । তাই আমি মনে করি যে ফরেক্স ফোরামের বোনাস নিয়ে সন্দেহের কিছু নেই । আমিও নতুন ট্রেডার এই মাসে যা করছি আশা করি তা আগামি মাসে আমার একাউন্টে ঢুকবে । আমরা যদি ঠিকভাবে পোস্টিং করি তবে অবশ্যই আমরা লাভবান হতে পারব । সে জন্য অবশ্যই কষ্ট করতে হবে ।
-
আমি গত মাসের ১ তারিখেই পেয়েছি । ফোরাম পোষ্টিং এর বোনাস পেতে কিছু নিয়ম কানুন আছে সেগুলো ভালভাবে পড়তে হবে এবং মেনে চলতে হবে, তাহলেই খুব সহজে আপনি আপনার ফোরামের বোনাস পেয়ে যাবেন ।
-
ফোরামে কাজ করতে থাকলে মাস শেষ হওয়ার পর ফোরাম পোষ্টিং এর ব্যালেন্স একাউন্টে জমা হতে শুরু করে । ফরেক্স থেকে ফ্রী টাকা আয় করার একমাত্র মাধ্যম হল এই ফোরাম । এখানে প্রতিদিন ট্রেড করতে থাকলে মাস শেষে অনেক বোনাস পোষ্টিং ব্যালেন্স একাউন্টে জমা হয় যা দিয়ে ট্রেড করে ভাল টাকা আয় করা যায় । ট্রেড সম্পর্কে ভাল অভিজ্ঞতা থাকলে ভাল ট্রেডের মাধ্যমে ফ্রী ডলার থেকে অনেক ডলার প্রফিট করা যায় আর লাভ টাও ভাল পাওয়া যায় ।
-
প্রতিটা পোস্টের জন্য আপনি পাবেন ২০ সেন্ট।আপনি যে তারিখ থেকে এক্যাউন্ট তৈরি করেছেন তার পরের মাসের সেই তারিখের প্রথম সপ্তাহে এটাচ একাউন্টে দিয়ে দিবে।
-
আপনি যদি ফরামের নিয়ম কানুন মেনে আপনার গুরুত্বপূর্ন পোস্ট টি প্রচার কোরে থাকেন তাহলে আপনি প্রতি মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যেই আপনার পেমেন্ট পেয়ে যাবেন। কিন্তুু আগে লক্ষ রাখুন আপনার অ্রাকাউন্টটি সঠিক ভাবে ভেরিপাই করাা আছে কিনা অথবা আপনি আপনার ফরামের সাথে ট্রেডিং অ্যাকাউন্ট যোগ কোরেছেন কিনা।
নোটঃ যদি না কোরে থাকেন তাহলে পেমেন্ট পাবেন না।
-
ফোরামের পোষ্টিংয়ের বোনাস একমাস পরে যোগ হয় । আমরা সব সময় পোষ্ট উপযুর্ক্তভাবে দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব ফোরামের পোষ্টিং যেন ভালো হয় তাহলেই অামরা সফলকাম হতে পারবে ।