-
ফরেক্স ট্রেডিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি প্রয়োজন সেটি হলো ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখা দরকার। শুধু একটি কমপিউটার ও ভালোমানের ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। ফরেক্স এ ট্রেডিং করার জন্য আপনার দঙ্খতা বাড়তে হবে। আর এই বিষয়গুলোর সম্মিলিত কম্বিনেশনই আপনাকে ভাল মানের ফরেক্স ট্রেডার হিসাবে সকলের মাঝে উপস্থাপন করবে।
-
ফরেক্স ট্রেড করার জন্য প্রথমে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। হতে হবে ধৈর্য শীল । থাকতে হবে একটি কম্পিউটার ইন্টারনেট সহ। কম্পিইটার যদি না থাকে তাহলে একটি এ্যন্ড্রয়েট মোবাইল থাকলেও হবে। থাকতে হবে কিছু পুজি যা দিয়ে আপনি ট্রেড শুরু করবেন।শুরু করুন সাফল্য অবশ্যই পাবেন।
-
ফরেক্র শিখতে হলে আপনাকে আগে ভাল একজন টিচার ঠিক করে নিতে হবে যে ফরেক্র মারকেট সম্পরকে ভাল জানে । ফরেক্র শিখার জন্য নিজেকে তৈরি করে নিতে হবে। ফরেক্র ট্রেডিংয়ের জন্য আপনর কম্পিউটার কিনা লাগবেনা। একটা ভাল মোবাইল হলে চলবে। আর তা ও লাগবেনা যদি আপনি সাইবার ক্যাফে গিয়ে ট্রেডিং করেন।
-
ফরেক্স একটি লাভজনক ও স্বাধীন ব্যবসায় হওয়ার কারণে ঘরে বসে অনলাইনে ফরেক্স ট্রেড করা যায় । ফরেক্স ব্যবসায় করার জন্য আপনাকে কোন প্রতিষ্ঠানে চাকরি নিতে হবে না , কিংবা কোন দোকান বা অফিস ভারা নিতে হবে না। একটি ভালো কন্ফিগারের একটি কম্পিউটার ও হাই স্পিড ইন্টারনেট সংযোগ থাকলেই হবে ।
-
একটি ভালো মানের কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি ফরেক্স করতে পারেন। এবার আপনি অনলাইনে আপনার পছন্দের ব্রোকার এর আন্ডার এ একটি একাউন্ট ওপেন করে ভ্যারিফাই করনিন। মেটা ট্রেডার 4 সফটওয়্যার ডাউনলোড করে নিন । এবার আপনার একাউন্ট একক কিছু ডলার ডিপোজিট করুন এবং মেটা ট্রেডার 4 এ লগইন করে ফরেক্স ট্রেড করা শুরু করুন।
-
ফরেক্স একটি জনপ্রিয় এবং ব্যবসাসফল বিজনেস। ফরেক্সে ট্রেড করার জন্য যে জিনিসটি সবথেকে বেশি দরকার তা হল ফরেক্স সম্পরকে অনেক বেশি জ্ঞান।ফরেক্স বিষয়ে জ্ঞান ছাড়া ফরেক্স এ ট্রেড করা সম্ভব না।এর পর দরকার একটা ভাল কম্পিউটার বা স্মার্ট ফোন এবং ভাল নেটওয়ার্ক সিস্টেম।
-
ফ্রেক্সে ট্রেডিং ক্রার জন্য আপনার দ্রকার একটি কমপিউটার, ভাল নেট কানেকশন, একটি অ্যাাকাউন্ট ও ট্রেডিং ক্রার জন্য ফ্রেক্স স্মপ্রকে ভাল নলেজ।
-
ফরেক্স ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ ভিন্নধর্মী ও চেলেঞ্জিং একটি পেশা। এই মার্কেটে ট্রেডিং করার জন্য বেশি কিছু দরকার হয় না। শুধুমাত্র একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ থাকলেই এই মার্কেটে ট্রেডিং করা যায়। এটাই এই মার্কেটে ট্রেডিং করার সুবিধা। এই মার্কেটে আপনি ১ ডলার থেকে শুরু করে আপনার ইচ্ছামতন টাকা বিনিয়োগ করতে পারেন।
-
ফরেক্স ট্রেডিংয়ের জন্য দক্ষতা ,মেধা শ্রম এবং এ্যনালাইসিস দরকার । যে যত বেশী এইগুলো খাটাতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য আগে দক্ষতা অর্জন তারপর ট্রেড ।
-
ফরেক্স ট্রেডিংয়ের জন্য একজন ট্রেডারের যে যে বিষয়গুলো থাকার দরকার তা হল ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা,মার্কেট অ্যানালাইসিস জ্ঞান,মানিম্যানেজমেন্ট জ্ঞান,ধৈয্য ধারন করে ট্রেড করার মত ক্ষমতা,লোভ এবং আবেগের উর্ধে উঠে ট্রেড করার ক্ষমতা ইত্যাদি।