-
নিউজ ট্রেডিং চাইলেই সবাই করতে পারে না কারন আমি মনে করি এটা অনেক রিস্কি হয়ে যায় যদি না ভালো করে নিউজ সম্পর্কে আগাম ধারনা নেওয়া যায়। নিউজ যখন রিলিজ হয় তখন মার্কেট মুভমেন্ট অনেক বেশি হয় তাই দু এক মিনিটের মধ্যেই প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারলে ভালো হয়। কারন ইমপ্যাক্ট অনেক সময়ই পজিটিভ হয়ে পরে নেগেটিভ হয়ে যায়।
-
ধারাবাহিকভাবে ফরেক্সে বিভিন্ন ধরণের সংবাদ স্রাব হয়। এই প্রতিবেদনের একটি অংশ কম তাত্পর্যপূর্ণ, কিছু ক্রমান্বয়ে তাত্পর্যপূর্ণ, কিছু ক্রমবর্ধমান উল্লেখযোগ্য। নিউজ হুগি ফরেক্স বিজ্ঞাপনকে প্রভাবিত করে। বিশেষত সংবাদ, উদাহরণস্বরূপ, এফএন্ডএমসি, এনএফপি, অর্থের হার, বাজার উপচে পড়েছে। নিউজ এক্সচেঞ্জিং নিউজ এক্সচেঞ্জের মাধ্যমে অনুসরণ করা হয়।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক এ নিউজ ট্রেডিং করে থাকে,কারন নিউজ এর সময় মার্কেট এর মুভমেন্ট বেশি হয়ে থাকে তাই তারা অল্প সময়ে বেশি প্রফিট লক করে বের হয়ে যাই,ব্যাক্তিগত আবে আমি নিউজ ট্রেডিং করিনা,এটি বেশি রিস্কি,তাই আমি সব সময় এটি থেকে বিরত থাকি,আই সাধারণত ম্যানুয়াল ট্রেড করে থাকি।
-
ফরেক্স মার্কেট সাধারণত নিউজ এর উপর মুভমেন্ট করে থাকে,বড় বড় মুভমেন্ট নিউজ এর উপর হয়ে থাকে,তাই অনেক এ নিউজ এর উপর ট্রেড করে থাকে,নিউজ এর টাইম ট্রেড করে অল্প সময় এর ভিতর প্রফিট বের করে চলে আসে,কিন্তু নিউজ ট্রেড এর জন্য অনেক অভিজ্ঞতা প্রয়োজন সবাই পারেন করতে নিউজ ট্রেড করতে।
-
বাগের মূলধন পরিচালনা করতে আপনাকে অবশ্যই অর্থ পরিচালনার অনুসরণ করতে হবে। আপনার অনেক বেশি মূলধন থাকলেও কখনও লোভী হয়ে উঠবেন না। অর্থ পরিচালনার অনুসরণ করে প্রচুর আকার নির্বাচন করুন। স্মার্ট মুনাফা অর্জনের জন্য যদি আপনার খুব পুঁজি থিবিটবিস খুব পূর্ব হয় তবে, আমি আপনার সাথে একমত এবং আপনি যদি আমাদের বড় মূলধন পরিচালনা করতে চান তবে আমাদের সঠিক অর্থ পরিচালন করতে হবে, কিছুটা ছোট নির্বাচন করতে হবে। দীর্ঘ সময় ধরে বাজারে থাকার জন্য প্রচুর পরিমাণে বাণিজ্য করা গুরুত্বপূর্ণ। যদি আমরা লোভী হয়ে প্রচুর পরিমাণ ব্যবহার করি তবে আমাদের অবশ্যই খুব তাড়াতাড়ি বাজার থেকে বেরিয়ে আসতে হবে।
-
যারা ফান্ডামেন্টালি ট্রেড করে তাদের জন্য নিউজ ফোরকাস্ট খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে নিউজ ট্রেডিং একটু রিস্কি মনে হয় কারন আমি ভালে বুজি না নিউজ ট্রেডিং। মুলত বিভিন্ন সাইটে নিুজ সম্পর্কিত যে ফোরকাস্ট করা থাকে তা দিয়ে অনেকবার ট্রেডিং করার চেষ্টা করেছি কিন্তু নিউজের সময় মার্কেট মুভমেন্টটা এমন হয় যে তার সাথে তাল মিলানো আমার পক্ষে সম্ভব নয়।
-
নিউজ টাইমে ট্রেড করা খুবই লাভজনক তবে সব সময় নিউজ টাইমে ট্রেড না করাটাই উত্তম। কেননা নিউজ টাইমে ফরেক্স মার্কেটের পেয়ারগুলো সবচেয়ে বেশি মুভমেন্ট করে থাক। আর সে অনুযায়ী সকল ট্রেডার মার্কেটের পজিশন সঠিকভাবে বুঝতে পারে না। আর যারা মার্কেট টাইমে নিউজ এনালাইসিস করে মার্কেটের অবস্থা সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারে এবং সে অনুযায়ী ট্রেড করে প্রফিট উপার্জন করতে পারে। তার জন্য নিউজ টাইমে ট্রেড করা উত্তম।
-
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং এর জন্য আপনাকে আগে কোন নিউজের ইম্পেক্ট কি রকম তা আগে ভাল করে জানতে হবে । অন্যতায় আপনি বড় ধরনের লসের সম্মুখিন হতে পারেন । আমার মতে আমাদের মত ক্ষুদ্র ট্রেডার ফরেক্স মার্কেটে নিউজের সময় মার্কেটে ট্রেড করা থেকে বিরত থাকাই উত্তম ।
-
ফরেক্স মার্কেট এ ফরেক্স কারেন্সির নিউজ প্রতিদিন দেয় তাই ফরেক্স মার্কেট এ নিউজ দেখে ট্রেডিং করা য়ায়। নিউজ দেওয়ার কিছু সময় পর মার্কেট মভেন্ট বেরে য়ায়।পিপস অনেক বেশি উঠা নামা করে ফলে অনেক ট্রেডার সেই মুভমেন্ট দেখে ট্রেডিং করে।নিউজ এর গুরুত্ব তার উপর মুভমেন্ট নির্ভর করে।
-
নিউজ ট্রেড করা অনেকের জন্য ঝুকিপুন্ন। আমি নিজেও নিউস এর সময় ট্রেড করি না।কারন তখন মার্কেট খুব মভমেন্ত করে। এতে আপনার অনাকাঙ্খিতি কিছু হয়ে যেতে পারে। আচ্ছা ভাই , নিউজ এর সময় ট্রেড না করলে কি হয়? এত রিস্ক নিয়ে ট্রেড করার কি দরকার আমি বুজি না। আমি মনে করি এই সময় ট্রেড না করা। অনেকের আকাউন্ত জিরো করার জন্য নিউজ ট্রেড দায়ী। সবাই কে সাবধান হয়ার জন্য উনুরদ করছি।