-
ফরেক্স ট্রেড করতে হলে তো অবশ্যই আপনাকে ফরেক্স নিউজ পড়তে হবে অথবা অন্য কোন ভাবে সে নিউজ গুলো কালেকশন করতে হবে । কেননা ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে মার্কেট এনারাইসি করতে করতে হলে নিউজ জানতে আপনাকে ফরেক্স নিউজ পড়তে হবে । ফরেক্স মার্কেট সব সময় খোরা থাকে এবং ওঠা নামা করে । নিউজ নাপড়লে মার্কেটের নিউজও জানা জাবেব না এবং লস হওয়ার সম্ভবনা থাকবে ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট নিয়ে কাজ করতে হলে মার্কেট এর নিউজ জানা খুবই প্রয়োজনীয়। বিশেষ করে যারা লং ট্রেড করে থাকেন তাদের জন্য। কারণ নিউজ গুলো থেকে সহজেই আপনি মার্কেটের অবস্থা এবং এর পরবর্তী ধাপ বুঝতে পারবেন । তাহলে মার্কেট এনালাইসিস করা আরও সহজ হয়ে যাবে ।
-
আমি মনেকরি ফরেক্স মার্কেটের নিউজ পড়া ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেডিং করা ঠিক না কারন ফরেক্স মার্কেটের অনেক গুরুত্ব পুর্ন নিউজ আছে যা প্রকাশ করার পরে যদি নিউজ ভাল আসে তাহলে ফরেক্স মার্কেটের মুভমেন্ট অনেক বেশি হয়ে থাকে,তাই আমাদের ট্রেডিং করার পুর্বে ফরেক্স নিউজ দেখতে হবে।
-
আমার মতে ফরেক্স এর নিউজ পরা অনেকটা জরুরী। ফরেক্স নিউজ পড়লে অনেকটা লাভ করা যায়। ফরেক্স নিউজ এ ফরেক্স এর মার্কেট সম্পর্কে ভাল অনেক কিছু জানা যায় যে মার্কেট কোন দিকে যেতে পারে এবং মার্কেট এর পরিস্থিতি কেমন হবে তা জানা যায় এই ফরেক্স নিউজ থেকে ।
-
আমি বলবো নিউজের মাধ্যমে আমরা প্রচুর তথ্য পাই জা আমাদের ট্রেড করতে সাহায্য করে । তাই আমি মনে করি নিউজের গুরুত্ব অনেক। বাজার অনেক সময় নিউজের উপর নিভর করে তাই নিউজ পড়া আমাদের সকলের উচিৎ । যা মার্কেট এর জ্ঞান আরো বাড়িয়ে তোলে ।
-
যারা ফরেক্স এ ব্যবসা করে সফল হতে চায় তাদের জন্য ফরেক্স নিউজ পড়া অত্যন্ত জরুরি বিষয় কারণ নিউজ থেকেই আমরা সঠিক দিক নির্দেশনা পেয়ে থাকি যে মার্কেট এখন কোন দিকে মুভ করবে।
-
ফরেক্স নিউজ পড়া খুবই জরুরী । যে ট্রেডার যত বেশী নিউজ অবলম্বন করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা সকলেই নিউজ অবলম্বন করার চেষ্টা করব । আমরা যদি সকলেই নিউজ অবলম্বন করে এই ব্যবসা করার চেষ্টা করি তাহলেই লাভবান হতে পারব । অতএব আমরা কখনোই সময় অপচয় করবো না তাহলেই আমরা সফল ব্যবসায়ী হতে পারব ।
-
ফরেক্স নিউজ পড়া অবশ্যক কারন এটা ফরেক্স এর ই একটা অংশ । আর ফরেক্স করতে হলে তার সব দিক ভালো ভাবে জানতে হবে । আমরা নিউজ পড়ে নেক কিছু জানতে পারি । আর আমরা জানি য়ে নিউজের সময় মকেট এর দিক চেজ্ঞ হয় । আর নিউজের সময় আমাদের অবশ্যই সাবধানতার সথে ট্রেড নিতে হবে ।
-
ফরেক্স নিউজ পড়া খুব বেশী জরুরী । আমরা সব সময় ধৈর্য্য ধারণ করে নিউজ পড়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার যত বেশী নিউজের দিকে মনোনিবেশ দিবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় ধৈর্য্য এবং মেধা দিয়ে এই ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
ফরেক্স এ নিউজ এর অনেক ইমপ্যাক্ট হয় । ফরেক্স মার্কেট অনেক সময় হঠাৎ করে অনেক বেশি বাড়তে ও কিংবা কমতে পারে । আমরা যদি সবসময় নিউজ গুলু পর্যালোচনা করি এবং কোনো নির্দিষ্ট মুদ্রা হটাৎ উঠা অথবা নামা সম্পর্কে আগাম ধারণা পেতে পারি এবং সেই অনুযায়ী ট্রেড ওপেন করে অনেক মুনাফা অর্জন করতে পারি । কিন্তু আমাদের সবসময় একটি বেপার মাথায় রাখতে হবে নিউজ এর প্রভাব কতটা ফরেক্স মার্কেট এ পড়তে পারে তা খুব ভালো পর্যালোচনা করা দরকার ও নিয়ন্ত্রিত এবং দায়িত্বশীল ঝুঁকি নেয়া উচিত ।