-
ফরেক্স ভবিষ্যৎ পরিকল্পনা হল আমি নিজে একজন ফরেক্স অভিজ্ঞ হয়ে তারপর অন্যদেরকে ফরেক্স শিখানো । তবে আমি ফরেক্সেকে প্রচারের মতটাকে সমর্থন করতে পাছিনা । কারণ আমাদের মধ্য ধৈর্য্য এবং লেগে থাকার মানষিকতা কম । ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে লেগে থাকতে হবে এবং প্রচুর পরিমাণে ধৈর্য্য লাগবে । তবে আমার ইচ্ছা হল আমার পরিচিতদের মধ্য যারা আর্থিকভাবে স্বাবলম্বি নয় তাদেরকে ফরেক্স শিখিয়ে স্বাবলম্বি করার চেষ্টা করব ।
-
ফরেক্স ট্রেডিং খুবই সম্ভাবনাময় একটি ব্যাবসা আর এই ব্যাবসায়ে ভাল প্রফিট করতে হলে দক্ষ এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডারের কোন বিকল্প নেই। আমাদের দেশে যদি সেই ভাবে সর্বত্র ফরেক্স ট্রেডিংকে ছড়িয়ে দেওয়া যায় এবং সেখান থেকে যদি দক্ষ ফরেক্স ট্রেডার তৈরি হয় তা হলে খুব সহজেই আমাদের দেশ থেকে বেকারত্ব দূর করা সম্ভাব বলে আমি মনে করি।
-
ফরেক্স মার্কেটের পরিকল্পনা অনেক আছে যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে তারা যদি ফরেক্স নিয়ে ভাবে এবং ফরেক্স মার্কেটে জ্ঞান লাভ করে তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা অনেক ভাল হবে বলে আমি মনে করি।তাই আমার মতে ফরেক্স ট্রেড করতে চাইলে পরি কল্পনা করেই সামনের দিকে আগানো উচিত।
-
ফরেক্স ভবিষ্যত পরিকল্পনা খুবই ভালো । কেননা ফরেক্স ব্যবসা যে বুঝে শুনে করতে পারে তার জন্য খুবই লাভজনক একটা ব্যবসা । এ জন্য বলব ফরেক্স ব্যবসা যদি দক্ষতার সহিত করতে পারি তাহলে অবশ্যই জীবনে উন্নতি করা যাবে ।
-
ফরেক্স মার্কেট নিয়ে আমার ভবিষ্যৎ পরি কল্পনা অনেক কারন ফরেক্স থেকে অনেক অর্থ ইনকাম করা যায়,তাই ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে যাচ্ছি,ফরেক্স মার্কেট এর নিউজ নিয়মিত দেখতেছি,কারন ফরেক্স ট্রেডং করে ভাল প্রফিট করতে হলে ভাল হয়।ফরেক্স ট্রেডিং করার সময় স্টপ লস ব্যাবহার করতে হয়।
-
ফরেক্স নিয়া আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক ফরেক্স এর মাধ্যমে আমি প্রতি মাসে ভাল আয় করে আমার জীবন নির্বাহী করতে চাই । এই ফরেক্স এ কাজ করে আমি আরো অনেক ভাল কিছু করতে চাই ।
-
আমি আপনার সাথে একমত হতে পারলাম না। কারন ফরেক্স সবার নিকট ছড়িয়ে দেওয়াটা ঠিক হবেনা।কারন ফরেক্স খুববি সহজ ব্যবসা নয়। ফরেক্সে জোড় করে বা উৎসাহ যুগিয়ে কাউকে টিকিয়ে রাখা যায়।নিজের যোগ্যতা, দক্ষতা এবং গুনাবলী দ্বারা স্বীয় প্রচেষ্টায় ফরেক্স প্রফিট করা যায় এবং টিকে থাকা যায়।
-
ফরেক্স একটি সহায়ক উপ্পার্জন মাধ্যম যা দেশে দেশে পচার করা একটি দেশের জনগনের জন্য অনেক ফলপ্রসু.এবং এই পদক্কেপ্তি আমাদের নিতে হবে কারণ আমাদের সফলতা এই ফরেক্স সামনের দিকে নিয়ে যেতে উদাহরণ হিসেবে কাজ করবে.তাই আমাদের ও নিজেদের ভালো ত্রাদের হিসবে গড়ে তুলতে হবে.তাহলেই আমরা ট্রেডিং তাকে দেশে দেশে প্রচার করতে পারব.
-
আমি এখনো ফরেক্সের একজন নতুন মেম্বার বলতে পারেন । আমি এখানে এসেছি সবেমাত্র কিছু দিন হল তাই আমি বিশেষ করে ফরেক্স শিখার উপর গুরুত্ব দিচ্ছি । বাংলাদেশে ফরেক্স এর উপর ভাল কিছু করাই আমার উদ্দেশ্য । কারণ বাংলাদেশের মত একটা উন্নয়নশীল দেশের জন্য ফরেক্সের মত ইনকাম সোর্স সৃষ্টি করতে পারলে অনেকাংশে বেকারত্ব হ্রাস পাবে । কিন্ত ফরেক্স সেক্টরটা বাংলাদেশে এখনো অনেক অবহেলিত । আমার ভবিষ্যৎ পরিকল্পনা হল একজহন দক্ষ ও মানসম্পন্ন ট্রেডার হওয়া ।
-
আমার মতে ফরেক্স প্রচার ও প্রসারের জন্ন সরকার এগিয়ে আস্তে পারে।আমাদের দেশে প্রচুর বেকার জনগন আছে।তাদের জদি ঠিকমতো ট্রেনিং দিএ ফরেক্সে ঢকানুর বেপারে আগ্রহ তরি করা জায়, তবে বেকার সমস্যার কিছুটা সমাধান হতে পারে।