আমি আপনার সাথে একমত আমার বন্ধু। বৈদেশিক মুদ্রার একটি দ্বি-তরোয়াল তরোয়ার মত, একদিকে আমাদের একটি ভাল সুবিধা দিন, কিন্তু অন্যদিকে আমরা যখন অপব্যবহার করি তখন ক্ষতিকারক হতে পারে। এটি কেবল একটি সাদৃশ্য, বিন্দুটি লোভী হওয়া উচিত নয়।
Printable View
আমি আপনার সাথে একমত আমার বন্ধু। বৈদেশিক মুদ্রার একটি দ্বি-তরোয়াল তরোয়ার মত, একদিকে আমাদের একটি ভাল সুবিধা দিন, কিন্তু অন্যদিকে আমরা যখন অপব্যবহার করি তখন ক্ষতিকারক হতে পারে। এটি কেবল একটি সাদৃশ্য, বিন্দুটি লোভী হওয়া উচিত নয়।
হ্যাঁ প্রতিদিনই ফরেক্স মার্কেটে নতুন কিছু নিউজ প্রকাশিত হয়ে থাকে। যেগুলো ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সঠিকভাবে নিউজ বুঝতে না পারলে নিউজের সময় ট্রেডিং করা উচিত নয়। কারণ কোনো ভুল ট্রেড ওপেন হয়ে গেলে লাভের থেকে অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি কোন নিউজ এর সময় ট্রেডিং করা থেকে বিরত থাকি।এবং নিউজ প্রকাশিত হওয়ার পরে মার্কেট কোন দিকে যাবে বা যেতে পারে সে বিষয়ে সম্পর্কে ধারণা অর্জনের চেষ্টা করি। এভাবে যখন কোন একটা সিদ্ধান্তে উপনীত হয় তখনই ট্রেড ওপেন করে থাকি।তাই আমার কাছে মনে হয় যে নিউজ এর সময় ট্রেডিং না করে নিউজ প্রকাশিত হয় পরে খুব ভালোভাবে বুঝে শুনে ট্রেডিং করা উচিত।
এটা ঠিক যে আমাদের আমাদের দৈনিক লক্ষ্য নির্ধারণ করা উচিত এবং এটির চেষ্টা করা উচিত তবে আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা ব্যবহার করে আমাদের এটি করা সহজ নয় যাতে আমরা কোনও ক্ষতি ছাড়াই দৈনিক টার্গেট নেওয়ার সুযোগ পেতে পারি তবে আপনার লক্ষ্যটি ছোট হওয়া উচিত না বড় যে এটি অর্জন করতে না পারে সহজ ট্রেডিং কম লাভের সাথে এটি পুরো মাসে আপনার ভাল আয় করবে
নিউজ ট্রেডিং এর নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে । নিউজ ট্রেডিং এর মা্ধমে্্য এসব পদ্ধতি অনুসরন করে আমরা ভাল সফলতা লাভ করতে পারি । একজন সফল ট্রেডার হওয়ার জন্য ফরেক্স মার্কেট এর বিভিন্ন ধরনের নিউজ সম্পর্কে সঠিক ধারনা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি । আসলে নিউজ ট্রেডিং এর সুবিধা অনেক বেশি ।
নিউজের সময় অামাদের কখনো ট্রেড করা উচিত নয় । যদি অামরা এই ট্রেড করি তাহলে অবশ্যই আমাদের দক্ষতাবান হতে হবে । যদি আমরা দক্ষতাবান হতে পারি তাহলে অবশ্যই আমরা সফলকাম হতে পারব ।
ফরেক্স মার্কেট প্রতিদিন অনেক নিউজ থাকে,সব নিউজ আবার সমান গুরুত্ব থাকে না,কিন্তু নিউজ এর উপর ডিপেন্ড করে মার্কেট মুভ নিয়ে থাকে,কিন্তু আমি নিউজ ট্রেডিং করিনা,এটি একটি রিস্কি ট্রেডিং,এর জন্য অনেক অভিজ্ঞতার প্রয়োজন পরে,তাই আমাদের উচিৎ নিউজ ট্রেডিং থেকে নিজেকে বিরত থাকা,নিউজ ট্রেডিং এ বিশাল এর সম্ভবনা থাকে।
হ্যাঁ প্রিয় সদস্য আপনার সফল ব্যবসায়ের দক্ষতা সম্পর্কে খুব ভাল। সংক্ষেপে বলতে চাই। যা নিজেই ফরেক্স ট্রেডিং শিখতে পারে। এবং প্রতিটি ট্রেডিং দিনের সাথে ব্যবসায়ের দক্ষতা উন্নত করুন। এবং কঠোরভাবে ফরেক্স ট্রেডিংয়ের নিয়ম অনুসরণ করুন। অবশ্যই আপনি একদিন
আমি নিউজ ট্রেডীং রিসক মনে করি। কেননা অনেক সময় দেখা যায় *নিউজ কারেকশন করা হয়। দেখা গেল একটা দেশের *নিউজ রিপোর্ট খারাপ আসছে একটু পরে দেখা গেল কারেকশন করে ভালো আসছে। এতে দেখা যায় মার্কেট স্পাইক করে। আর স্পাইক করে স্টপ লস হিট করিয়ে দেয়।
আমারা যখন ফরেক্স মার্কেট নিয়া কাজ করি তখন থেকে ফরেক্স মার্কেটে অনেক রকম টুলস নিয়া আলোচনা করতে হয় । এই সকল টুলস গুলোর মত আর একটা টুলস হল নিউজ টুলস । আমরা ফরেক্স মার্কেটে কাজ করার সময় এই নিউজ টুলস টা ব্যবহার করে থাকি ।
নিউজ ট্রেডিং নিউজ বুঝে করতে পারলে খুব ভাল। নিউজ পাবলিশ হবার আগে ফরেক্স ফেকটরি বা ফরেক্স নিউজ পাবলিস করে যেসব সাইট সেখানের নিউজ স্থানের ডানের দিকে সবুজ, লাল ও কালো রংয়ের লেখা থাকে। নিউজ পাবলিসের পরে লেখাটি কাল হলে নিউজটি মার্কেটের সেই মুদ্রায় তেমন কোন প্রভাব ফেলবে না। সবুজ হলে ফলাফল ভাল বলে গন্য হবে। আর যদি লাল হয় তাহলে ঐ মুদ্রার জন্য খারাপ সংবাদ। সবসময় এ রকম নাও হতে পারে।