-
আমরা সকলেই জানি ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস। এখানে চাইলেই যে কেউ কাজ করতে পারে। তবে এখানে কেউ কাজ করে ফুল টাইম আবার কেউ কাজ করে পার্ট টাইম। যে যার ইচ্ছে মতো এখানে কাজ করতে পারে। কেননা এখানে কোন জবাব দিহিতা নেই। আপনি যদি দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হন তাহলে আপনি ভালো প্রফিট অর্জন করতে পারবেন। তাই এখানে যে যেভাবে ট্রেড করে সুবিধা পান সেভাবেই ট্রেড করতে পারেন। আমি পার্ট টাইম হিসেবে ট্রেড করি।
-
পার্ট টাইম ফুল টাইম কোন কিছু না। আমি চাকরির পাশাপাশি ট্রেড করি। দিনের বেলা অফিসে বসে এন্ট্রি নেই। আর রাতের বেলা এনালাইসিস করি। কোন রকম সমস্যা হয় না। আসলে এটা নির্ভর করে আপনি কোন প্রকৃতির ট্রেডার। যদি স্ক্যালপিং করেন তাহলে আপনাকে দীর্ঘ সময় চার্টে থাকতে হবে। আর যদি লং টার্ম ট্রেডে অভ্যস্থ হতে পারেন তাহলে কোন সমস্যা হবে না।
-
ফরেক্স একটি স্বাধীন ব্যবসা। ফরেক্স মার্কেটে ২ ধরনের ট্রেডার রয়েছে। যারা সব সময় ফরেক্স মার্কেট নিয়ে কাজ করে তাদের কে ফুলটাইম ফরেক্স ট্রেডার বলা হয় আর যারা চাকরি ব্যবসা বা পড়াশোনার পাশাপাশি ফরেক্স এ কাজ করে তাদের কে পার্ট টাইম ফরেক্স ট্রেডার বলে। আমি একজন ফুল টাইম ফরেক্স ট্রেডার হয়ার জন্যে কাজ করে যাচ্ছি
-
ফরেক্স একটি স্বাধীন ব্যবসা হওয়ায় এখানে বিভিন্ন শ্রেনীর লোক কাজ করে থাকেন।আমরা যারা ফরেক্সে কাজ করি আমাদের মধ্যে অনেকই আছেন বিভিন্ন শ্রেনীর পেশাজীবী এবং অনেকেই বেকার। তাই যারা বেকার তারা ফরক্সেকে পেশা হিসাবে গ্রহন করেন এবং যারা কাজের পাশাপাশি ফরেক্স করেন তারা পার্টটাইম হিসাবে কাজ করেন।
-
ফরেক্স এমনই একটা বিজনেস যেখানে আপনি আপনার অন্যান্য পেশার পাশাপাশি পার্ট টাইমেও ট্রেড করার সুযোগ পাচ্ছেন। তবে আপনি যদি ফরেক্সের ওপর দক্ষ হন এবং আপনার মুলধন যদি ১০০০ এর উর্দ্ধে থাকে তাহলে আমি মনে করি আপনি ফরেক্সকে ফুল টাইম প্রফেশন হিসেবেও বেছে নিতে পারেন। ফুল টাইম হিসেবে যারা ফরেক্সকে বেছে নিবে তাদের ফরেক্স থেকে সফলতা পার্ট টাইম ট্রেডারদের চেয়ে বেশি হবে। কারণ ফুল টাইম ট্রেডারগণ ফরেক্স মার্কেট বেশি বেশি করে মনিটরিং করার সুযোগ পাচ্ছেন এবং এতে তাদের অভিজ্ঞতাও পার্ট টাইম ট্রেডারদের চেয়ে বেশি হচ্ছে।
-
ট্রেডার মুলত যারা ফরেক্সের সাথে সম্পর্কিত । তবে এখান থেকে অাবারো দুই ভাগে বিভিক্ত হয়ে গেছে তা । এক হল ফুল টাইম ট্রেডার আর দ্বিতীয়ত হল পার্ট টাইম ট্রেডার তবে পার্ট টাইমের থেকে ফুল টাইমে বেশি লাভ করা যায়। তাই সব সময় মার্কেটে চোখ রাখতে হয়। পার্ট টাইম অথবা ফুল টাইম যেভাবেই গ্রহন করা হোক না কেন সফলতা পাবার জন্য ট্রেডে দক্ষ হওয়া জরুরী।আপনার ভাল প্রফিট বা লাভ করাটা সর্ম্পূণ নির্ভর করছে আপনার ট্রেডিং অভিজ্ঞতা বা কৌশলের উপর । সারাদিন অন্য কাজ করে তারা একটা সময় এখানে সময় দিতে পারে । আমরা বেশী করে সময় দেওয়ার চেষ্টা করব ।
-
ফরেক্স মানুষকে এতটাই সুযোগ করে দিয়েছে, এখানে ফুল টাইম ট্রেডিং করতে না পারলেও আপনি পার্ট টাইম ট্রেড করতে পারবেন।আর সবচেয়ে বড় কথা হলো,, ফরেক্স ২৪ ঘন্টা খোলা থাকে। আপনার যদি অনেক সময় থাকে তাহলে আপনি ফুল টাইম ট্রেড করতে পারবেন।আর যদি অন্য পেশার পাশাপাশি এখানে সময় দিতে চান,,তাহলেও সমস্যা নেই।কারণ আপনি পার্ট টাইম ট্রেড করতে পারবেন।কিন্তু সফলতা নির্ভর করে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর। অনেকই আছেন যারা পার্ট টাইম ফরেক্স করে অনেক টাকা উপার্জন করে, আবার অনেকেই আছেন, যারা ফুল টাইম ফরেক্স করেও বেশি টাকা লাভ করতে পারে না। তবে আমার মতে,ফুল টাইম ট্রেডাররাই বেশি লাভ করে, কারণ অনেক সময় দেওয়ার কারণে তারা বেশি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হন।
-
ফরেক্স মার্কেট এমন একটি ব্যাবসা যা করে আমরা অনেক ইনকাম করে থাকি,অনেক ফরেক্স ট্রেডার আছে যারা ফুলটাইম ফরেক্স মার্কেট এ দিয়ে থাকে এই কাজ করতে যারা পারে তারা বেকার তারা পেশা হিসেবে নিয়ে এই কাজ করে থাকেট্রেডার মুলত যারা ফরেক্সের সাথে সম্পর্কিত । তবে এখান থেকে অাবারো দুই ভাগে বিভিক্ত হয়ে গেছে তা । এক হল ফুল টাইম ট্রেডার আর দ্বিতীয়ত হল পার্ট টাইম ট্রেডার । একটি বিষয় বিষয় সব ক্ষেত্রেই সমান প্রযোজ্য আর তা হল ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং জ্ঞান আপনি ফরেক্স ট্রেডিংকে যে ভাবেই গ্রহন করুন না কেন উ্ল্লেখিত বৈশিষ্ট ছাড়া ফরেক্স থেকে কখনই আপনি লাভ করতে পারবেন না।
-
আমার জ্ঞান থেকে আমি বলবো যারা কাজের পাশাপাশি সামান্য ইনকামের আশায় ফরেক্স ট্রেডিং করে তাদেরকে পার্ট টাইম ফরেক্স ট্রেডার বলা হয়।আর যারা পেশা হিসেবে সর্বোচ্চ সময় বিনিয়োগ করে এবং ফরেক্সের মাধ্যমে জীবিকা অর্জন করতে চাই তাদেরকে ফুল টাইম ট্রেডার বলে। পার্ট টাইম ট্রেডাররা মূলত ট্রেডার না মূলত ফুল টাইম ট্রেডাররাই ফরেক্স ট্রেডার।
-
আমার মতে ফরেক্স যেহেতু স্বাধীন ও মুক্ত ব্যবসায় তাই যে কেউ চাইলে পার্ট টাইম/ফুল টাইম ব্যবসায় হিসেবে গ্রহন করতে পারে। পার্ট টাইমের সুবিধা হলো যখন সময় হয় ট্রেড করা যায়। তবে পার্ট টাইমের থেকে ফুল টাইমে বেশি লাভ করা যায়। তাই সব সময় মার্কেটে চোখ রাখতে হয়। পার্ট টাইম অথবা ফুল টাইম যেভাবেই গ্রহন করা হোক না কেন সফলতা পাবার জন্য ট্রেডে দক্ষ হওয়া জরুরী।