-
শর্ট টাইম ফ্রেমে ট্রেড করে শর্ট বা অল্প সময়ের ব্যবধানে প্রফিট বা লাভ করা যায়। তবে সবাই শর্ট টাইমে ট্রেড করে প্রফিট করতে পারে না তার জন্য প্রয়োজন হয় এক্সপার্ট ফরেক্স ট্রেডারের যারা ফরেক্সের মার্কেট ট্রেন্ড ভাল করে অ্যানালাইসিস বুঝে। অন্য দিকে লং টাইম ট্রেড আমি মনে করি নতুনদের জন্য ভাল যেখানে প্রফিট করতে কিছু সময় লাগলেও শট টাইম ফ্রেমের মত অতটা ঝুকি নিতে হয় না।
-
অবশ্যই আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের ব্যবসাটি খোলার উচিত এবং এটিতে সঠিক সময় পেলে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে। এবং অল্প সময়ের মধ্যে আমাদের ব্যবসায় বিনিয়োগ করার অভ্যাস থাকা উচিত। আমরা কঠোর পরিশ্রম করার সাথে সাথে আকাশ আরও ফলদায়ক হবে
-
আসলে ভাই আমি শর্ট টাইম ফ্রেমে ট্রেড করার কোন সুবিধা খুঁজে পাই । আমি সবসময় লং টার্ম ট্রেডিং কৌশলে বিশ্বাসী এবং সেটার জন্য দরকার লং টাইম ফ্রেম । কারণ শর্ট টাইম ফ্রেমে মার্কেট কিছু সময়ের জন্য দেখে বোঝা যায় না । কিছু কিছু সময়ে লাভ হলেও বেশিভাগ সময়ে আমার লস হয়েছে । তাই আমি আর শর্ট টাইম ফ্রেমে ট্রেড করি না । তবে প্রাথমিক অবস্থায় শেখার জন্য আপনি সাময়িকভাবে শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে পারেন ।
-
ফরেক্সমার্কেট করতে অনেকেই দুইটি পদক্ষেপ থেকে একটা বেছে নেয়।দূটির মধ্য যারা অনেক দক্ষতার সাথে ট্রেড করে তারা সর্ট টাইম বেধে ট্রেডকরে তাকে । কিন্তু ফরেক্স ট্রেড করতে গেলে মাথা ঠান্ডা রেখে সর্ট টাইম না করে লং টাইম ট্রেড করা অনেক নিরাপদ।
-
আসলে শর্ট টাইম ফ্রেমে ট্রেড করে শর্ট বা অল্প সময়ের ব্যবধানে প্রফিট বা লাভ করা যায়। তবে সবাই শর্ট টাইমে ট্রেড করে প্রফিট করতে পারে না তার জন্য প্রয়োজন হয় এক্সপার্ট ফরেক্স ট্রেডারের যারা ফরেক্সের মার্কেট ট্রেন্ড ভাল করে অ্যানালাইসিস বুঝে। অন্য দিকে লং টাইম ট্রেড আমি মনে করি নতুনদের জন্য ভাল যেখানে প্রফিট করতে কিছু সময় লাগলেও শট টাইম ফ্রেমের মত অতটা ঝুকি নিতে হয় না।
-
আমি মনে করি শর্ট টাইম ট্রেডিং করে অনেক লাভো বান হওয়া যায় কিন্তু এর অনেক ঝুকি আছে। আমরা যা জেনে বা না বুঝে শর্ট টাইম ট্রেডিং করলে লস খাবার সুযোগ অনেক বেশী। সে ক্ষেত্রে আমি বলবো যাদের অনেক বছর এর অভিজ্ঞতা আছে তারা শর্ট টাইম ট্রেডিং করলে সবচে ভালো ফলা ফল পাবে। নতুন্দের শর্ট টাইম ট্রেডিং এর উপর ভরশা না রাখাই উত্তম।
-
লং টাইম ট্রেডে যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনি শর্ট টাইম ট্রেডিং ও বেশকিছু সুবিধা পাওয়া যায়।আর তা হল শর্ট টাইম ট্রেডিং এ অতি অল্প সময়ের মাধ্যমে খুব ভাল অঙ্কের প্রফিট করা যায়,শর্ট টাইম ট্রেডিং পদ্ধতিতে ট্রেড ওপেন করে সে ট্রেড গুলোকে ক্লোজ করার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হয়না। অর্থাৎ খুব সামান্য সময়ের ভিতর ট্রেড ক্লোজ করা সম্ভব হয়।যার ফলে একজন ট্রেডার নতুন করে অন্য কোনো কারেন্সি বা এক কই কারেন্সিতে আবার নতুন করে ট্রেড ওপেন করতে পারে। তবে শর্ট টাইম ট্রেডিং করে প্রফিট করতে হলে একজন ট্রেডার কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হওয়ার প্রয়োজন হয়। কেননা এই পদ্ধতিতে ট্রেডিং করে প্রফিট করতে চাইলে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করার প্রয়োজন হয়। না হলে লাভের থেকে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
-
আসলে শর্ট টাইম ফ্রেমে ট্রেড করে শর্ট বা অল্প সময়ের ব্যবধানে প্রফিট বা লাভ করা যায়। তবে সবাই শর্ট টাইমে ট্রেড করে প্রফিট করতে পারে না তার জন্য প্রয়োজন হয় এক্সপার্ট ফরেক্স ট্রেডারের যারা ফরেক্সের মার্কেট ট্রেন্ড ভাল করে অ্যানালাইসিস বুঝে। অন্য দিকে লং টাইম ট্রেড আমি মনে করি নতুনদের জন্য ভাল যেখানে প্রফিট করতে কিছু সময় লাগলেও শট টাইম ফ্রেমের মত অতটা ঝুকি নিতে হয় না।
-
ফরেক্স মার্কেটে আমরা যে দুই ভাবে ট্রেড করে থাকি একটা শর্ট টাইম ফ্রেম আরেকটা লং টাইম। আমি সাধারনত লং টাইম ফ্রেম এ ট্রেড করি ,আমার জানা মতে শর্ট টাইম ফ্রেম এ ট্রেড করতে হলে অনেক অভিঙ হবার দরকার আছে,কিন্ত আমার জানা মতে যারা ফরেক্স এ নতুন তাদের জন্য শর্ট টাইম ফ্রেম এ ট্রেড করা রিস্ক এর ব্যপার।
-
ফরেক্স মার্কেট এ দুই ধরনের ট্রেডিং করা যায় অনেক ফরেক্স ট্রেডার আছে যারা লং টাইম ফ্রেম ব্যাবহার করে লং ট্রেড করে থাকে,আবার অনেক ফরেক্স ট্রেডার আছে যারা সর্ট টাইম ফ্রেম ব্যাবহার করে সর্ট ট্রেড করে থাকে, তাতে অনেক সুবিধা আছে তারাতারি ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা যায়।