-
আমি একজন নতুন ট্রেডার হিসেবেই বলছি যে ফোরাম হল বিশেষ করে এই বাংলা ফোরামটা যে কোন নতুন ট্রেডারের জন্য দক্ষ হতে একটা গাইডলাইনের ভুমিকা পালন করবে । কেউ যদি ফোরামের সাথে ভালভাবে লেগে থাকে এবং চেষ্টা করে আমি আশা করি যে একদিন অনেক বেশি জ্ঞান ফরেক্সের উপর সে অর্জন করতে পারবে । আমি নিজেও সে চেষ্টা করছি ফোরামের সাথে থেকে ।
-
ফরেক্স ফোরাম থেকে অনেক কিছুই শেখার আছে ,অনেকের অনেক মন্তব্য অনেক কার্যকর ,অনেকের মন্তব্য দেখে অনেক না জানা তথ্য আমরা বুঝতে পারি এবং আমরা আমাদের ভুল্গুলো শুধ্রে নিতে পারি ।এইসব ভুল গুলো ট্রেড করার সময় কাজে লাগাতে পারি এতে ভাল ফল পাই ।
-
হ্ফযা রেক্স করার ক্ষেত্রে ফোরামকে আমাদের জন্য আশির্বাদ মনে হয় কারণ ফোরাম আমাদের একভাবে নয় অনেকভাবে সাহায্য করে প্রথমত আমাদের জন্য একটা ফান্ড করে রাখে যার মাধ্যমে আমরা আমাদের ফান্ড সংগ্রহ করি এবং একে কাজে লাগিয়ে মুনফা অর্জন করতে পারি তাই আমাদের সবার উচিত হবে ফোরামকে ধন্যবাদ জানানো ও এর প্রতি কৃতজ্ঞ থাকা এবং এর রুলস এর প্রতি শ্রদ্ধাশীল থাকা
-
সবসময় তারা শর্তক থাকে ;) । মার্কেটের ক্সে খুব ভাল ইমপ্যাক্ট কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ফেলে এর নিউজ। আমরা খুব কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে । মুভমেন্ট বুঝে তারা ট্রেড করে কখনো লোভ করে না । নিজের শততার উপর বিশাস্ব রেখে সবসময় ট্রেড করে
-
ঠিক তেমনি আবর কষ্টও দেই.কিন্তু এই সাইট ফলো করে কি দুঃখ :yahoo: কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। নিউজ এর জন্য।তবে আমি ব্যক্তিগত ভাবে forexfactory ফলো করি।কারন এই সাইটের নিউজ গুলি সহজে বুঝা যায় এবং দ্রুত পাওয়া যায়। এঅবেগকে পাশে রেখে কাজে মনঘোগ দিলে ভালো করা সম্ভব.কারণ এঅবেগ এর বশবর্তী হয়েই আমরা অনেক সময় ভুউল সিদ্ধান্ত নেয়ে থাকি.তাই আমাদের উচিত ভুউল থেকে শিখা আর সফলতা কে অনুসরণ করা
-
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। :yahoo: কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।
-
ফোরাম থেকে অনেক কিছু শেখার আছে। কারন এখানে আমরা উন্মুক্ত ভাবে নিজেদের সমস্যা তুলে ধরতে পারি। যে কোন সমস্যা উত্তর ও পেয়ে থাকি। অনেক অজানা জিনিস ও আমরা জানতে পারি। এখানে যে কেউ তার সমসস্যার কথা তুলে ধরে সমস্যার সমাধান ও করতে পারে।
-
ফরেক্স ফোরাম থেকে আপনি যে কোন তথ্য ও অনেক ধরনের সাহায্যে পাবেন। কারন ফরেক্স ফোরামে অনেক ট্টেইনার রয়েছে যা আপনি যে কোন কারো কাছে জিজ্ঞাসা করে তা উত্তর পাবেন এবং আপনি যদি নতুন বা কোন কিছু সমন্ধে না জানেন তা আপনি এই ফরেক্স ফোরামে খুব ভাল ভাবে জানতে পারন।
-
ফোরাম অবশ্যই অনেক বেশি পরিমাণে একটা শিক্ষণীয় স্থান । আমরা কতগুলি পরিমাণে চেষ্টা করছি তা নির্ভর করছে আমরা ঠিক কতটা পরিমাণে ফোরামের সাথে সম্পৃক্ত থাকছি তার উপরেই । ফরেক্সে সফল হতে হলে অনেক বেশি পরিমানে আমাদের মনে রাখতে হবে যেন অামরা আমাদের চেষ্টাকে না থামায় । ফরেক্স এমন একটা বিষয় যেটা আপনার ক্রমগত চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমেই সফলতা দিবে আর ফোরাম হল তার সেরা সহযোগি ।
-
ভাই আমি ফরেক্স সম্পরকে অনেক কম জানতাম আমি মনে করি ফরেক্স সম্পরকে জানতে হলে ফোরাম থেকে অনেক কিছু শিখা যায় |আমি আমার বিভিন্ন সমস্যা নিয়ে বর ভাইদের কাছ থেকে অনেক সমাধান পেয়েছি আপনিও পেতে পারেন | ফরেক্স ফোরাম এর গুরুতব অনেক আমি মনে করি|