-
১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷সবগুলোই গুরুত্ত্ব দিতে হবে৷সেন্টিম্যানটাল বা সাইকোলোজিক্যাল এনালাইসিস হলো সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ বিষয়৷ট্রেড করতে বসলে আমাদের লোভ,আমাদের অধৈর্য্য,ভালো করে না শিখা,দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস না করেই তাড়াহুড়া করে রিয়েল ট্রেডিং শুরু করে দেওয়া,সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট ফলো না করা,ইচ্ছামতো ওভার ট্রেডিং করা....ইত্যাদি বুঝায়৷যেগুলো নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা সফল ভাবে নিয়মিত প্রফিট করতে পারবো৷
-
ফরেক্স মার্কেটে সেন্টিমেন্টাল এ্যানালাইসিস হলো নিজের মানসিকতার ভিত্তিতে এ্যানালাইসিস । সেন্টিমেন্টাল এ্যানালাইসিস হল একজন ট্রেডারের ইমোশনাল স্তর যা প্রয়োগ করে সে মার্কেটকে বিবেচনা করে । অামরা সেন্টিমেন্টাল এ্যানালাইসিস করে কখনোই ফরেক্স মার্কেটে কাজ করব না তাহলেই অামরা বিপদে পড়ে যেতে পারি ।
-
ফরেক্স ব্যবসা অনেক সহজ না, যদি অনেক সহজ হতো তাহলে সবাই ফরেক্স ব্যবসা করে কোটি পতি হয়ে যেতো । আমার মতে ফরেক্স ব্যবসা করতে হলে আমাদের অনেক প্রফিত এনালাইসিস করতে হয় যেমন সেন্টিমেন্টাল অ্যানালাইসিস । সেন্টিমেন্টাল অ্যানালাইসিস ছাড়া আমাদের কারো ফরেক্স ট্রেডিং করা উচিত নয় ।
-
যে কোন এক ধরনের এনালাইসিস করে ফরেএক্স এ লাভ করা সম্ভব নয়। ফরেক্স এ ট্রেড করার জন্য তিন ধরনের এনালাইসিস করা জরুরী। এজন্য ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এর পাশাপশি সেন্টিমেন্টাল এনালাইসিস ও খুব প্রয়োজন। এই এনালাইসিস সবচেয়ে প্রফিট করতে সাহয্য করে।
-
আমি বলবো অপর নাম হল ইমোশান আর খুব প্রচলিত একটা কথা হল মার্কেট কারো ইমোশান দেখে চলে না , চলে হিসাবে। যাক সবাই ইমোশান নিয়ন্ত্রন করার চেষ্টা করুন কারণ ভুল করলে লস আপনারই হবে। আর একটা কথা আপনার টাকা লস করার সম্পুর্ণ লস করার অধিকার আপনার আছে কিন্তু লস করে ফরেক্স মার্কেটকে দোষ দেওয়ার কোন অধিকার আপনার নেই।
-
ফরেক্স এ এ্যনালাইসিস তিন প্রকার।যথা-টেকনিক্যাল,ফান্ডামেন্টাল এবং সেন্টিমন্টোল এ্যানালাইসিস।তিন ধরনের এ্যনালাইসিস আপনাকে জানতে হবে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এমনই একটি বিষয় যা নিজের চিন্তাভাবনা,ইচ্ছা ইত্যাদিকে বিবেচনা করে করা হয়ে থাকে।কোন ট্রেডার মার্কেট মুভমেন্ট দেখে মনস্তাত্ত্বিক ভাবে ধারনা করব যে কিছু খন পরে মার্কেট এই দিকে যাবে তাকে আমরা সেন্টিমেন্টাল এনালাইসিস বলে থাকি
-
ফরেক্স মার্কেট এ এনালাইসিস ব্যতিত ট্রেড করা সম্ভব নয়। এর মধ্যে একটি হচ্ছে সেন্টিমেন্টাল এনালাইসিস, এই এনালাইসিস এর মাধ্যমে আমরা নিজস্ব চিন্তা ধারার মাধ্যমে মার্কেটের চার্ট দেখে এনালাইসিস করে থাকি। তবে আমার মনে হয় না একটা খুব বেশী কার্যকরী।
-
সেন্টিমেন্টাল এনালাইসিস হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট কোন দিকে মুভ করলে মার্কেটের অবস্থা কি হতে পারে এসব বিষয়ে এনালাইসিস করে আগে থেকে একটি ধারনা নিয়ে ট্রেড নেয়া যাতে ট্রেডে বড় রকমের কোন ক্ষতি না হয় । এটি অনেক গুরুত্বপূর্ণ ।
-
ফরেক্স এ অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যারা প্রকৃত ট্রেডার তারা এটাকে অনেক বেশি গুরুত্ব দেয় সবচেয়ে মজার ব্যাপার হলো যারা নতুন ট্রেডার তারা খুব একটা বুযেও না সেই জন্য তাদের কোন চাপ নেই তারা মনে করে অনেক মজা কিন্তু প্রকৃতপক্ষে ফন্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, দুইটারর সমন্বয় হলো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস।
-
ফরেক্সে ট্রেড করা হয় মুলত কিছু এনালাইসিস এর উপর ভিত্তি করে। ফরেক্সের এনালাইসিস তিন প্রকার। যেমন টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস। সেন্টিমেন্টাল এনালাইসিস করা হয় সাধারণত নিজের আবেগ থেকে। নিজে ইচ্ছায় যে ট্রেড করা হয় তাকেই সেন্টিমেন্টাল এনালাইসিস বলা হয়।