-
আমার মতে মানি ম্যানেজমেন্ট হল সঠিক ভাবে অর্থের ব্যবস্থাপনা করা । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আপনি যে অর্থ বিনিয়োগ করবেন সে অর্থের অবশ্যই সঠিক মানিম্যানেজমেন্ট করতে হবে । কেননা আমি অনেক ভাইকে দেখেছি তারা প্রচুর টাকা ইনভেস্ট করে কিন্ত প্রকৃত অর্থে তাদের কাছে কোন মানিম্যানেজমেন্ট করার পরিকল্পনা নেই । আর আমি অবশ্যই গুরুত্ব দিব মানিম্যানেজমেন্ট কৈশল শেখার দিকে । কারণ আপনি যদি কৈাশল না জেনে টাকা বিনিয়োগ করেন তবে সেটা হবে নিজেকে লুজার বানানোর মতই ।
-
মানিম্যানেজমেন্ট বলতে আমি যেটা বুঝি এলোমেলো ট্রেড না করে মার্কেট এ্যনালাইসিস করে সীমিত ট্রেড করা। সাধারনত আপনি যখন একটি ট্রেড করবেন তখন রিক্স নিতে পারেন সর্বোচ্চ ৩% এবং লাভ ১০% অথাৎ লাভ এবং লসের সমীকরন হবে ১:৩ ।
-
ভালো মানি ম্যনেজমেন্ট করতে হলে প্রথমে আপনার মধ্যে ফরেক্স সুম্পর্কে সচেতনতা তৈরী হতে হবে। তাহুলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। তা বা হলে আপনি কন্ট্রোলের বাইরে চলে যাবেন আর মানি ম্যানেজমেন্টের কথা ভুলে যাবেন। সেজন্য আপনাকে আগে সচে তন হতে হবে। তবেই আপনি ফরেক্সে সফল হতে পারবেন।
-
ফরেক্স মার্কেট এ মানি ম্যানেজমেন্ট হল আপনি একটা ট্রেড এ কত টাকা ব্যবহার করবেন আপনি একটা ট্রেড এ কত % রিস্ক নিবেন ফরেক্স মার্কেট এ একজন ভাল ট্রেডার ২% রিস্ক নিয়ে ট্রেড করে এতে করে তার ৫০ টা লস করার পর অ্যাকাউন্ট ০ হবে আর আপনি যদি ১০ % রিস্ক নিয়ে ট্রেড করেন তা হলে আপনি যদি পরপর ১০টা ট্রেড লস করেন তা হলে আপনার অ্যাকাউন্ট ০ হয়ে যাবে আমি একটানা ২০ টা ট্রেড ও লস করি তারপর ও আমার অ্যাকাউন্ট ০ হয় নাই ২ % রিস্ক নিয়ে কাজ করার জন্য
-
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট হল সঠিক ভাবে অর্থের ব্যবস্থাপনা করা । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আপনি যে অর্থ বিনিয়োগ করবেন সে অর্থের অবশ্যই সঠিক মানিম্যানেজমেন্ট করতে হবে । কেননা আমি অনেক ভাইকে দেখেছি তারা প্রচুর টাকা ইনভেস্ট করে কিন্ত প্রকৃত অর্থে তাদের কাছে কোন মানিম্যানেজমেন্ট করার পরিকল্পনা নেই । আর আমি অবশ্যই গুরুত্ব দিব মানিম্যানেজমেন্ট কৈশল শেখার দিকে । কারণ আপনি যদি কৈশল না জেনে টাকা বিনিয়োগ করেন তবে সেটা হবে নিজেকে লুজার বানানোর মতই ।
-
অামরা যেমন ব্যাংকে মানি জমা করি সেভাবেই অামরা এখানে ডলার জমা করব । অামরা অামাদের ডলারের কদর বুঝে তারপর কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা ভালোভাবে বুঝতে পারব । অামরা বেশী মানি ম্যানেজমেন্ট করলেই সমস্যা থেকে সমাধান হব ।
-
পাঁচ হাজার ডলার এর ডেমো একটি একাউন্টে পঞ্চাস সেন্ট করে ট্রেড ওপেন করবেন। কোন ট্রেড পঞ্চাস সেন্ট এর বেশি বা কম করবেন না। এইভাবে পঞ্চাস সেন্ট করে সর্বমোট পাঁচটি ট্রেড ওপেন করতে পারবেন। এই পদ্ধতিতে ট্রেড করা শুরু করুন। সফলতা আসবেই।
-
এটা আপনিই পারবেন আসলে আপনার নির্ধারিত ট্রেড এর স্টপ লস এবং টেক প্রফিট এর উপর নির্ভর করে মানি ম্যানেজমেন্ট রোল আরোপ করতে হয়.যেমন আপনার ১০০ ডলার ডিপোজিটের ২০ পিপ স্টপ লসের ০.১০ ভলিউমের ট্রেডে টোটাল রিস্ক ২%।তাই আপনার যা দেপসিত আছে তা থেকে ১০-২০% হারে রিস্ক নিয়ে ট্রেড করার চেষ্টা.
-
মানি ম্যানেজমেন্টের অনেক নিয়ম নীতি আছে। আর রিস্ক হলো আপনার মূলধনের অনুপাতে প্রতিটি ট্রেডে কতটুকু লস বহন করবেন। অনেক কিছুই ভাবতে হয় আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে চলার জন্য। আমি এমন একটি পদ্ধতির কথা আপনাকে বলব যার মাধ্যমে খুব সহজেই মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। অতিরিক্ত সময় আর আলাদা হিসাব নিকাশ এর দরকার পরবে না। শুধুমাত্র লিভারেজ সেট করুন ১: ১০ । আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার মূলধন থাকবে সুরক্ষিত। আপনি যদি লিভারেজ ১:১০ সেট করেন তাহলে চাইলেও বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন না।
-
ভালো মানি ম্যানেজমেন্ট শেখার জন্য আপনাকে দুটি পদ্ধতি সম্পর্কে জানতে হবে । একটি হলো রিস্ক টু রিওয়ার্ড রেশিও এবং অন্য টি হলো লট সাইজ ম্যানেজমেন্ট । যদি আপনি একজন সফল ট্রেডার হতে চান তাহলে আপনাকে অবশ্যই এই দুটি বিষয় সম্পর্কে জানতে হবে। এর মধ্যে অনেক ট্রেডার আছে যারা মনে করে , শুধু স্টপ লস ব্যাবহার করাই মানি ম্যানেজমেন্ট কিন্তু তা সম্পূর্ণ ভূল । মানি ম্যানেজমেন্ট এর একাধিক পদ্ধতি আছে। যার মধ্যে এটি একটি।