-
2 Attachment(s)
ক্রুড অয়েল - লাইভ ট্রেডিং এনালাইসিস- ২০২১-০৩-১২৩- তারিখ- ১১/০৩/২০২১
ক্রুড অয়েল এনালাইসিস
হ্যালো ফরেক্স ট্রেডার বন্ধুগণ। কেমন আছেন সবাই। করোনা ভাইরাসের আবারও বৃদ্ধি পাওয়ায় ক্রুড অয়েলের প্রাইস কিছুটা হ্রাস পেয়েছে। ক্রুড অয়েলের চার ঘন্টা টাইমফ্রেমে এনালাইসিস করছি। ক্রুড অয়েলের ঊর্ধ্বমুখী মুভমেন্ট ৬৭.৮৯ পর্যন্ত করে তা বর্তমানে বিপরীতমুখী মুভ করছে। যেটা পরবর্তীতে ৬৩.১৬ পর্যন্ত নিম্নমুখী মুভমেন্ট করে।
[ATTACH=CONFIG]13875[/ATTACH]
বর্তমানে ক্রুড অয়েল প্রাইস হলো ৬৪.৯৫। পরবর্তীতে বুলিস ট্রেন্ড ও একই সাথে ডাউন ট্রেন্ডের মুভমেন্ট দেখতে পেয়েছি। বর্তমানে ঊর্ধ্বমুখী মুভমেন্ট এর দিকে রয়েছে। প্রথম সাপোর্ট ৬৪.২৯ যদি অতিক্রম করে তাহলে পরবর্তীতে দ্বিতীয় সাপোর্ট ৬৩.৩৩ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে।
[ATTACH]13876[/ATTACH]
কিন্তু মার্কেট যদি বিপরীতে মুভমেন্ট করে তাহলে প্রথম রেসিস্টেন্স ৬৫.৫৯ হিট করবে। দ্বিতীয় রেসিস্টেন্স ৬৬.৪০. এটি খুব দ্রুত উদ্ধোমুখী গতিপথ বেছে নিবে। তাই আমি বাই দিয়ে ট্রেড করার সিদ্ধান্ত নিয়েছি।
ধন্যবাদ
-
1 Attachment(s)
সিলভার - লাইভ ট্রেডিং এনালাইসিস- ২০২১-০৩-১২৪- তারিখ- ১৩/০৩/২০২১
আগামী সপ্তাহের জন্য সিলভার পেয়ারে এনালাইসিস
কেমন আছেন সবাই? আজ সিলভার পেয়ারে আগামী সপ্তাহে পূর্বাভাস নিয়ে এনালাইসিস করছি। সিলভার পেয়ার Accelerator Oscillator ইন্ডেক্স অনুসরণ করে আগামী সপ্তাহের জন্য সিলভার পেয়ারে এনালাইসিস করিতেছি। এই ইন্ডিকেটর এখন আপার ট্রেন্ডের ইন্ডিকেট দিচ্ছে আগামী সপ্তাহের জন্য। গত সপ্তাহ মার্কেট ওপেন হয়েছিল ২৫.২০৫, সর্বোচ্চ প্রাইস ছিল ২৬.৪০৫ এবং সর্বনিম্ন প্রাইস ২৪.৯০৫। তবে এক্ষেত্রে ফরেক্স নিউজ ক্যালেন্ডার এবং ইউএসডি ইনডেক্স এর মুভমেন্টের দিকে নজর রাখে ঠিক সিদ্ধান্ত নিতে হবে।
[ATTACH]13890[/ATTACH]
কেননা আগামী সপ্তাহে USD ইন্ডেক্স এ* পর্যাপ্ত পরিমাণে হাই* এবং লো ইম্পেক্ট সম্পর্কিত নিউজ রয়েছে। ১ম সার্পোট ২৪.৯৬৩, ২য় সার্পেট ২৩.৬৩৭, ১ম রেসিস্টেন্স ২৮.৮১৩, ২য় রেসিস্টেন্স ২৯.৬১৭. ট্রেড করে প্রফিট করার জন্য এ সকল বিষয়ে নজর রাখতে হবে। সবার ট্রেড গুলো প্রফিট হোক।
-
1 Attachment(s)
eurusd - লাইভ ট্রেডিং এনালাইসিস- ২০২১-০৩-১২৫- তারিখ- ১৪/০৩/২০২১
EURUSD এনালাইসিস
সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা রইলো। আশা করি সবাই পরিবার নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। EURUSD পেয়ারে ডেইলি টাইমফ্রেমে টেকনিক্যাল এনালাইসিস শুরু করিতেছি। গত সপ্তাহের EURUSD পেয়ারের মুভমেন্ট লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি - সপ্তাহে মার্কেট ওপেন হয়েছিল ১.১৯১০৮, সর্বোচ্চ প্রাইস ১.১৯৮৯৮ এবং সর্বনিম্ন প্রাইস ১.১৮৩৫৪, অবশেষে মার্কেট ক্লোজ হয়েছিল ১.১৯৪৭৩.
[ATTACH]13893[/ATTACH]
সামনের সপ্তাহে এই পেয়ার রিলেটেড এর বেশ কিছু high* এবং Med* ইম্প্যাক্ট নিউজ রয়েছেন তাই মার্কেট অনেক আপ এবং ডাউন মুভমেন্ট করবে। তাই সাবধানতার* সাথে ট্রেড করতে হবে নতুবা লসের সম্মুখীন হতে হবে।
সার্পোট
১ম সার্পোটঃ ১.১৯০৯৯
২য় সার্পোটঃ ১.১৮৩৬৬
রেসিস্টেন্স
১ম রেসিস্টেন্সঃ ১.২০২৮৫
২য় রেসিস্টেন্সঃ ১.২০৭৫৭
-
2 Attachment(s)
গোল্ড - লাইভ ট্রেডিং এনালাইসিস- ২০২১-০৩-১২৬- তারিখ- ২২/০৩/২০২১
গোল্ড এনালাইসিস
[ATTACH]13930[/ATTACH]
চার ঘন্টা টাইমফ্রেমে গোল্ডের এনালাইসিস করতে যাচ্ছি। MACD ইনডিকেটরের খেয়াল করলে আপনি দেখতে পারবেন এটি এখনও আপার ট্রেন্ডে মুভমেন্টের ইন্ডিকেট দিচ্ছে। গোল্ড এর বর্তমান প্রাইস হলো ১৭৪২. গোল্ডের মুভমেন্টে অবস্থায় এটি যদি ১৭৫৪ অতিক্রম করতে পারে তাহলে এটি খুব দ্রুত ১৭৭৫ থেকে ১৮০০ তে যাবে। আবার যদি এই ক্ষেত্রে ১৭২৪ ভেদ করতে পারে তাহলে সেটি খুব দ্রুত ১৭০০ থেকে ১৬৮৫ পর্যন্ত যেতে পারে। এক্ষেত্রে Index এর প্রতি আমি বিশেষ দৃষ্টি রাখব ট্রেড সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।
[ATTACH=CONFIG]13931[/ATTACH]
এছাড়াও নিউজ ক্যালেন্ডার এর ফলাফল এর প্রতি খেয়াল রেখে ট্রেড করব। যা আজ সন্ধ্যা সাতটায় একটি হাই ইম্পেক্ট সম্পৃক্ত নিউজ রয়েছে। কেননা নিউজ ইম্প্যাক্ট এখানে গুরুতর প্রভাব ফেলতে পারে।
-
2 Attachment(s)
সিলভার - লাইভ ট্রেডিং এনালাইসিস- ২০২১-০৩-১২৭- তারিখ- ২৩/০৩/২০২১
সিলভার এনালাইসিস
[ATTACH]13951[/ATTACH]
কেমন আছেন সবাই? বিগত ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে সিলভারের প্রাইস ২৮.১৭০ থেকে তা বর্তমানে ২৪.৭৮৫ পর্যন্ত নেমে এসেছিল। বর্তমানে সিলভার প্রাইস হলো ২৫.৫৭. যা একটি নির্দিষ্ট সীমার মধ্যে বিগত 10 মার্চ থেকে এখন পর্যন্ত মুভমেন্ট করে আসছিল পরবর্তীতে গতকাল ডাউন ট্রেন্ডে মুভ করে। আপনি চার্টে খেয়াল করলেই স্পষ্টভাবেই দেখতে পারবেন। এক্ষেত্রে নির্দিষ্ট সীমা যদি ভেদ করতে পারে তাহলে তা বড় ধরনের মুভমেন্ট হবে। এক্ষেত্রে USD Index যদি শক্তিশালী হয় তাহলে এটি প্রথম সাপোর্ট ২৫.৪১৮ ভেদ করে দ্বিতীয় সাপোর্ট ২৫.১০২ টার্চ করার সম্ভাবনা রয়েছে।
[ATTACH]13952[/ATTACH]
বর্তমানে USD index এর প্রাইস হলো ৯১.৮৬ যা এখনো শক্তিশালি হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এক্ষেত্রে যদি USD Index দুর্বল হয় তাহলে প্রথমে রেসিস্ট্যান্স ২৫.৮০৯ হিট করার সম্ভাবনা অনেকটাই বেশি। এক্ষেত্রে আমার দ্বিতীয় রেসিস্ট্যান্স ২৬.০৪৬. সকল ট্রেড গুলো প্রফিটেবল মধ্য দিয়ে অতিবাহিত হোক এই প্রত্যাশা করছি আমি।
-
2 Attachment(s)
গোল্ড - লাইভ ট্রেডিং এনালাইসিস- ২০২১-০৩-১২৮- তারিখ- ২৪/০৩/২০২১
গোল্ড এনালাইসিস
[ATTACH]13968[/ATTACH]
কেমন আছেন সবাই? আজ দিনের শুরু থেকেই গোল্ডের প্রাইস আপট্রেন্ডে মুভ করছে। বর্তমান প্রাইস হলো ১৭৩১ গতকালের গোল্ডের প্রাইস দিনের শেষের সময় বেওয়ারিস ট্রেন্ডে মুভমেন্ট করে। যেখানে বিগত কিছুদিন যাবত একটি নির্দিষ্ট সীমার মধ্যে প্রাইস মুভমেন্ট পড়েছিল। যা ৩০ কিংবা ৪০ ডলারের মধ্যে তার মুভমেন্ট বিরাজমান ছিল। কিন্তু আজ ভেবেছিলাম সেই ১৭২৪ থেকে ১৭৪০ সীমাকে* অতিক্রম করেছিল কিন্তু সেটা পুনরায় পুলব্যাক করে।
[ATTACH]13969[/ATTACH]
বর্তমান গোল্ডের প্রাইস হলো 1727. ম্যাকডি ইন্ডিকেটরটি এখনো ডাউনট্রেন্ড মুভমেন্ট ইন্ডিকেট দিচ্ছে। এক্ষেত্রে প্রাইস ১৭৩০ এর নিচে অবস্থান করছে সে অনুযায়ী ১৭০৫ পর্যন্ত নামতে পারে। অপরদিকে প্রথম রেজিস্ট্যান্ট যদি ১৭৪০ যদি অতিক্রম করতে পারে তাহলে তারও ঊর্ধ্বমুখী মুভমেন্ট করবে।
ধন্যবাদ সবাইকে
-
-
Yes, a quite good variant
-
1 Attachment(s)
গোল্ড - লাইভ ট্রেডিং এনালাইসিস- ২০২১-০৩-১২৯- তারিখ- ২৫/০৩/২০২১
গোল্ড এনালাইসিস
কেমন আছেন আমার প্রিয় ট্রেডার বন্ধগণ? আজ এইচ ফোর টাইমফ্রেমে টাইমফ্রেমে এনালাইসিস করছি । বর্তমানে গোল্ডের প্রাইস হলো ১৭৩০. দিনের শুরুতে USD Index দুর্বল হওয়ার সাথে সাথে এটি আপার ট্রেন্ডে মুভ করেছিল।* আজ সন্ধায় USD index এ Med ও অনেক গুলো Low Impact সম্পৃক্ত নিউজ রয়েছে। এর ফলে গোল্ডের প্রাইস বেশি মুভমেন্ট করতে পারে।
[ATTACH]14002[/ATTACH]
গত ২৪ মার্চ দিনশেষে* মার্কেট ক্লোজ হয়েছিল ১৭৩৪. গতকাল মার্কেট ওপেন হয়েছিল ১৭২৭ পরবর্তীতে তা দিন শেষে আপট্রেন্ডে মুভ করে ১৭৩৮ সর্বোচ্চ হয় এবং সর্বনিম্ন ছিল ১৭২৩।** তাই যাহারা গোল্ডে ট্রেড করে থাকেন তাদের উচিত নিউজ ফলো করে ট্রেড করা। এক্ষেত্রে যদি 1721 ভেদ করতে পারে তাহলে তা 1700 পর্যন্ত নামতে পারে। এটিও অতিক্রম করলে 1685 পর্যন্ত নামতে পারে। আবার উদ্ধোমুখী হলে তা 1746 ভেদ করতে পারলে তা 1752 ও 1770 পর্যন্ত যেতে পারে।
-
3 Attachment(s)
ইউরো/ইইএসডি - লাইভ ট্রেডিং এনালাইসিস- ২০২১-০৩-১৩০ তারিখ- ২৬/০৩/২০২১
EURUSD এনালাইসিস
[ATTACH=CONFIG]14004[/ATTACH]
শুভ সকাল। শুরুতে সবাইকে সালাম রইলো। সকল ফরেক্স ট্রেডার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। আজ সপ্তাহের শেষ দিন, দিনের শুরুতে আজ আমি কিন্তু EURUSD পেয়ার নিয়ে এনালাইসিস করব। EURUSD পেয়ার 4 ঘন্টা টাইম টেবিল অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে বিগত তিন মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত বেয়ারিস ট্রেন্ডে মুভমেন্ট করে। পরবর্তীতে নির্দিষ্ট সীমার মধ্যে মুভমেন্ট করে। অবশেষে 23 মার্চ তা আবার বেওয়ারিস ট্রেন্ডে নিম্নমুখী মুভমেন্ট করতে সফল হয়। আজ দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী করার করার চেষ্টা করছে। বর্তমানে EURUSD পেয়ার প্রাইস হলো 1.17727.
[ATTACH]14005[/ATTACH]
আজ মার্কেটে পর্যাপ্ত নিউজ রয়েছে এর ফলে বড় ধরনের মার্কেট মুভমেন্ট এর পরিবর্তন হতে পারে । আপনি যদি নিউজ ক্যালেন্ডার অনুসরণ করেন তাহলে দেখতে পাবেন High & Med রয়েছে । এক্ষেত্রে যদি 1.18367 ভেদ করতে পারে তাহলে এটি আরো ঊর্ধ্বমুখী মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। তাই এক্ষেত্রে আমি buy ট্রেড করার সাপোর্ট করব। সবার ট্রেড গুলো প্রফিটেবল হক এ প্রত্যাশায় আজকের মত বিদায় নিচ্ছি।
-
2 Attachment(s)
গোল্ড - লাইভ ট্রেডিং এনালাইসিস- ২০২১-০৩-১৩১ তারিখ- ৩০/০৩/২০২১
গোল্ড পেয়ার এনালাইসিস
[ATTACH=CONFIG]14019[/ATTACH]
কেমন আছেন সবাই?* আজ আমি গোল্ড পেয়ার নিয়ে এনালাইসিস করবো।* আমরা যদি গতকালের গোল্ডের প্রাইস মুভমেন্ট খেয়াল করি তাহলে দেখতে পাব, গতকাল ফরেক্স ক্যালেন্ডারে তেমন কোন হাই ইম্পেক্ট নিউজ ছিল না তারপরেও গোল্ডের প্রাইস ও অস্বাভাবিক ভাবে ডাউনট্রেন্ডে মুভমেন্ট করেছে। যদিও USD ইন্ডেক্স তার নিজ অবস্থানে অবস্থান করছিল।
[ATTACH=CONFIG]14020[/ATTACH]
সাধারণত আমরা ইন্ডেক্স ফলো করে মার্কেট মুভমেন্ট অনুমান করতে পারি। কিন্তু গতকাল তেমন সুযোগ ছিলনা। বর্তমানে গোল্ডের প্রাইস হলো ১৭০৬. এ মুভমেন্ট ১৭০০ পর্যন্ত মুভ করে পরবর্তীতে পুলব্যাক করার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে USD Index যদি আরও শক্তিশালী হয় তাহলে তা ১৬৮৫ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে।
১ম সার্পোটঃ- ১৭০০
২য় সার্পোট: ১৬৮৬
১ম রেসিস্টেন্স: ১৭২০
২য় রেসিস্টেন্স: ১৭৩৫