-
হ্যাঁ অবশ্যই ফরেক্স উপার্জনের শেরা উৎস তার কারন হচ্ছে এই বেবশা ঘরে বসেই করা যাই শুধু একটি কম্পিউটার আর ইনটারনেট কানেকশন থাকতে হবে এই বেবশাই নিজের পকেটের টাকা না লাগিয়েই এই বেবশা করা যাই শুধু ফোরাম পোষ্ট করে যেই ডলার পাওয়া যাই সেই ডলার দিয়ে ট্রেড করে ভালো অঙ্কের টাকা প্রফিট করা যাই এই জন্য ফরেক্স উপার্জনের শেরা উৎস বলে আমি মনে করি।
-
আমার কাছে মনে হয় উপার্জনের জন্য ফরেক্স আমাদের জন্য সহজ একটা মাধ্যম হবে যদি আমরা সঠিকভাবে ফরেক্স শিখতে পারি ও করতে পারি। আর সঠিকভাবে শেখার জন্য আমাদের ধৈর্য ও পরিশ্রম করতে হবে। এছাড়া এখানে পার্টটাইম ও ফুলটাইম ট্রেড করা যায় । আমাদের মতো ছাত্র জীবনে ফরেক্স মার্কেটের আয়ের উৎস অন্যতম
-
ফরেক্স মার্কেটের উপার্জন সেরা উৎস । ফরেক্স মার্কেটে আপনি যখন ইচ্ছে তখন ট্রেড করতে পারেন । এছাড়া এখানে পার্টটাইম ও ফুলটাইম ট্রেড করা যায় । আমাদের মতো ছাত্র জীবনে ফরেক্স মার্কেটের আয়ের উৎস অন্যতম । পড়া লেখার পাশাপাশি ফরেক্স মার্কেটে অল্প সময় ব্যয় করে নিজের খরচ বহন করা যায় ।
-
ফরেক্স ব্যবসা আমি মনেকরি সবচাইতে উর্পাজনের সেরা মাধ্যম । এর কারণ হল দক্ষতার সহিত এই ব্যবসা করতে পারলে অবশ্যই সফলতা সম্ভব । কোন ব্যক্তি যদি মনে করেন আমি ফরেক্স ব্যবসা দিয়ে কোটিপতি হব তা ও সম্ভব । সুতরাং আমরা সব সময় এই খেয়াল করব যাতে করে ট্রেড করে স্বাবলম্বী হয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করব ।
-
ফরেক্স পৃথিবীর শ্রেষ্ঠ উপার্জনকারী ব্যবসা। তবে এখানে ট্রেড করতে হলে খুব গভীর চিন্তা ভাবনার মানুষ ছাড়া আয় করা সম্ভব নয়। এখানে মেধা , সময় , অর্থ ও অভিজ্ঞতা সবটুকু দিয়ে ট্রেড করতে হয়। এর একটির কোন ঘাটতি থাকলেও ট্রেড থেকে আয় করা সম্ভব নয়।
-
আমরা ফরেক্স ট্রেডিং ভালোবাসি বলেই যে ফরেক্স ট্রেডিয়কে আবেগে উপার্জনের সেরা মাধ্যম বলবো তাতো হতে পারে না। কারন ফরেক্স যদি উপার্জনের সেরা মাধ্যম হত তবে দেশের বড় বড় ধনী ব্যক্তিরা কেন শিল্প ইন্ডাস্ট্রি গড়েছে? এজন্য বলবো অবশ্যই ফরেক্স এককভাবে উপার্জনের সেরা উৎস নয় বরং ফরেক্স উপার্জনের খুব ভালো উৎস।
-
এ কথা বলতে পারছি না যে ফরেক্সি এক মাত্র উপার্জনের সেরা উৎস। তবে মনে হয় ফরেক্স থেকে ভাল কিছু আশা করা যাই। যাদের ফরেক্স সম্পর্কে জ্ঞান ও দক্ষতা আছে তাদের জন্য উপার্জনের জন্য সেরা উৎস। ফরেক্সের উপর যদি সে দক্ষ ও অভিজ্ঞ হতে পারে তাহলে সে জীবনকে সুন্দর করতে পারে।
-
ফরেক্স একটি ব্যবসা। ব্যবসা করতে লাভ ও লস দুটোই হই। আমার মতে যারা ফরেক্স সম্পর্কে ভালো বোঝে এবং ট্রেড করা সম্পর্কে ভালো অবিজ্ঞতা আছে তারা ফরেক্স থেকে ভালো আয় করতে পারে। ফরেক্স এমনি একটি ব্যবসা যে ব্যবসা করতে অনেক সময় ব্যয় করতে হই এবং অনেক জ্ঞান প্রয়োগ করতে হই। তাই ফরেক্স থেকে উপার্জন করতে হলে আগে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে।
-
ফরেক্স হচ্ছে বিদেশী মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করার সহজ মাধ্যম।যেখানে আমরা সামান্য হলেও কষ্টের মাধ্যমে কিছুটা হলেও অর্থ উপার্জন করে থাকি।আমরা যদি ভাল একটা প্রফিট প্রতি মাসে রাখতে চাই তাহলেতো আমাদেরকে আগে একটা ভাল স্ট্রাটেজি তৈরী করতে হবে।আর ভাল একটা স্ট্রাটেজি কিভাবে তৈরী করতে হবে তা এ ফোরামে ভালভাবে দেওয়া আছে।
-
ফরেক্স মার্কেট হল ইন্টারনেট ব্যাবহার করে অনলাইন এর মাধ্যমে আমরা অর্থ ইনকাম করে থাকি, তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট হল অর্থ উপার্জনের বড় উৎস তাই এই মার্কেট এর ইনকাম করা যায় ঘরে বসে, তাই আমাদের অনেক বেকার তাদের বেকাত্ব দূর করতে পাছে ফরেক্স করে।