-
আমরা জানি ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মুদ্রা বেচা-কেনার মার্কেট ।এখানে সফলতা পাওয়ার জন্য আপনাকে অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্য ধরতে হবে,তাহলেই আপনি সফলতা পেতে পারেন ।ফরেক্স কে আমি সবথেকে বেশি প্রাধান্ন দিয়ে থাকি ।কেননা এটি করে বাংলাদেশের অধিকাংশ বেকার যুবক স্বাচ্ছন্দ্য এনেছে ।এমনকি গৃহিণীরাও তাদের সংসার এর আয় বাড়িয়েছে ।
-
আমি বর্তমানে একজন শিক্ষিত বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি আর এ অবস্থায় আমাকে আমার এক বন্ধু ফরেক্সে কাজ করতে উৎসাহিত করে।আর ফরেক্সে কিছুদিন কাজ করতে করতে এখন ফরেক্স আমার ভালো লাগে এবং আমি ফরেক্সকে অনেক বেশি প্রাধান্য দিয়ে যাচ্ছি।আমি দিনের বেশিরভাগ সময়ই ফরেক্সে ব্যায় করে থাকি এবং ভালোকরে শিখার চেষ্টা করছি যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে না পারলেও ফরেক্স থেকে কিছু আয় করতে পারি।
-
ফরেক্স আমার জীবনে একটি সময় ক্টানরে বড় মাধ্যম। মুরত আমার মার্কেটরে মুভমেন্ট টি নোটিস করতে খুবি ভাল লাগে। কারন মার্কেটের মূভমেন্ট দেখলে মার্কেট সম্পর্কে ধারনা পাওয়া যায়। ফরেক্স আমার পার্ট টাইম ও ফুলটাইম উভয় প্রকারেই পরিচালনা করে থাকি আমার সুবিধা মত। ফরেক্স কে আমি খুব কঠিন মনে করি তাই অবহেরা করার কোন প্রশ্নই ওঠে না।
-
আমি ফরেক্সকে অনেক বেশিই প্রাধান্য দিয়ে থাকি কেননা ফরেক্সের মাধ্যমে টাকা আয় করা সম্ভব । ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে কাজ করে প্রতিমাসে অনেক তাকা আয় করা যায় । ফরেক্সে সবাই কাজ করতে পারে , তাই যদি কেউ ফরেক্সে কাজ শিখে ফরেক্সে কাজ করতে পারে তাহলে সে ফরেক্স থেকে অনেক টাকা আয় করতে পারবে এবং নিজের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবে । ফরেক্সে কাজ করতে হলে কোন প্রকার লোভ করা যাবে না তাহলে ফরেক্স থেকে ভাল কিছু আশা করা যাবে না । ফরেক্সে ভাল করতে হলে লোভ ছাড়া ট্রেডিং করতে হবে তাহলে অনেক লাভ হবে ।
-
জীবনে উন্নতি করতে গেলে আপনাকে যে কোন বিষয়ে প্রধাণ্য দিতে হবে। তাই আপনি যদি ফরেক্স মার্কেটকে আপনার পেশা ভাবেন তাহলে এটাকে অবশ্যই প্রধান্য দিতে হবে। না হলে আপনি কোন উন্নতি করতে পারবেন না। তাই ফরেক্স মার্কেটকে ভালভালে আয়ত্ব করুন আর শুরু করুন টাকা আয় করা।
-
ফরেক্স আমার জীবন ফরেক্স আমার মরন । আমি জানি ফরেক্স ব্যবসায় ০৫% ট্রেডারস লস করে । কিন্তু আমি তো কম কম লস করি । তাই আমি ফরেক্স কে অনেক অনেক প্রাধান্ন দিয়েছি । আমি চাকরি ও করি কিন্তু আমি মনে করতেছি যে আমি খুব তাড়াতাড়ি চাকরি টা ছেড়ে দেবো । কারন আমি শুধু ফরেক্স করতে চাই ।
-
বতমান আমি ফরেক্স করি আমার জিবনের লক্ষ অজন করার জন্য | আমি মনে করি ফরেক্স থেকে আমি আয় করতে পারব ফরেক্স থেকে আয় করার জন্য আমি আমাকে যাযা করার আমি তাই তাই করছি | আমার মনে হয়েছে আমি পারব|
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমি আমার জীবন কে সুন্দর ভাবে সাজাতে পেরেছি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করা শুরু করি ২০১৪ সাল থেকে।তার পর থেকে আমি এখনো ফরেক্স মার্কেট এ ট্রেড করি।এতে আমি অনেক লস করেছি এবং অনেক লাভও করেছি।তাই ফরেক্স মার্কেট আমার জীবনে অনেক ভালো ভুমিকা রেখেছে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমি আমার পড়ালেখার খরচ বহন করি।তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট আমার জীবনের একটি অংশ।
-
সব চাইতে মজার যায়াগ। অনলাইনে আমার।আপনি যদি নিজের ভিত্তকে শক্ত ও মজবুত করে প্রতিষ্টিত করতে পারেন তাহলে আপনার অর্থনৈত্তিক অবস্থার পরিবর্তনে/উন্নায়নে ফরেক্স হয়ে উঠতে পারে এক মজবুত হাতিয়ার।
-
ফরেক্সকে আমি আমার মুল পেশা হিসেবে নিয়েছি।একবারটি ভাবুন আপনি ২০ বছর লেখাপড়া করছেন শুধু জ্ঞান অর্জনের জন্যই নয় বরং ভাল একটা চাকুরির আশাই।তাহলে আপনি ১ বছর কেন পারবেন না ফরেক্স নিয়ে পড়ালেখা করতে।আমি মনে করি ১ বছর ফরেক্স নিয়ে লেখাপড়া করলে সাফলতা নিশ্চিত।